ক্যাডেটের সংকল্প

থাকব না’ক বদ্ধ ঘরে
দেখব এবার কলেজটাকে
কেমন করে ঘুরছে ক্যাডেট
ফ্রন্ট রোলেরই ঘূর্ণিপাকে।
গ্রাউন্ড হতে গ্রাউন্ড-অন্তরে
ছুটছে তারা টাচ অ্যান্ড ব্যাকে,
কিসের নেশায় কেমন করে
খাচ্ছে ইডি লাখে লাখে।
কিসের আশায় করছে তারা
পাগল তাদের স্টাফদেরকে
কেমন করে বীর সুইমার
পুল সেঁচে মেডেল আনে,
কেমন করে দুঃসাহসী
চলছে হেঁটে শহরপানে।
গাছে চড়ে চায় যেতে কে
প্রিন্সিপালের অফিসপাণে,
শুনব আমি, ইঙ্গিতে কোন
ডিউটি মাস্টার আসছে উড়ে।
পাতাল ফেড়ে লুকাবো আমি
রাখবো মোবাইল ছাদের উপড়ে,
কলেজটাকে দেখব আমি
বুড়ো আঙ্গুলের মাথায় চড়ে।

১,০২৪ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “ক্যাডেটের সংকল্প”

মওন্তব্য করুন : moin

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।