বিয়ের বয়স :)

সুপ্রিয় সিসিবিবাসী ভাই ও বোনেরা,

পত্রের শুরুতে আমার শত-কোটি সালাম ও দোয়া রইল। পর সমাচার এই যে, সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের বাঁকা চাঁদ যেমন আসি আসি করছে, ঠিক তেমনি আমাদের সিসিবি-র দুই অতি পরিচিত ও প্রিয় মুখে বিবাহ সংক্রান্ত সুখবরের নিমিত্তে হাসি ফুটতে যাচ্ছে।

জ্বী, ভাইসব, আপনাদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আমি এখন তাহাদের নাম ঘোষণা করিতে যাচ্ছি। তারা হলঃ আহমেদ টান্টু আর গুটুমুটু জরিনা।

বহুদিন ধরেই জরিনা আপার মনে বিয়ের ফুল ফোটানোর আগ্রহ ছিল যার প্রমাণ আমরা খোমাখাতায় নিয়মিত পেয়ে আসছি, কিন্তু আমাদের পিকনিক আহমেদের বিয়ের বয়স হয় নাই বলে ঘটনা আটকে ছিল। আজ রাত ১২টা বাজলেই টান্টুর বিয়ের বয়স হয়ে যাবে, কারণ তার স্নাতক ডিগ্রী অর্জন এখন সময়ের ব্যাপার মাত্র। আর আমাদের টান্টু যেই ফুংসুক ওয়াংরু, চাকরী ও খুঁজবে না- ওরে চাকরী খুঁজবে। আশা করি পরবর্তী জন্মদিনের দাওয়াতের আগেই আমরা ওদের বিয়ের দাওয়াত পাচ্ছি 🙂

পত্রের শেষে তাহলে সমস্বরে বলি- “আগাম হেফি বাড্ডে, টান্টু, দোয়া করি শত-সহস্র আন্ডাবাচ্চা নিয়ে কাম্রুল ভাইয়ের সাথে তিন প্রহরের বিল দেখতে যাও!”

ইত্তি-
আপনাদের স্নেহধন্যা,
আঁধার

বিশেষ দ্রষ্টব্যঃ আমি জীবনে কোনদিন জন্মদিনের পোস্ট লেখার স্বপ্নও দেখি নাই। সব ঐ জেরির দোষ। ওর অনুরোধেই আমারে এই ঢেঁকি গিলতে হয়েছে। সবাই মিলে ওরে পাঙ্গাইয়েন এই অখাদ্য লেখাটা পড়ার পরে :grrr:

অফটপিকঃ কইরে রকিব্যা, কই গেলি ব্যাটা চারাগাছ….রোজা-রমজানের দিনে যে রাত জেগে একটা পোস্ট দিলাম, এক কাপ চা ও না চাইতে দিলি না, ভাই 🙁

৬,৮২৪ বার দেখা হয়েছে

২৪৮ টি মন্তব্য : “বিয়ের বয়স :)”

  1. রকিব (০১-০৭)

    বিয়া-শাদীরে কইষা মাইনাচ।
    শুভ জন্মদিন টম থুক্কু টান্টু ভাই। দোয়া করি শতেক সন্তানের জনক হোন। (অবশ্যই অনুমতিক্রমে)
    অফটপিকঃ রোযার মাসে আবার চা কেন? নেন বেলের সরবত খান ভাবী।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন টান্টু।
    জরিনারে বেশি জালাইস না। নইলে কিন্তু আমি তোরে তিন প্রহরের বিল দেখামু না।

    অফটপিকঃ
    মডারেটরদের কেউ আঁধারের নামের পাশ থেকে অতিথি শব্দটা সরিয়ে দিচ্ছে না কেন! ও কী আর অতিথি আছে?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. আহমেদ

    অনেক অনেক ধন্যবাদ আঁধার ভাবী :shy: আর ধন্যবাদ গুটু মুটু... আঁধার ভাবীকে ঢেঁকি গেলানোর জন্য ;;)
    এই পোস্ট দেইখা তো টাস্‌কি খাইয়া গেলাম, দোয়া রাইখেন... 😀
    অফটপিকঃ ইয়ে... মানে... আমার কিন্তু অতো বয়স হয় নাই...
    still :just: teenager 😛

    জবাব দিন
  4. ওরে...আমার আঁধার ভাবি ঢেঁকি গিলছে রে...!
    ধইন্যাপাতা ভাবি!
    টান্টু মিয়া , আপনারে হ্যাফি বাড্ডে । তয় আফনারে আমি শতেক সন্তানের জনক হওয়ার দোয়া দিতে পারতেছি না ,জানের মায়া আছে না!

