ক্যাডেট

গাহি কলেজের গান-

পিটির চেয়ে বাজে কিছু নাই,নহে কিছু কুমহান,

নাহি দেশ,কাল,কলেজের ভেদ,অভেদ তাহার খ্যাতি,

সব কলেজে,মুলত শীতকালে কলেজে কলেজে তারা ঘুম-ঘাতি।

জেপি,দুয়ার খোলো,

এডজুটেন্ট গ্রাউন্ডে রয়েছে দাঁড়ায়ে,পিটির সময় হলো!

স্বপন দেখিয়া আকুল জেপি খুলিল দরজা হায়

প্রিন্সিপালের বরে আজ সিপি টিপি হয়ে যাবে নিশ্চয়!

পূর্ণবস্ত্র,বলিস্থ গাত্র,কণ্ঠ জোকসহীন,

বলিল স্টাফ,জেপি,তুমি লেট করেছ আজ নিয়ে ৭ দিন!

সহসা শুরু হইল হাঁকডাক,স্টাফ ফিরিয়া চলে,

ভোররাত্রে নোটপ্যাডে তার কলমখানি জ্বলে।

মুচকি হাসিয়া কয়,ওই সিপিশিপ অন্যকারো,হায় জেপি তোমার নয়।

আজ ফেয়ারওয়েল ডিনার আছিল,অঢেল লাঞ্চ-টি বাঁচিয়া যাবে

ও আই সি মেস হেসে তাই কুটিকুটি

এমন সময় এল জেপি,কাদায় খাকি মলিন,

বলে,স্যার,আমি জেপি হয়ে ইডি খেয়েছি আজ নিয়ে ৭ দিন।

তেরিয়া হইয়া হাঁকিল স্যার,ভেলা হল দেখি ল্যাঠা

ইডি খেয়েছ তো মর গ্রাউন্ডে গিয়ে,প্রপার ড্রেসে আসিশ নি কেন বেটা?

জেপি কহিল,সময় পাইনি স্যার।

তবে রে বেটা সোজা হাউসে যা-খাওয়া লইয়া ডাইনিং হলে দিল তালা।

ক্যাডেট ফিরিয়া চলে,চলিতে চলিতে বলে,

৫টি বছর কেটে গেল আমি ইডি খাই নি কভু,

শেষ বয়সে এই হালে আমি কাবু হয়ে গেছি প্রভু।

তব ডাইনিং হলে আর নাই ক্যাডেটের দাবী

ও আই সি মেস লাগাইছে তার সকল দুয়ারে চাবী

কোথা পালোয়ান,কোথা শক্তিমান কোথা শর্টপুটার

ভেঙ্গে ফেল ওই  ডাইনিং হলের সব তালা দেয়া দ্বার।

ডাইনিং হলে কে লাগায়ে কপাট,কে দেয় সেখানে তালা,

সব দ্বারই খোলা রবে,চালা,হাতুড়ি শাবল চালা!

 

 

১,১৬৫ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ক্যাডেট”

  1. সামিউল(২০০৪-১০)
    কোথা পালোয়ান,কোথা শক্তিমান কোথা শর্টপুটার

    ভেঙ্গে ফেল ওই ডাইনিং হলের সব তালা দেয়া দ্বার।

    চরম হইসে। চালিয়ে যাও।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : মীম (২০০৬-২০১১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।