গোবর থেরাপি

আমাদের এক ক্লাসমেটের গালে খুব ব্রণ ছিল।ও একদিন জানতে পারল যে যদি মুখে সদ্য ত্যাগ করা গোবর মেখে ৩ ঘন্টা রাখা যায় তবে সে এই ব্রন হতে মুক্তি পাবে। কি আর করা সে তার ঘনিষঠ একজনকে নিয়ে বৃহস্পতিবার রাতে ১২ টার সময় কলেজ ডাইনিং এর পিছনে বাঁধা গরুর লেজের কাছে অপেক্ষা করতে লাগল…এর মাঝে ও কিছু ঘাস ও দিল গরুটা কে যাতে করে একটু তাড়াতাড়ি করে। কিন্তু গরু কি আর ক্যাডেট এর কথা শোনে। প্রায় ২ ঘন্টা পর গরু তার কাজ সম্পন্ন করে। আমার ক্লাসমেটের খুশি দেখে কে। ইঊরেকা ইঊরেকা বলে ও চিৎকার করে ওঠে। ওর চেহারার মাঝে নাকি কলম্বাসের আমেরিকা বিজয়ের হাসি ফুটে উঠেছিল। (নিজ চোখে দেখি নাই, যে ওর সাথে ছিল ওর ভাষ্য মতে)। পলিথিন এ করে গোবর নিয়ে এসে মানুষ যে ভাবে সাবান মাখে ও ঠিক একই ভাবে আয়নার সামনে বসে গোবর থেরাপি….ফেসিয়াল…….. করছিল।।ওর রুমমেট যখন গন্ধে থাকতে না পেরে জানতে চাইল কি করিস ও বলে ছিল গুরু বাবার দেওয়া মহাঔষধ মাখছে…।
– একটু একটু গন্ধ আসতেই পারে। আমি সহ্য করছি তুই ও কর।
পরের দিন যখন আসল কাহিনী ওর সংগের টার কাছ থেকে জানা গেলো আর মামু কই যায়…। পুরা ক্লাস মিলে ওকে তিনটা সাবান উপহার দিল যাতে করে ও নিজেকে আবার সভ্য ক্যাডেটের মাঝে ফিরিয়ে আনতে পারে…।

ওর ব্রন কিন্তু ভাল হয় নি… বেচারা খুবই মনে কস্ট পেয়েছিল …আহারে……। গুরু বাবা…………

২,১৭৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “গোবর থেরাপি”

  1. শাহেদ_৯৭-০৩

    আমাদের কলেজের ED এর একজন টিচার বলেছিলেন...খারাপ চিন্তা করলে নাকি ব্রণ হয়...so, সিরাজ ভাই, আপনার সেই দোস্তকে "খারাপ চিন্তা ত্যাগ" থেরাপির কথা বলতে পারেন...

    জবাব দিন
  2. সিরাজ (৯৪-০০)

    হারামি সাইফ কে বল্ল এই কথা.........।।দেখ কেম মিস করে বলেই কত দরদ নিয়ে বলল (মামা তুমি দেশে আসবা কবে?)

    আসব মামা আর কটা দিন সবুর কর আবার আসবে ফিরে সেই দিন মনে আসে তোর last birth day এর রাতের কথা ............ওয়াও............।হবে

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    সিরাজ ভাই ...আমার মনে হয় বুদ্ধিটা আপনার মাথা থেকে আসছিল...মনে নেই মনেহয় আপনার কিন্তু আমার মনে আছে...প্রথম যেইদিন ডাইনিং হলে টেবিলে বসছি আপনার প্রথম প্রশ্ন ছিল 'বাসায় ডিশ আছে ?' আর দ্বিতীয় প্রশ্ন ছিল ' ভাইয়া তুমি কি tb6 mockba দেখ?' কি ডেঞ্জারাস রে ভাই । সেভেন এর পোলা কিছু বুঝি না আর ভাবি 'এই মিয়া কি কয় !!!!'

    জবাব দিন

মওন্তব্য করুন : শাহেদ_৯৭-০৩

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।