যাচ্ছেতাই

আজ আমার অনেক অবসর
দুরন্ত সকালটা থমকে গেছে আমার চিলেকোঠায়,
কার্ণিশে বসে থাকা চড়ুই দুটি
ব্যস্ত বুঝি রোদের সাথে সখ্যতায়।
বারবার যায় উড়ে
আকাশের ছায়ায় ঘুরেফিরে
আবার এসে বসে জানালার ধারে,
হঠাত্‍ আসে একটা ঘাসফড়িঙ
চড়ুই দুটিকে বখাটে ছেলের মত নাচিয়ে
কোথায় যেন ঘাপটি মারে।

সকালের এই স্নিগ্ধ ছবিটা ছিঁড়ে খুঁড়ে
হয়ে উঠতে ইচ্ছে করে বেপরোয়া
হাতড়ে বেড়াই নিয়ম ভাঙ্গার ছুতো
কাট্টি ওগো শাসন ঘুড়ি তোমার ওই সুতো,
দুরন্ত বালকটির সাইকেলের চাকার অবিরাম ঘূর্ণিতে
কিংবা নবজাতকটির চিত্‍কারের আশ্রয়ের আর্তিতে
বিদ্রোহের মিছিল নেমেছে মনের রাস্তায়,
তবে এবার হোক তাই
স্বপ্নগুলোর ক্যানভাসে
এবার একটা প্রজাপতি কিংবা রঙধনু চাই…..

১,২৬২ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “যাচ্ছেতাই”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আগে তোমার গল্প দেখেছি এখন কবিতা - ভালোই সব্যসাচী লেখক তুমি।

    চড়ুই দুটিকে বখাটে ছেলের মত নাচিয়ে
    কোথায় যেন ঘাপটি মারে।

    হু--- বখাটেরা যদি ফড়িংএর মতো শুটকা-পটকা হতো তাহলে তো ভালোই। তখন আসলেই তারা তোমার কবিতার মতো ঘাপটি মারা অবস্থায় থাকতো।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
    • সুষমা (১৯৯৯-২০০৫)

      দোস্ত, কাহিনী কি হইছে তাইলে শুন।আইজকা সাইটে কামলা খাটতে গেসি,মিস্ত্রি গো লগে চিল্লাপাল্লা কইরা মেজাজ খারাপ।রোদের মইদ্দে দেখি দুইখান চড়ুই ব্যাপক আনন্দে আছে, ফড়িঙ ধরতে পারেনা, কিন্তুক কিসুখন পর গরমে মনে হচ্ছিল,চুলোয় যাক চাকরিবাকরি ,আমি আর এইহানে থাকুমনা :)) :))
      পরে কিন্তুক আসলেই ভাগছি B-)

      জবাব দিন
  2. মীম (২০০৬-২০১১)

    আপু এখন তো আর আলাদা করে গ্রীষ্ম, বর্ষা,শরৎ......... বোঝা যায় না। তবে কবিতা টা পড়ার পর ১টা মন ভালো করা স্বপ্নিল শরতের সকালের কথা মনে হচ্ছে।

    স্বপ্নগুলোর ক্যানভাসে
    এবার একটা প্রজাপতি কিংবা রঙধনু চাই…..

    অনেক সুন্দর...... ;;) ;;) 🙂 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : সুষমা (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।