ঘড়ি

নিচের গান টা খেয়াল করুন;

ঘড়ি দেখতে যদি হয় বাসনা চইলা যাও গুরুর কাছে,
যেই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভেতরে,
মেকার যদি হইতাম আমি,ঘড়ির জুইল পাল্টাইতাম,
জ্ঞান নয়ন খুলিয়া যাইত,দেখতে পাইতাম চোখের সামনে।

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে।।
একটা চাবি মাইরা দিছে ছাইড়া জনম ভইরা চলতে আছে।।

মাটির একটা কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর,
রঙ বেরঙ্গের বার্নিশ করা দেখতে ঘড়ি সুন্দর।
দেহ ঘড়ি ১৪ তালা তার ভিতরে ১০ টি নালা,
৯ খোলা একটা বন্ধ,গোপন একটা তালা আছে।

ঘড়ির হেয়ার স্প্রিং ,বেভ্রা কেসিং,লিভার হইল কলিজায়,
৬ তার বলে আজব করলি দিবানিশি প্রেম খেলায়।
তিন পাতে তার করম সারা,বয়লারে মেশিনের গোরা,
৩০৭ টি ইস্কুপ মারা,১৬ জন প্রহরী আছে,

কার এমন সাধ্য আছে এই ঘড়ি তৈয়ার করে,
যে ঘড়ি তৈয়ার করে সে লুকায় ঘড়ির ভেতরে,

তিন কাটা বারো জুয়েলে ,মিনিট কাটা হইল দিলে,
ঘণ্টার কাটা হয় আক্কেলে ,মনটারে তুই চিনে নিলে।

……ফকির আলামগিরের এই গান কি আর কখনও আসবে?গানটির কথা বাংলাদেশের গানের জগতে একটা ইতিহাস, এই কথা আর কখনও আসবেনা।

১,৮৯২ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “ঘড়ি”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    হুমম...আসলেই অনেক গভীর ভাবের গান...
    শেয়ার করার জন্য থ্যাঙ্কস :thumbup:
    এই গানের লিরিকস আসলে কার? আবদুল করিম বয়াতী?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : সাকেব (মকক) (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।