    জবাব দিন
  5. শাওন (৯৫-০১)

    লেখাটা বেশি ভালো লাগসে.........


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন টান্টু...

    ভাবীকে ধন্যবাদ ঢেঁকি গিলে দারুন আকটা পোস্ট দেবার জন্য, আর জেরিনকে ধন্যবাদ ঢেঁকিটা গেলানোর জন্য...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. কিবরিয়া (২০০৩-২০০৯)

    হ্যাপ্পি বাড্ডে।
    কেক্কুক খামু......... :(( :(( :((


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  8. মোকাব্বির (৯৮-০৪)

    শুভ জন্মদিন আহমেদ! দিন আনন্দে কাটুক এই প্রত্যাশায়...!
    যাক উইশ করতে পারলাম। দীর্ঘ ৫ মিনিট অপেক্ষা করার পর পোস্টটা দুয়ার খুলল। গ্রামীনফোন ইন্টারনেট...তোমাকে লাল সালাম...!!! :bash:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  9. দিহান আহসান

    আবারো শুভ জন্মদিন টান্টু ভাইয়া, মনে থাকে যেন কি কি বলেছিলাম ;))
    জেরিন মিয়া দেখি সবাইরেই ঢেকিঁ গিলাচ্ছে। তোর খবর আছেরে আপু। :grr:
    তোর ফুন বাকী আছে এখন, অপেক্ষায় থাক, অতি শিগগিরি :hug:

    লেখার জন্য আধাঁর আপুরে ধইন্যাপাতা 🙂

    জবাব দিন
  10. রকিব (০১-০৭)

    আমার একটা প্রশ্ন আছে। টান্টু ভাইয়ের বিয়ের বয়স হইছে উপরিউক্ত পোষ্ট মোতাবেক। যতদূর মনে পড়ে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী (সংবিধানের নিয়ম কী না মনে নাই) ২১ বছরে ছেলেরা বিয়ের বয়সী হয়। তাইলে কি টান্টু ভাইয়ের বয়স কেবল ২১ হইলো 😐 😐


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  11. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এই পোস্টে এতক্ষন পরে আইলাম দেইখা আমার একঘন্টার জন্য আজীবন ভ্যাঞ্চাই।টান্টু রে,জন্মদিনে ভালো থাকিছ বাপ-গত পিকনিকের মত কাইয়ুম ভাইরে ফলো কইরা সারারাত লাগাইয়া চার্জ দিস না।

    আঁধার্ভাবী,সিরাম হইছে লেখাটা।সামনে ভাইভা-খাস দিলে দোয়া কৈরেন... 🙁

    জবাব দিন
  12. রিফাত (২০০২-২০০৮)

    আমি আর একটু আগায়ে দিই.....
    শুভ জন্মদিন আহমেদ ভাই....(যদিও অনেক দেরী করে ফেললাম)
    ধন্যবাদ আঁধার ভাবী.....এই পোস্টের মাধ্যমে অনেক আলোর দেখা পাইলাম..
    জেরিন ভাবিরেও ধন্যবাদ.....(না দিলে আবার রাগ করতে পারেন )

    জবাব দিন
  13. আয়েশা ( মগকক) আয়েশা

    একটু অফ ছিলাম.....তাতেই এত্ত কিছু ঘটল? হলদি-মেন্দি, বিয়ে-সাদী, একদম এলাহী কারবার দেখি!
    জরিনা ওরফে জেরিনকে শুভেচ্ছা 😉
    আহমেদকে হেপ্প্প্পি বার্থডে :party:
    জরিনার জড়ি হামেশা সালামাত থাকুক 😡

    জবাব দিন
  14. জুনায়েদ কবীর (৯৫-০১)

    খাইছে!
    এত্ত এত্ত কমেন্ট!
    যাই হোক, হেপি বার্থডে আহমেদ...
    আঁন্ধার্পু, কি পোষ্ট দিলি রে...পুরা হিট...গেরেট গেরেট... :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  15. কামরুল হাসান (৯৪-০০)

    দেখি, ছোটাপু'র পোস্টে একটা কমেন্ট বাড়াইয়া দিয়া যাই। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : জেরিন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।