টুকরো কথন

১.
ব্লগ লিখতে বসলাম। ব্লগের সদস্য হবার পর থেকেই আকাশদা আর পিন্টুসের কাছ থেকে ব্লগ লেখার তাগাদা পাচ্ছিলাম, কিন্তু ব্লগ আমার মাথায় আসলেও কি-বোর্ডে কিছুতেই আসতে চাচ্ছিল না। আজ পণ করেই বসেছি পিসি-র সামনে, ব্লগ আমি আজ লিখেই ছাড়ব। কিন্তু কি লিখি! অনেক জল্পনা-কল্পনার শেষে তাই ঠিক করলাম- একটা ছবি ব্লগ দেই। ব্লগটা আকাশদা এবং পিন্টুসকে যৌথভাবে উৎসর্গ করছি 🙂

২.
দিহানাপ্পি অনেকদিন হল তেমন সরব উপস্থিতি দেখাচ্ছে না ব্লগে। আমি এই মানুষটাকে অসম্ভব পছন্দ করি। আমার বিয়ের সপ্তাহখানেক আগে দিহানাপ্পি ফোন করেছিলেন, কথা দিয়েছিলাম আমি দিহানাপ্পিকে ই-মেইল করব, অনেক বড় একটা ই-মেইল; কিন্তু বিবাহ সংক্রান্ত নানা ঝঞ্ঝাট আর চাকরি নামক সোনার হরিণের পেছনে তুর্কি নাচনের ঠেলায় সে কথা আর রাখা হয়নি। দিহানাপ্পি, তুমি কি আমার উপরে রাগ করেছ? প্লিজ, রাগ করে থেক না। তুমি আমার পোস্টে কমেন্ট না করলে আমি অনেক কষ্ট পাব। বিলিভ মি, আমি তোমাকে এই সপ্তাহের মধ্যেই মেইল করব। লাভ্যু সো মাচ….. :hug:

৩.
ব্লগের সব ছানা-পোনাগুলো একেকটা কিউটের বাচ্চা, সবগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছা করে………

৪.
৯৯-০৫ ব্যাচ ড়ক্করে……..মাল্কবি জিহাদ, হাঁসের্ছাও, সামী, রায়হানা সবগুলা এক একটা ভস :hatsoff:

৫.
আমার আর সানা ভাইয়ের ঘটকালির এজেন্সি না চলায় কাম্রুল ভাই, কাইয়ুম ভাই, রিবিন ভি-সহ ব্লগের সকল অবিবাহিত বড় ভাইদের ব্যাঞ্চাই :gulti:

৬.
সিসিবি ঝিমাই পড়ছে………….মালসিংহ ভাইয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাই, একটা খেরোখাতা লিখে ফেলতে; তারকা ব্লগারদের লেখা পড়তে মঞ্চায়।

৭.
এইটা যে কত বড় একটা ফাঁকিবাজি ব্লগ সেটা নিশ্চয় সবাই এতক্ষণে বুঝে গেছেন; ছবি ব্লগ এর কথা বলে ছবির নাম-গন্ধ ও দেখাচ্ছিনা আমি। কি আর করা, আমি যে ডজার ক্যাডেট টাইপ! আমার এক খালাতো দুলাভাই আছেন, প্রাচীন বৃক্ষ মানুষ। আমার সিসিবি-প্রীতি দেখে উনি মন্তব্য করেছিলেন, “তুমি তো দেখি আমার চেয়েও বেশি ক্যাডেট হয়ে গেছ”; কথাটা শুনে খুশিতে আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছিল :tuski:

৮.
ম্যাশ পটেটো ওরফে আমার বড় দেবরের উচিত সারদা যাবার আগে একটা গেট-টুগেদারের আয়োজন করা। ইফতার পার্টি হলে চলবে না। এমন কিছু একটা দরকার, যেটাতে আমার জামাই যেতে পারবে। আর সেই গেট টুগেদারে আকাশ বৌদির উপস্থিতি বাধ্যতামূলক :grr:

৯.
সায়েদ ভাই যদিও কয়েকদিন আগে-ই টুশকি দিয়েছেন, কিন্তু নতুন টুশকি পড়তে মঞ্চাচ্ছে। সায়েদ ভাই ও ব্লগের অন্যান্য তারকা ব্লগারদের লেখার হাত দেখলে আমার বড্ড হিংসা হয়; মনে হয়- “ইস,আমি যদি এমন ভাল লিখতে পারতাম!”

