দু’ একটা কথা

অনেকদিন বাদে ব্লগে আসা। এর মধ্যে ব্লগের কলেবর সবদিকেই বেশ বেড়েছে। তার মানে এই না যে ব্লগে সময়ে অসময়ে ঢুঁ মারিনি, তবে সেটা উল্লেখ করার মত কিছু না। তবে সময় সুযোগ পেলেই প্রথম পাতায় চোখ বুলিয়ে নিতে ভুলিনি। সে যাই হউক তুহিনের দুর্ঘটনার খবর ছিল অনাকাঙ্খিত। স্বস্তি পেলাম ও এখন আশঙ্কামুক্ত জেনে। ইদানিং ব্লগে ভাল মানের আর বিচিত্র বিষয় নিয়ে এত চমৎকার চমৎকার লেখা আসছে যে নিজে আবাল টাইপের কিছু লিখতে ইচ্ছা করেনা। অবসরে হয়ত মাথায় অনেক কিছুই ঘোরে কিন্তু সেগুলো আর শব্দ হয়ে ওঠেনা, চিন্তার ভিড়ে হারিয়ে যায়। আজকে একটা প্রয়োজনেই ব্লগের স্মরনাপন্ন হওয়া। আমরা একটা ছেলে খুঁজছি, তথ্যপ্রযুক্তিতে স্নাতক, ২/১ বছরের কাজ করার অভিজ্ঞতা আছে এমন। কেউ যদি এ ব্যাপারে আগ্রহী হয়, বা কারও পরিচিত কেউ আগ্রহী হয় তাহলে আমার সেল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। ফোনালাপে বিস্তারিত বলা যাবে। আজ এটুকুই, সামনে লিখবার ইচ্ছা নিয়ে শেষ করছি।

২,০৬১ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “দু’ একটা কথা”

  1. ভাইয়া, আমি সিএসই তে ফাইনাল ইয়ার-এ। 😛 😛
    এক বছর পর বললে তো দাঁড়ায়া থাকতাম 😀 এখনই ফোন করতাম। আল্লাহ আপনাদের আগামী বছর এই সময়েই খুঁজার সময় করে দিন 🙂 🙂

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    কতদিন পর আপনারে দেখলাম...

    আমরা একটা ছেলে খুঁজছি

    এতটুকু পড়ে আমি ভাবছিলাম মনে হয় পাত্র চাই টাইপ কিছু হবে 😛 :frontroll:

    অফট. কলেজের ট্যাগটা বাদ পড়ে গেছে মনে হচ্ছে


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ইলেক্ট্রিক্যাল, দশ বছর টেলিকম এক্সপেরিয়েন্স, 😀

    ভাইয়া চলবো নাকি? লগে এমবিএও আছে, তয় রানিং ;))

    অনটপিকঃ অনেক দিন পরে দেখলাম আপনাকে, ভালো আছেন আশাকরি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া ভাল আছেন? কত্তদিন পরে।
    ভাইয়া পাশ করে দেশে চলে আসব তখন আপনি না খুঁজলেও আপনারে খুঁজে নিব।
    ফয়েজ ভাইদের মত ওভারকোয়ালিফাইড দের ব্যাঞ্চাই

    জবাব দিন

মওন্তব্য করুন : শফি

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।