খোলা চিঠি

তোমার খুব অবাক লাগবে
আমার কথাগুলো শুনে
কিন্তু ঠিক অস্বীকার করতে পারবে না।

তুমি খুব ভিত হও
কেন তোমার মুখের কথা
এতো বেশি বেশি শুনতে চাই
পাছে সব কথা এক দিনে ই শেষ হয়ে যায়।
কিন্তু তুমি জানো না
তোমার প্রতি কথার ভিতর
আমি নতুন করে আবিষ্কার করি
আমার স্বপ্নগুলোকে
আমার ভেতরকার আমি কে।

তোমার চোখে স্বপ্ন দেখি প্রতিক্ষন
একটু ভুল বললাম কি?
হয়তো তুমি ই স্বপ্ন দেখাও
কিন্তু স্বপ্ন শেষ কর না।

মনে পড়ে সে দিনের কথা?
তোমার চোখে অপলক
তাকিয়ে ছিলাম যে দিন!
তুমি কোনো এক অজানা সংকোচে
আমার চোখের দিকে তাকাও নি;

পরে জেনেছি তুমিও তাকাতে চেয়েছ
তাকাও নি।
কি তোমার সংকোচ?

সর্বদা তোমার মুখে শুনতে চেয়েছি
একটি মাত্র শব্দ
কিন্তু সে শব্দটিকে
তোমার  ঠেকেছে দুর্বোধ্য।

স্বপ্ন দেখেছ,দেখিয়েছ
হাতে তোমার হাত রেখে
হেটে চলেছি সারারাত অবিরাম,
কিন্তু বাস্তবে হাত বাড়াতে ই
হাত লুকিয়েছ তোমার রঙ্গীন চাদরের নিচে।
মনে পড়ে?

প্রশ্ন করে কি লাভ
তুমি নিঃসন্দেহে নির্লিপ্ত ভাবে বলবে
“কি জানি…………!!”

 

তোমার মুগ্ধতার কাছে
আমি সর্বদা হার মেনেছি,
তোমার ভালবাসাকে বেসেছি ভাল;
বশ্যতা স্বীকার করেছি তোমার উক্তিতে
কারন তোমায় যে ভালবেসেছি।

তোমার চোখের জলকে
সর্বদা করেছি ভয়
আর অভিমান কে করেছি গর্বিত;

কারণ তোমায় হারাতে চাই না।

একটু কথাঃ আমি এই  পোস্ট টি অনেক আগে একবার দিয়েছিলাম। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলাম অই অ্যাকাউন্ট এর ডিটেইলস হারায় ফেলসি। আমি জানিনা রি- পোস্ট করা ঠিক হল কি না কিন্তু নিজের নতুন অ্যাকাউন্ট এ পোস্ট করার লোভ সাম্লাতে না পেরে রি- পোস্ট করেছি।  যদিও মুল লেখাটা কলেজ এ থাকাকাকালিন সময়ে লেখা ২০০৮ এ।

৪৫৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “খোলা চিঠি”

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।