১০.
আর ফাঁকি নয়। এবার সত্যি-ই ছবি ব্লগ শুরু করছি-


যাই হোক, ছবি তো দেখালাম, এবার আসল কথাটা বলেই ফেলি। আমার আর হাসানের যখন পরিচয় হয়েছিল তখন আমি বুয়েটের ছাত্রী হলের বাসিন্দা, আর হাসানের পোস্টিং ছিল খোলাহাটি ক্যান্টনমেন্টে। ঢাকা-খোলাহাটির দূরত্ব ঘুচিয়ে আমাদের কাছে আনার এবং রাখার সব কৃতিত্ব মুঠোফোনের। আমাদের ফোনালাপের শুরু হয়েছিল ২০০৫ সালের ১ম রোজায়। আমরা রুমমেট-রা রাত ৩:৩০টার দিকে সেহরি খেতাম, সেহরির পরে নামাজ পড়ার জন্য বেশ কিছু সময় জেগে থাকতে হত। ঐ সময়টুকু আমি আমার কাজিন/ফ্রেন্ডদের মিসকল দিতাম। এভাবে মিসকল দেবার সময় ভুলে হাসানের নাম্বারে মিসকল চলে গিয়েছিল। আমাদের পরিচয়ও হয়েছিল তার সপ্তাহ দুয়েক আগে, এমজিসিসি-র সেতুর বাসায়। আমার নাম্বার থেকে মিসকল পেয়ে হাসান পরের দিন দুপুরে আমাকে কলব্যাক করেছিল। সেই থেকেই শুরু 😡

আজ ১ম রোজা। ৩ সপ্তাহ আগে হাসানের JC&C কোর্স শুরু হয়েছে। গত দুই দিনে কমিটমেন্ট অনেক বেশি ছিল বলে আমরা ফোনে কথা বলার সুযোগও তেমন একটা পাচ্ছিনা। আমি হাসানকে খুব মিস করছিলাম আজ =((

যদিও আজ রাতে আমাদের কথা বলার কোন শিডিউল ছিল না, তবে সেহরির সময় আমাকে সারপ্রাইজ দিয়ে হাসান ফোন করে বলল, “তুমি কি সেহরির সময় মিসকল দেবার অভ্যাসটা ভুলে গেছ না কি” :shy:

আজ হাসানের পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন যেন হাসান অনেক ভাল রেজাল্ট করে JC&SC-তে।
আর আপনাদের জন্য থাকল আমার প্রিয় একটা গান :guitar:

Pal pal teri yaad

৫,৪২৯ বার দেখা হয়েছে

৮৬ টি মন্তব্য : “টুকরো কথন”

  1. দিহান আহসান

    এই যে আপু পরথম ব্লগে কি জানি দিতে হয়, দিয়া ফেলাও, কুইক কুইক... 😛

    রাগ জিনিসটা আমার ডিক্সনারীতে নেইরে, তবে ব্যস্ততার সাগরে ডুব দিয়েছি।

    অনেক অভিনন্দন, দুইজনকেই। পাঁচ বছর হয়ে গেলো পরিচয়ের? বাব্বাহ!! মনে রেখো সামনে অনেক
    পথ পাড়ি দিতে হবে। 🙂

    লম্বা ইমেইলের অপেক্ষা করছি কিন্তুক। শুধু ভাইয়ার জন্য না, দুইজনের জন্য'ই অনেক দোয়া রইলো। :hug:

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    খেরোখাতা মইরা গেছে, ............। 🙁

    এভাবে মিসকল দেবার সময় ভুলে হাসানের নাম্বারে মিসকল চলে গিয়েছিল।

    এইটার কোন রেকর্ড আছে, নাকি চাপা পিটাইতেছো 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    আমার নাম্বারে খালি নরসিংদীর এক হার্ডওয়ারের দোকান থেইকা মিসকল আসে। 🙁 প্রেম হবে কিভাবে!

