“প” নাকি “ফ”

১।
মিলন ষ্টাফ ক্যাডেট পার্খ কে বলতেন, আই ফার্থ……এদিক আয়
আর ক্যাডেট ফাত্তাহ কে বলতেন, আই পাত্তাহ… এদিক আয়
তো এই কথা শুনে ফাত্তাহ ভাই উনা কে জিজ্ঞাশা করলেন যে , ” ষ্টাফ,আপনি সবসময় প কে ফ বলেন কেন?”
মিলন ষ্টাফ এর সহজ উত্তর, “আমি তো “ফ” কে “ফ” ই বলি কিনতু সবাই “ফ” বুঝে…”
২।
পিকনিক এ যাবার সময় বাস এর ব্যাক বেঞ্চে বসে সবাই গান ধরলাম, “আমি কষ্ট পেতে ভালবাসি, তাই তোমার কাছে ছুটে আসি”
পরদিন আমিরুল স্যারের ক্লাসে সবাইকে দাঁড় করানো হল, উনি বললেন, “বাবা রে……তোরা কার কাছে শুতে চাস ????

২,৪৩৩ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : ““প” নাকি “ফ””

  1. “আমি কষ্ট পেতে ভালবাসি, তাই তোমার কাছে ছুটে আসি”

    :khekz:

    এই গানটা আমরাও অনেক গাইতাম। মাঝখানে ২ টা লাইন আছে এরকম-

    তুমি চাইলে, আমি দেবো
    (বদ পোলাপাইন খালি খারাপ চিন্তা করে) 😉
    অথৈ সাগর পাড়ি।

    আমাদের এই দুই লাইন খুব প্রিয় ছিলো। 😉 😉

    জবাব দিন
  2. অর্চি (৯৯-০৫)

    আমাদের একটা ম্যাডাম এরও same problem ছিল-'ফ' কে 'প' আর 'ঘ' কে 'গ' বলতেন। একদিন কোন ক্লাসমেটকে জানি শান্টিং মারতে গিয়ে বলছিলেন,

    তোমরা গুগু দেখেছো, পাদ দেখোনি!

    =)) =)) =))

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তানভীর ভাই,খায়বার হাউসের একমাত্র ফর্সা ক্যাডেট পার্থ ভাই আর বদর হাউসের ইয়া বডি বিল্ডার,হাতুড়ি নিক্ষেপে কলেজ রেকর্ড করা ফাত্তাহ ভাই(২৯ তম ব্যাচ,যাদেরকে ক্লাস সেভেনে ঢুকে ১২ হিসেবে পেয়েছিলাম) দুইজনকেই মনে করায় দিলেন বস!আপনেরে লাল সেলাম 🙂

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কাল্পনিক কথপকথন...

    ম্যাডাম-"তোমরা গুগু দেখেছো, পাদ দেখোনি!"
    পোলাপাইন-"ওহ্‌ নো...প্লিজ, ম্যাডাম, অন্ততঃ ক্লাস রুমে না............!!!" 😕


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    হা হা হা ...এই মিলন বড়ুয়া একবার খুব বেশি বজ্জাতি শুরু করলে নাসের-এর নেতৃত্বে আমাগো হুনাইনের পুলাপাইন অরে কম্বল দিয়া পেছন থেকে মুড়াইয়া বেদম পিটুনি দিসিল | অই কথা মিলন জীবনে কাউরে কইসে বইলা মনে হয় না | তারপরেই সে ভাল হইয়া যায় অন্তত আমাগো সাথে আর নখতামি করে নাই |

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪/ঝ)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।