গয়নার বাকসো

মস্কো জাতীয় ইতিহাস জাদুঘর বেড়ায়ে আসলাম। খুব বেশি ভালো লেগেছে। চোখে আটকেছে শুধু সোনা আর সোনা। ফুলদানী, চির-মুচির পর্যন্ত সোনার। কিছু ছবি দিলাম গয়না গাটির। ছবি বেশি ভালো হয়নি, সব কিছু কাঁচের বাক্সের মধ্যে আটকানো। কাঁচের মধ্যে থেকে বেশি ভালো ওঠেনি ছবি।

DSC_0889DSC_0894DSC_0022

ঝাড়বাতি DSC_0821

DSC_0822

DSC_0820

DSC_0825
মুকুট

DSC_0828

DSC_0830

DSC_0832

DSC_0833
সোনার লকেট

DSC_0834
সেনাপতির মুকুট

DSC_0839
জিশুর সোনার রেপ্লিকা

DSC_0840
সোনা আর পাথরের লকেট

DSC_0841

DSC_0842

DSC_0843

DSC_0843
যুদ্ধে বীরদের প্রতি উপহার

DSC_0850
রুবি DSC_0853
সোনার কয়েন

DSC_0858
বাইবেল

DSC_0860
মঙ্গোলিয়ান রাজার উপহার

DSC_0862
সোনার নানারকম ক্রুশ

DSC_0868

DSC_0869

DSC_0869

DSC_0872

DSC_0882
নিখাত সোনার স্কাল্পচার

DSC_0883

DSC_0885
পোজ!!

DSC_0898
আঙটি

DSC_0896DSC_0897

DSC_0895

DSC_0900

DSC_0901

DSC_0902

DSC_0903

DSC_0904

DSC_0906
DSC_0908

DSC_0907

DSC_0983

DSC_0974

DSC_0935

DSC_0846

৯৪২ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “গয়নার বাকসো”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    সোনায় সোনারন্য। তবে কথা হইল পুতিনের সোনার প্রতি তোমার এত আগ্রহ কেন? ;)) ;)) ;))


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ছবিগুলার সাথে আরেকটু বিবরণ হৈলে বেশ হৈতো।

    আমারো একৈ কথা রাশানদের সোনা নিয়া টানাটানি কেএনো!!!


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রাজীব ভাই এর সাথে একমত- একটু হলেও বিবরণ থাকলে বেশি ভাল হত।
    যাই হোক, এর মধ্যে তো মনে হচ্ছে জরিনা (Czarina :P) 'র সোনাও আছে... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।