    আফসোস, জিন্দেগীডা ফিল্মের মত হইলো না।

    ---
    মডারেটরদের কেউ একজন ছবিগুলো ঠিক করে দিন। একেবেঁকে গেছে।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. আয়েশা ( মগকক) আয়েশা

    অভিনন্দন প্রথম ব্লগ লেখার জন্য. খুব উপভোগ করেছি! তুমি দু:খ করলে যে তুমি অন্যান্য ব্লগারদের মত ভালো লিখতে পারনা. কিন্তু আমার মনে হলো তুমি অনেক ন্যাচারাল লিখ. তোমার জন্য শুভেচ্ছা.

    জবাব দিন
  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
    ম্যাশ পটেটো ওরফে আমার বড় দেবরের উচিত সারদা যাবার আগে একটা গেট-টুগেদারের আয়োজন করা। ইফতার পার্টি হলে চলবে না। এমন কিছু একটা দরকার, যেটাতে আমার জামাই যেতে পারবে। আর সেই গেট টুগেদারে আকাশ বৌদির উপস্থিতি বাধ্যতামূলক


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  6. Amar nam o nai blog e!amr r rokib ki dush krlam!choto boila ki manush na!aai rokib,vai boine milla kandi:'(

    net prblm korcilo,tmr blog e dhuktei parchilam na vabippu.etokhon por aste pere amar mon o garden garden!:-D

    mobile thke commnt kora ekta pain..kintu tmr blog dekhe ki r thaka jai.eirokom mastiwala blog diso..bipode porla to!ekhon theke regular na likhle tmr banchai!

    Ei banglish lekhar jonne adu modu ki amake ban dibe?:-(

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ভাবী... ১ম রোজায় টানা ৬ ঘন্টা ধরে পরীক্ষা দিয়ে পুরো যখন কাহিল অবস্থা তখন আপনার প্রথম পোস্টে আমার নাম দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল।

    আমি নিশ্চিত মাহাদীর পরীক্ষা সবসময়ের মত ভালই হইছে ( যদিও জিজ্ঞেষ করা হয়নি)।

    ৫ বছর পূর্তীর শুভেচ্ছা, আপনাকে আর মাহাদী দুজনকেই, তবে আমি নিশ্চিত ঐ মিসকল ভুল করে যায় নি 😉


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • তানজিনা মেহেদী অমী (অতিথি)

      জন্যঃ মাহাদী, পড়ুনঃ মেহেদী
      মিসকলের ইতিহাস মালসিংহ ভাই আর কামরুল ভাই-এর কমেন্টের নিচে লিখে দিয়েছি, পড়ে দেখেন। আর আমার কাছে জলজ্যান্ত সাক্ষী আছে। ক্যাপ্টেন কাজী মুস্তাফিজুর রহমান-কে জিজ্ঞাসা করে দেখেন, সে সাক্ষ্য দিবে; আমার সাথে সেও ঐ ঘটকালি প্রজেক্টে ছিল। আহারে! সেই ২০০৫ সেপ্টেম্বরের আইওবিসি কোর্স..........মনটা উদাস হয়ে গেল :dreamy:

      জবাব দিন
  8. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আরে!! ৫ বছর হয়ে গেছে নাকি...??? সেই সময়েও তো এস আই এন্ড টি'তে ছিলাম।
    অভিনন্দন প্রথম পোস্টের জন্য। চালিয়ে যাও। :hug:

    ওহ!! বলতে ভুলে গেছি, আজকের পরীক্ষা অন্য পরীক্ষাগুলোর মত ভালো হয়নি। কোর্সের মাত্র ৪ সপ্তাহ শেষ হল, আরো ১৪ সপ্তাহ বাকী। কি যে হবে, আল্লাহই জানে।

    জবাব দিন
  9. আছিব (২০০০-২০০৬)

    :-B 😮
    ব্লগগুলো স্ক্রল করছিলাম। দৌড়ের উপর থাকার কারণে পড়া হয়না। কিন্তু একটু নিচে নামতেই দেখি নয়াভাবীর (তাও নাকি এক বছর হয়ে গেছে :awesome: ) নয়া ব্লগ!! খুশি হয়ে পেরথম লাইন পড়তে গিয়ে দেখি ''পিন্টুস'' লেখা! আবার ফুল পড়া শুরু করে দেখি আকাশদা আর আমার নামে ব্লগ উৎসর্গকরণ!! খোদা গো,কি আর কমু,আমার উৎসাহে বসাফা ব্লগ লিখছে ভাইবা নিজেকে বিশাল বয়োঃবৃদ্ধ মনে হচ্ছে :-B , কিন্তু মনটা পুরাই ছুট্টুবাচ্চাদের মত ফালাফালি শুরু করে দিছে :goragori: :hug: 😡

