আমি রেড কার্ড দেখেছি

ছোটবেলা থেকেই আসলে জীবনের নির্দিষ্ট কোন লক্ষ্য ছিল না, আজো নেই । যতদূর চোখ যায় ততদূরই ছিল সীমানা । যেদিকে স্রোত সেদিকেই নৌকা ভাসাতে চেয়েছি সবসময় । অনেকেই পারে জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে কিন্তু সেই আত্মবিশ্বাস আমি আজো অর্জন করতে পারি নি । কলেজ থেকে বের হওয়ার পর খানিকটা আশঙ্কায় ছিলাম নিজের ভবিষ্যত নিয়ে কারণ আমি তেমন আহামরি কোন ছাত্র ছিলাম না যে মেডিকেল, ইন্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতাম । হয়েছেও তাই, কোথাও চান্স না পেয়ে অবশেষে আর্মিতে আসতে হয়েছে এবং এটাই যে আমার জন্য পারফেক্ট তাতে কোন সন্দেহ নেই । রেড কার্ড এবং গ্রীণ কার্ড দুটোর স্বাদই পেয়েছি । প্রথম আইএসএসবিতে রেড কার্ড কেন পেলাম সেটা না বললেই নয় । সময়টা ২৫-২৮ আগস্ট ২০০৮ । প্রথম দু’দিন কোনভাবে ঘষামাজা করে পার হল । যেহেতু নতুন জায়গায় নতুন মানুষ তাই বেশ বুঝেশুনে পা ফেলছিলাম । ডিপি ভাইভা নিয়ে খুব চিন্তা হচ্ছিল, শুনেছিলাম এটাই নাকি পুলসিরাত । দুরুদুরু বুকে ডিপি রুমে ঢুকতেই অদ্ভুত সব প্রশ্নের সম্মুখীন হলাম । একের পর এক ফালতু প্রশ্ন করে আমার চরম ধৈর্য্যের পরীক্ষা নিলেন । এক পর্যায়ে উনি আমাকে খুব কমন একটি প্রশ্ন করলেন যে আমি নেভি অথবা এয়ারফোর্স বাদ দিয়ে কেন আর্মিতে আসতে চাচ্ছি । এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না । আমি নিজেও মাথা খাটিয়ে উনাকে সন্তুষ্ট করার মত বুদ্ধিদীপ্ত কোন উত্তর পেলাম না । আমি বললাম যে স্যার এয়ারফোর্সের সিলেকশনটা কিছুটা কঠিন আর নেভি তো সবসময় জাহাজে থাকতে হয় তাছাড়া সবচেয়ে বড় কথা হল নেভির ড্রেস আমার মোটেই ভাল লাগে না । খেয়াল করলাম তিনি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন । পরে জেনেছিলাম আমার ডিপি ছিলেন নেভি অফিসার । তারপরের কাহিনী আমরা সবাই জানি । যথারীতি রেড কার্ড এবং আমার দূ্র্বিসহ জীবনের শুরু । ঠিক ছয় মাস পর চিরচেনা সেই আইএসএসবি সেন্টারে দ্বিতীয়বারের জন্য পা রাখলাম । প্রথম থেকেই পুরনো ভুল এড়িয়ে নিজেকে উপস্থাপন করলাম এবং আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে সিলেকশনটা হয়েও গেল । এই ডিপির কাছে মাথা ঠান্ডা রেখে কথা বলায় গ্রীণ কার্ড দিতে মোটেই কার্পণ্য করেননি, যার পরিণতি আমাকে আজ অদ্ভুত এক জায়গায় প্রতিষ্ঠিত করেছে :pira:

১,৯৪৫ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “আমি রেড কার্ড দেখেছি”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    আমিও রেডকার্ড দেখছি 😀

    না, আমি মনে হয় সাদা কার্ড দেখছি। আমাদের সময় সাদা কার্ড ছিলো মনে হয়।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মওন্তব্য করুন : শাহরিয়ার (২০০৪-২০১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।