কামরুল হাসানকে বলছি

দোস্ত ,অনেক আগে দার্জিলিং য়ে মাইনাস ৫ তাপমাত্রায় টাইগার হিল যাবার সময় আমার কাছে একটা মাফলার চাইছিলি, কিন্তু আমি দেই নাই।
দোস্ত, পরে ঘটনাটা মনে পড়ার পর খুব খারাপ লাগছিলো। আমি এই জন্য এখন অনুতপ্ত।
আমাকে কোন এক সময় ক্ষমা করে দিস।

২,৯৪৫ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “কামরুল হাসানকে বলছি”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সুব্রত ভাই, কামরুল ভাইরে একটা শীতবস্ত্র কিনে দিয়েন (আলসেমি করে উনি কিনছেন না... 🙁 )...
    তাইলেই কাটাকাটি হইয়া যাইব... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • সাব্বির (৯৫-০১)

      না এত সহজে কাটাকাটি খেলা হবেনা।
      এই খানে কথা আছে। ঘটনাটা অনেক আগের, তাই মাফ্লার টা এইখানে বিরাট একটা ম্যাটার।
      ১ম আমাদের জানতে হবে মাফ্লার টা কি রংয়ের ছিল,তারপর সাইজ, কোন কোম্পানি এইটা বানাইছে। তাপমাত্রা ছিল ঋনাত্বক পাঁচ, সুতরং মাফ্লারের প্রয়োজনটাও খতিয়ে দেখতে হবে।
      এই ব্যপারে সিসিবি কর্তৃপক্ষের কাছে সাহায্য কামনা করছি। তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি বানানো যেতে পারে।
      সুব্রত ভাইয়ের প্রতি সমন জারি করা হলো, অতি সত্ত্বর মাফ্লারের ছবি যুক্ত ডিটেলস্‌ ব্লগ আকারে সিসিবি তে পোষ্ট করেন।

      আর কামরুল ভাই, "রক্তের বদলে রক্ত"(শেখ হাসিনা), সুতরং মাফ্লারের বদলে লেদারের জ্যাকেট নিতে হবে। আপ্নে কষ্ট কইরা আর কয়টা দিন রাগ কইরা থাকেন।

      জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    আমিও মাফলারের ছবি দেখপো :((
    (কপিরাইটঃ মাস্ফ্যু ভাই)


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. সুব্রত (৯৪-০০)

    ekbar kamrul ar ami durga pujar suty te gesy kolkata puja dekhte..saradin ghuraghuri kore dujone patal rail e chorsi.osomvob virer moddhay amra alada hoe gelam jotharity.
    hothat ki mone kore kamrul er dike takatey dekhi or thik samne akta lomba ebong basomvob sundory(sobuj ronger fotua pora)
    akta meye duhat uchu kore handle dhore darie ase ar kame(kamrul)silo majhkhantai...................................se ki drisso..........ektu holeo hingsa koresilam kamrul k.............dost map koira dis abaro..

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।