বন্দী রূপকথা

শ্বেত শুভ্র দেয়ালটার ঠিক মাঝে একটা ফটোফ্রেম

ডানদিকে কি ঝুলে গেছে কিছুটা?

মনে আছে তোমার

ফ্রেম বন্দী ছবিটার নেপথ্য?

ওই যে কত্ত ঝগড়া, কত অভিমান শেষে

এক কনে দেখা আলোয়,

হেসেছিলে ঝঙ্কার তুলে…

 

মুহূর্ত টিকে বুকে রেখে ,লেন্সের ফ্রেমে আটকেছি

শুধু দুঃখ দুঃখ হাসিটা

সব ভুলে গেছ বুঝি????

 

তাই তো এখন সঙ্গী আমার এক চিলতে আকাশ

ফ্রেম বন্দী তুমি

আর হাওয়ায় বন্দী

তোমার আমার রূপকথা…  …

১,০২৬ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “বন্দী রূপকথা”

মওন্তব্য করুন : রকি

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।