    ইশ ভাবী.....কি ফিল্মি আপনাদের লাভ স্টোরী... :guitar: এবং পরিণতিও শুভ....আমিও স্বপন দেখে যাচ্ছি ...দোয়াপ্রার্থী :shy:

    ভাবী,প্রথম ব্লগ লিখে নিশ্চয়ই খুব ভালো লাগছে? আবার জিগস! এখন থেকে তাহলে ইচ্ছা করলেই লিখে ফেলুন, পড়ার মানুষের তো অভাব নাইক্কা,তাই না? :thumbup: B-) 😉

    আপনার বড় দেবর কুথাআয়িইইই ;))

    জবাব দিন
    • তানজিনা মেহেদী অমী (অতিথি)

      আমার বড় দেবর বিসিএস পিরিফেক্ট হইছে, সে এখন আর সিসিবি-তে আসেনা রে! সে এখন শুধু "বিসিএসঃ আওয়ার গোল" নামে খোমাখাতার একটা গ্রুপ্স-এ থাকে। পিরিফেক্টশিপের সুবিধার্থে সে খোমাখাতায় নতুন একাউন্ট ও খুলে ফেলেছে। তাকে এই পোস্ট পড়াতে গেলে খোমাখাতায় পোস্ট করে দিতে হবে 😡

      জবাব দিন
  10. তারেক (৯৪ - ০০)

    প্রথম ব্লগেই দেখি বাজিমাত! দারুণ ঝরঝরে লেখা।
    মজার ব্যাপার হইলো, আমিও আমার বউয়ের জন্যে ঘটকালী করছিলাম বেশ কিছুদিন। আমার অন্য এক বন্ধুর বাসা টাসা ঘুইরা এসে বউয়ের কাছে রিপোর্টও দিছিলাম। 🙂
    লেখা চলতে থাকুক।


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  11. রেজওয়ান (৯৯-০৫)

    আগামী সপ্তাহে এমন সময়ে আমিও এসআইএন্ডটি তে থাকবো :((
    কিন্তু আফসুস, আমার লইগ্যা কেউ এমনে ব্লগ লিখবে না :((
    যাউজ্ঞা.....রকিব্যা রে চা দে এক কাপ 🙁 আমারেও খুইজা পাইলাম না :bash:

    জবাব দিন
  12. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    জীবনের গল্প। আমি ভাবছিলাম তোমাদের পরিচয় হলো কিভাবে? যাইহোক আমার কোতুহল মিটলো। পরের কোতুহল কিভাবে রেনীর অধ্যায় শেষ হয়ে আঁধার নেমে আসে? বুঝোইতো বাংগালি --- একটু নাক গলানো অভ্যাস।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  13. ধন্যবাদ ভাবি,বড়ই চমত্কার লেখা..আপনার উনি বলেন তার পরীক্ষার প্রস্তুতি খুব খারাপ,কিন্তু কোন জাদু মন্ত্র বলে যেন পরীক্ষায় খুব ভালো করে ফেলে....যাই হোক আমাদের জন্নও এট্টু দুয়া রাইখেন...আর নিয়মিত লিখবেন কিন্তু

    জবাব দিন
  14. জাহিদ (১৯৯৭-২০০৩)

    টুকরো টুকরো গপ্প মিলিয়ে চমৎকার একটা লেখনী হয়েছে… :hatsoff:
    আবার অনেক ছবিতে আমাকে দেখতে পাচ্ছি… :tuski: :tuski: :tuski:
    ভাবী,থাঙ্কু সো মাচ………
    :just: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:

    জবাব দিন
  15. কামরুল হাসান (৯৪-০০)

    সবই বুঝলাম। কিন্তু তোদের জন্য ভাবি আনার কী হইলো?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : তারেক (৯৪ - ০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।