একডজন অণূকাব্য … অনেকগুলা কম (নামকরণের কপিরাইটঃ টিটো)

১।
দখিনা বাতাসে তার এলোচুল উড়ে যায়
উড়ে যায়
উড়ে যায়
ছুয়ে যায় আমার বুকের তপ্ত বালুচর
নিঃস্বঙ্গ মরুকে যেমন অকস্মাৎ ছুয়ে যায়
সাইমুম ঝড়

২।
বদলে গেছি অনেকখানি বদলে গেছে ব্যাথা
বদলে গেছে লেপতোষক আর বর্ষা রাতের কাঁথা
বদলে গেছে প্রিয়ার অভাব বদলে গেছে ক্ষোভ
চোখের কোণে লুকিয়ে থাকা ভালবাসার লোভ

৩।
বেদনার রঙ নীল
হৃদয়ে বেদনা জমে
বেদনার রঙে লিখছি তোমায়
বেদনারই নীল খামে

৪।
হৃদয়হীনা
জানতে চাইলে না
এ হৃদয়ে রক্তক্ষরণ
কমেছে কি না

৫।
রক্তকরবী রক্তিম রঙ
এখন আমার হৃদয় জুড়ে
গভীর ক্ষতের সন্ধান দিয়ে যায়
ছোট্ট একটা বিষপোকা ছিল তোমার ভালবাসায়

৬।
আমার বড় কষ্ট হয়
চাঁদনি রাতে নিজের হাতে
কত স্বপ্ন নষ্ট হয়
আমার বড় কষ্ট হয়

আমার বড় কষ্ট হয়
দিনের আলোয় মনের কালোয়
দীনতা সুস্পষ্ট হয়
আমার বড় কষ্ট হয়

৫৫ টি মন্তব্য : “একডজন অণূকাব্য … অনেকগুলা কম (নামকরণের কপিরাইটঃ টিটো)”

  1. তানভীর (৯৪-০০)

    বস্‌! দারুণ হইছে, সবগুলাই! কোনটা বাদ দিয়ে যে কোনটার কথা বলি!

    বদলে গেছে প্রিয়ার অভাব বদলে গেছে ক্ষোভ
    চোখের কোণে লুকিয়ে থাকা ভালবাসার লোভ

    :thumbup: :thumbup:

    আমার বড় কষ্ট হয়
    চাঁদনি রাতে নিজের হাতে
    কত স্বপ্ন নষ্ট হয়
    আমার বড় কষ্ট হয়

    নিজের হাতে স্বপ্ন নষ্ট হওয়ার ব্যাপারটা কি একটু বুঝায়ে বলবেন বস্‌? :-B :-B

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    এক আর ছয় নম্বর ভালো লাগে নাই। বাকীগুলা দুর্দান্ত হইছে। দুই, তিন আর পাচ তো ফাটাফাটি :thumbup:

    অফটঃ তাইফুর, সিরিয়াস লেখা দিচ্ছি শুধু, কেসটা কি? মরনের কথা কও, ছ্যাকার কথা কও? বৃষ্টি ভাবী দাগা দিছে নাকি?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      পজিটিভ সমালোচনার জন্য অসংখ্য ধণ্যবাদ বস। লেখা ভাল না লাগলেও 'ভাল লাগছে' বলা উচিৎ না, এতে ভবিষ্যতে লেখার মানয়োন্নয়ন ক্ষতিগ্রস্থ হয়। ১ আর ৬ আমারও ভাল লাগে নাই ... সংখ্যা বাড়াইতে গিয়া ধরা খাইছি।

      (বস, বউ দাগা দেওয়ার টাইম পাইলে তো ... এইগুলা অনেক পুরানো লেখা, কালেকশান থিকা ছাড়তেছি, নতুন লেখার টাইম পাইতেছিনা আবার সিসিবি'তে না ঘুরলেও ভাল লাগে না ... তাই আর কি)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
      • টিটো রহমান (৯৪-০০)
        লেখা ভাল না লাগলেও ‘ভাল লাগছে’ বলা উচিৎ না, এতে ভবিষ্যতে লেখার মানয়োন্নয়ন ক্ষতিগ্রস্থ হয়।

        :no: :no: :no: মানতে পারলাম না বস :no: :no: :no: :no:
        শুধুমাত্র উতসাহ দিয়েই একজন ভাল লেখক তৈরী করা সম্ভব। কারণ লেখকরা এক্সিকিউটিভ না..তারা ইমোশনাল...তাই ইমোশনাল ট্রিটমেন্ট দিয়েই তাদের শুদ্ধতা তৈরী হয়। আর সমালেচনায় তারা কষ্ট পায়...অভিমানী হয়


        আপনারে আমি খুঁজিয়া বেড়াই

        জবাব দিন
        • তাইফুর (৯২-৯৮)

          ভাল কইছস টিটো ...
          তবে আমার মনে হয় পজিটিভ সমালোচনা খারাপ না।
          মান-অভিমান সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সব লিখাই যে ভাল হতে হবে, সবার ভাল লাগবে তার তো ঠিকঠাক নাই। কাজেই একটা লেখাকে কেউ খারাপ বললেই অভিমানী হওয়াটা লেখক সুলভও নয় আমার কাছে ...


          পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
          মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

          জবাব দিন
          • ফয়েজ (৮৭-৯৩)

            এইটার একটা লেভেল আছে, সমালোচনা জরুরী লেখার উন্নয়নের জন্য, তবে দেখতে হবে যার সমালোচনা করছি সে এটাকে হজম করতে পারছে কিনা।

            একজন যখন নতুন লেখা শুরু করে তাকে উৎসাহ দেয়াটা জরুরী, সমালোচনা নয়। তবে টিটো, তাইফুর, কনফু উলটাপালটা লিখলে মাফ নাই আমার কাছে। এরা ভকি-জকি পোষ্ট দিলেই :thumbdown:


            পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

            জবাব দিন
            • তাইফুর (৯২-৯৮)

              উপহাসেরও তো বাপ মা আছে নাকি ??
              টিটো, কনফু এবং ওদের মত যারা, তাদের মাঝখানে আমি ...
              ফয়েজ ভাই আমারে ডুবাইলেন না ভাসাইলেন বস ??

              (ফয়েজ ভাই ... খুব কম মানুষের ভালবাসা পেয়েছি, আমি তাই ভালবাসা বুঝি ... ধণ্যবাদ বস ... আবারও)


              পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
              মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

              জবাব দিন
              • তৌফিক (৯৬-০২)
                খুব কম মানুষের ভালবাসা পেয়েছি

                ক্যাডেট কলেজের একটা ছেলে কম ভালোবাসা পাওয়ার কোন কারণ নাই। এই একটা দিক থাইকা আমরা খুব ধনী। জীবনে এক দুইটা ভালো বন্ধু পাইলেই একজন মানুষ সেটাকে অর্জন বলে ভাবতে পারে, ক্যাডেটরা তো পুরা ব্যচসুদ্ধা পায়।

                তাইফুর ভাই, আপনার অনুকাব্যগুলা ভালো লাগছে।

                সমালোচনা করার ব্যাপারে বলব, ফয়েজ ভাইয়ের মতো সমালোচক দরকার আছে আর টিটো ভাইয়ের মতো উৎসাহদাতাও দরকার আছে। সবদিক মিলায়া তাইলে ব্যালন্সড হয়া যায়।

                মিশন শেষ হইলে হারায়ে যায়েন না, তাইফুর ভাই।

                জবাব দিন
                  • টিটো রহমান (৯৪-০০)

                    আহা আপনারা কি সুন্দর আলোচনা চালাইয়া যান আর আমি প্রতিবার েটকনিক্যাল সমস্যার কারণে পিছাইয়া পড়ি। ধুর.. 🙁 🙁 🙁 🙁 🙁 🙁

                    ফয়েজ ভাই আমারি মনে হয় লাক খারাপ...কারণ আমার আশপাশে একজন লেখকও পাই নাই যে মিনিমাম সমালোচনা সহ্য করতে পারে। আমি এমন একজন মাও পাই নাই যে তার সন্তান প্রতিবন্ধী হইলেও অণ্যের মিনিমাম সমালোচনাও সহ্য করতে পারে :(( :(( :((


                    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

                    জবাব দিন
                    • তাইফুর (৯২-৯৮)
                      আমি এমন একজন মাও পাই নাই যে তার সন্তান প্রতিবন্ধী হইলেও অণ্যের মিনিমাম সমালোচনাও সহ্য করতে পারে

                      সুন্দর উদাহরণ ...


                      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
                      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

                    • সাকেব (মকক) (৯৩-৯৯)
                      আমি এমন একজন মাও পাই নাই যে তার সন্তান প্রতিবন্ধী হইলেও অণ্যের মিনিমাম সমালোচনাও সহ্য করতে পারে

                      :salute: :salute: :salute:


                      "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
                      আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তাইফুর ভাই, আপ্নে কি শুধু কবিতাই লিখেন??? :-B
    হামদ-নাত লিখেন না??? 😛
    আপনের ফেসবুকের প্রোফাইল পিক্স দেখে তো... =))

    কবিতাগুলা জোস... :thumbup:
    কিন্তু, নিজে মাস্তিতে থাইক্যা আমগোরে বিরহের কবিতা দেয়ার জন্য আপনারে... :thumbdown:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    তাইফুর মামা কিদিলিরে!! এইগুলা আগের লেখা?? তাইলেতো মামা তুই আগে থেইকাই......... কমু? আইচ্ছা কই, তুই তো আগে থেকেই কবি দেখি :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।