নিখোঁজ সংবাদ

আমার খুব প্রিয় একটা কবিতা হারিয়েছে কোথাও !!

আত্মভোলা আরেক কবিতা আমার হয়েছে বাউন্ডুলে,

অনেক খুঁজে হয়রান আমি তাই দিচ্ছি নিখোঁজ সংবাদ-

একটি ঘোষণা , একটি ঘোষণা … …

 

বুঝেছিলাম, ঠিক হারাবে একদিন আমার প্রিয় যত শব্দ

শব্দের নীড় আর অভিমানী কবিতা,

কাল সন্ধ্যায় বাড়ি ফেরার তাড়ায় যখন ব্যস্ত ভীষণ

ফিসফিসিয়ে একটা কবিতা  আবদার জানিয়েছিল

আমার সঙ্গী হবে !!

আমার তখন আর অবসর কই?

লোকের ভিড়ে গা বাঁচিয়ে পড়িমরি একছুট

কি জানি তখন বুঝি কবিতাটা গোঁ ধরেছিল

আমায় বোঝাবে ঠ্যালা !!

 

বেমালুম ভুলে গিয়েছিলাম কবিতাটার কথা

বারান্দার বাতাসে মুখ ডুবিয়ে যেই বসেছি

অমনি আঁচল ধরে টান দেয় কবিতার দুটো লাইন

আর দুটো লাইন এনে দেয় কবিতার খাতা

ঠিক তখুনি বাজে কলিংবেল

দরজার সামনে পাশের বাড়ির এক খুদে রাজকন্যা

খেলায় আর গানে

বেমালুম ভুলে গেছি কবিতার খাতা

কবিতাটা ফের বন্দী একলা ।।

 

মেঘকন্যার সাথে আড়ি ভেঙ্গে চাঁদ উঠেছিল বেশ রাতে

জ্যোৎস্নার গন্ধ পেয়েই হাজির কবিতাটা

কিন্তু অভিমানে কবিতার শব্দরা তখন বিস্রস্ত

অনেক বলে কয়ে, জিব কেটে, কান মলে

পার পেলাম তখনকার মত !

কোথাকার এক মাতাল হাওয়া বুঝি

হিংসে করেছিল খুব ,

এক নিমেষেই ছত্রভঙ্গ

আমার আর কবিতার আড্ডা

 

সেই থেকে নিখোঁজ আমার প্রিয় কবিতা

খুঁজে খুঁজে হয়রান আমি তাই দিচ্ছি নিখোঁজ সংবাদ-

একটি ঘোষণা, একটি ঘোষণা … …

 

৯১৬ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “নিখোঁজ সংবাদ”

মওন্তব্য করুন : সুষমা (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।