সচেতনতামুলক পোস্টঃ ব্রাউজারে ইউজারনেম পাসওয়ার্ড হ্যাকিং

ছোটখাট একটা সচেতনতামুলক পোস্ট দেই।

আমরা অনেকেই কম্পিউটারের ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি। যাতে কষ্ট করে বার বার ইউজারনেম – পাসওয়ার্ড দিতে না হয়। আপনি যদি ব্রাউজারের মাস্টার পাসওয়ার্ড সেট না করেন, তাহলে এই জিনিসটা খুবই মারাত্মক। যে কেউ আপনার পিসিতে ঢুকে আপনার সব ধরনের পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারবে। ব্যাপারটা খুবই সোজা।
যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে নিচের মত করে যানঃ tools>option

এবার security tab এ saved password button এ click করুনঃ

ব্যাস, হয়ে গেলো। এবার জাস্ট show password click করুনঃ

এ থেকে পরিত্রাণের উপায় কি?
খুবই সহজ, জাস্ট ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড সেট করে রাখুনঃ tools> option এ গিয়ে security tab এ যানঃ


এর পর থেকে আপনার ইউজারনেম পাসোয়ার্ড আর কেউ চাইলেই দেখতে পারবে না।

১,৬৮২ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “সচেতনতামুলক পোস্টঃ ব্রাউজারে ইউজারনেম পাসওয়ার্ড হ্যাকিং”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    উপকারি জিনিষ... তবে অনেকে অপকারের জন্য ব্যবহার করতে পারে ;))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    সত্যি বলতে কি এই জিনিসটা আসলে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি। যে আমার সেভড পাসওয়ার্ড দেখতে যাবে তার ঐভাবে যাবার দরকার নেই। যেই সাইটে এ যাবে সেখানে এমনিতেই অটোফিল থেকে লগইন করতে পারবে।
    এই অপশন মনে হয় শুধু মজিলাতেই আছে। যদি নিজের কম্পিউটার অন্যের হাতে পড়ে যে আমার পাসওয়ার্ড জানতে চায় তাহলে তাকে লগইন থেকে দূরে রাখাই ভাল। সিস্টেমে লগইন করতে পারলে আরো ১০১ টা উপায় আছে।

    জবাব দিন
  3. Hassan (1997-2003)

    thanks tanvir vhai, but apni master password diaeo sesh rokkha korte parben na.cause key logger apnar sob kicui catch korte parbe.je kao apnar computer e ekta choto ftp theke ekta key logger tule dibe apnar acknoledgement charai.eta atotai flawlessly kora jai je apni/antivirus kicui bujte parbe na (like knono website browse korte gelen kintu oi website jei server e host ace tate kao ekta key logger tule raghlo ,ar sei website k apni jodi javascript run korar permission den apnar computer e tahole 8080 port e maddome ei kaj easily kora jai.ar 8080 port apni kokhonoi close korben na.).tai browser e master password set korar pasapasi amra kon site jai and ki kori seta o important. asole internet e SECURITY kothatai meaningless.Every Security mechanism has a flaw.


    Tariqual Hassan
    SQA Engineer
    KAZ Software Limited

    জবাব দিন

মওন্তব্য করুন : রহিমা আফরোজা নূপুর (৯১-৯৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।