কে বলে পাগল … সে যেন কোথায় …

স্কুলে যাবার পথে যেকোন একটা কিছুকে টার্গেট করে ছোট ছোট লাথি দিতে দিতে স্কুলের গেট পর্যন্ত নিয়ে যাওয়া ছিল আমার জন্য প্রতিদিনের ঘটনা। সেদিনও সেই রকমই এক টার্গেট নিয়ে নিমগ্ন হয়ে স্কুলের পথ চলছি, হঠাৎ কে যেন খপ করে আমার ডান হাতের কবজি ধরে ফেলল। তাকিয়ে দেখি পৌনে নগ্ন এক পাগল। (অর্ধ বলার অবকাশ নাই, পুর্ণ বললে কিঞ্চিৎ অতিরঞ্জিত হয়ে যায় … শুধু অল্প কিছু অংশ ঢাকা … তাই পৌনে।) এত কাছ থেকে পাগল দেখে আমি তখন তথদধ … শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হবার অবস্থা। পাগলটা আমার অসহায়, ভীতকর অবস্থার দিকে ভ্রুক্ষেপ মাত্র না করে পরিষ্কার বাংলায় (আমার ধারণা ছিল পাগল’রা আলাদা ভাষায় কথা বলে … জীবনে আমি এর আগে কখনো এত কাছ থেকে পাগল দেখিনি) আমাকে প্রশ্ন করল,
“অই, তোরা যে ছুড ঘরটাতে যাস … ওইডারে তোরা কি বলস ??”
উত্তর দিবো কি … তখন আমার চিৎকার দেবার মত অবস্থা। চিৎকারটা গলার কাছে আটকে গিয়ে ‘ম্মম্মম্মম্ম’ টাইপ শব্দ করছে।
“আমি জানি, তোরা বলস পায় খানা। অইখানে কে কবে খানা পাইছেরে ?? খালিপ্যাটে তিনদিন ওই ঘরের আশেপাশে ঘুরাঘুরি করলাম, কই খানা পাইলাম না তো। আসলে ওইডার নাম হইব যায় খানা। ওই ঘরে গেলে সব খানা চইলা যায়। তোরা আমারে কস পাগল … খানা পায়, না যায়, তাই তোরা বুঝস না”
পাগল আমার হাত ছেড়ে দিল। আর আমি জীবনের এক কঠিনতম সত্যের সাথে পরিচিত হলাম।

৭,৮৮৬ বার দেখা হয়েছে

১১০ টি মন্তব্য : “কে বলে পাগল … সে যেন কোথায় …”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    তাইফুর মামা বাইচা গ্যাছোস, পৌনে পাগলে ধরছিলো, কোনো পাগলী ধরে নাই 😀 😀 পাগলী ধরলে হয়তো চাট্টি বাট্টি গোল কইরা দিতো, আমার সেইরকমই মনে হয় আর কি :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    পাগল নিয়া আমার বেশ কয়েকটা ভীতিকর কাহিনী আছে। তখনও স্কুলে যাইনা আমি। আমাদের দোকানের সামনে থেকে এক পাগল আমারে দুই হাতে মাথার উপরে তুলে নিয়ে গিয়ে মেইন রোডের মাঝখানে গিয়ে দাড়ায় দাড়ায় ভাষণ দেয়া শুরু করসিলো। আমার সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে সেইটা একটা। 🙁

    আপনার পাগল ন্যাংটা হইলেও অত বেশি পাগল না। :grr:

    তাইফুর ভাই লেখা দিসে। আর আমি :salute: দিলাম।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)
    জীবনে আমি এর আগে কখনো এত কাছ থেকে পাগল দেখিনি

    ও যার আপন খবর আপনার হয়না
    একবার আপনারে চিনতে পারলে রে... 😀

    (একটি চৈনিক প্রবাদ...থুক্কুঃ লালন গীতি)

    বস,
    আপনি এতো ফাটাফাটি লেখেন, কিন্তু এতো গ্যাপ দ্যান কেন?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. আমি জানি, তোরা বলস পায় খানা

    ইয়ে মানে-রাত্রি কইরা আমার মনে খালি ইবলিসের আনাগোনা 🙁 এই বলস রে আমি কথা বলা না ভাইবা মানব দেহের একটা প্রত্যংগ ভাবছিলাম 🙁 🙁

    পিলিজ কেউ মাইন্ড খাইয়েন না

    জবাব দিন
  5. মইনুল (১৯৯২-১৯৯৮)

    ভাবতেসি প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লাই করুম নতুন আইনের লাইগা। নতুন আইনে তুই যদি সপ্তাহে অন্তত একটা লেখা না দেস, তাইলে তোরে জরিমানা করা যাইবো ......

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।