কবিতা

এ বাহ্যি নয় পেলেই ছেড়ে দেবো
ভূত কিম্বা ইচ্ছেও নয় চাপলেই হয়ে গ্যালো
দু-একটা কথা বলে উস্কে দেবে অম্নি বেরিয়ে যাবে
তেমনওতো নয়।

সন্তানকে মিঠা হাছা- মিছা কথায় ভুলাবে আমারই ভাই
যার শার্টের তলায় তাক করে আছো নিপুণ নল
ভাবলে কেন তাই দেখে ধেই ধেই লিখবো !

একটা দুটো নিজস্বতা জারিয়ে নিয়ে নয়,
পায়রা উড়ান তালির তরে জল মেশানো
নিঃশ্বাসের সাথেও ভেসে আসেনা।

বোধের জরায়ুতে
সহস্র শুক্রাণু ধেয়ে আসে তবু কিচ্ছু হয়না
একটি,কেবল একটিই যথেষ্ট যদি হয় ঠিকঠাক।
কখনো কখনো গ্রাস করে আমায় সে।

সেই মেটাবলিজম থেকেই জন্ম হয় তার।

১,৫৩৮ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “কবিতা”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    শটগানের ছিটা গুলির মত কবিতাটির বেশ কিছু অংশ মাথা বরাবর ও বাকি অংশ মাথার উপর দিয়ে চলে গেল! 🙁

    বোধের জরায়ুতে কি ধরণের শুক্রানু আসলে নিষিক্ত হবে, গ্রাস করবে আমাকে? কফি দরকার! :teacup:

    পড়ে অবশ্য খুব ভালো লাগলো। :boss: একা রুমে বসে গৃহপালিত সদৃশ কন্ঠে একটু আবৃতিও করলাম!


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • তাহমিনা শবনম (৮৪-৯০)

      মোকাব্বির,
      :teacup: কফি খেয়ে কাজ হলো ! 😡

      শটগানের গুল্লি তাইলে ভালই ! =))

      আরি!" সমস্ত কে বুঝেছে কখন!"
      🙂 🙂 🙂


      আমি চোখ মেললুম আকাশে
      জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে

      জবাব দিন
      • মোকাব্বির (৯৮-০৪)

        নাহ আপা, সেমিস্টার শেষে মস্তিষ্ক ছুটি নিয়েছে! তবে পড়তে ভাল লাগছে। ইদানিং কবিতা কিংবা গান, পড়লে কিংবা শুনলে গলা ছেড়ে গেয়ে উঠি বা আবৃত্তি করি! খুব মজা লাগে। রাস্তা ঘাটে মানুষ প্রথমে তাকায় তারপরে হেসে দেয় বিজাতীয় ভাষায় গান কিংবা কথা শুনলে! আজকে বাসের জন্য অপেক্ষা করছিলাম, জোরগলায় বলে উঠলাম, "যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না। তাকিয়ে দেখি গাড়িতে বসা পুলিশ আমার দিকে তাকিয়ে হাসছে। তাকাতেই বলে, "you can wait inside our office. its little too cold today." 🙂


        \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
        অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

        জবাব দিন
  2. মোঃ সাদাত কামাল [০১-০৭]
    মেটাবলিজম

    🙂
    সাংঘাতিক লেখা। অসাধারণ কল্পনা।
    আমি মাঝে মাঝে কবিতা লিখি, সাথে অন্যদের কবিতাও পড়ি। তবে এমন কবিতার স্বাদ পাইনি আগে। :-B
    ভালো হয়েছে। লিখতে থাকুন। লেখা চালিয়ে যান আপু।
    শুভকামনা থাকলো।


    ভালো থাকা অনেক সহজ।

    জবাব দিন
  3. টিটো মোস্তাফিজ

    অভ্র ব্যবহার করনা কেন ? ৪.৫.১ ইন্সটল, ইউনিবিজয় কি বোর্ড, ওল্ড স্টাইল টাইপিং । তাহলে সমস্যা হবে না আশা করি। সোলাইমান লিপি ভার্সন -২ ফন্ট ভাল।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  4. হারুন (৮৫-৯১)

    শবনম আপা,
    ইচ্ছে করলেই কবিতা লিখতে পারিনা
    স্ংস্কৃতি-সভ্যতা আর ইতিহাস
    সত্য কিছুই পাইনা।

    মিথ্যে সাজতে বসেছে ত্রিশ লক্ষ আত্না
    আমরা যদি মানুষ-ই হবো, তবে!
    বিশ্ব বিবেকের কাছে আমাদের
    গৌরবের ইতিহাস বিকৃত কেন?


    শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..

    জবাব দিন

মওন্তব্য করুন : তাহমিনা শবনম (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।