সামিয়া… তোমার জন্যে

সামিয়া, আমার প্রিয় বোন,

তোমার কষ্ট সেভাবে আমরা কেউই হয়তো উপলব্ধি করতে পারছি না, যে হারায় শুধু সেই বুঝে। আমি যে কি বলে তোমাকে সান্তনা দিব আপু আমি বুঝতে পারছিনা… তুমি ভেঙ্গে পড়ো না, তুমি ভেঙ্গে পড়লে তোমার পরিবারের বাকি মানুষজনদেরকে কে দেখবে? মানুষের জন্ম, মৃত্যু আর বিয়ে — এই তিনটি জিনিস আল্লাহ তা’আলা আগেই ঠিক করে রাখেন; এখানে কারো কোন হাত নেই। আপু, এটাকে বিশ্বাস করে ধৈর্য ধর।

আমরা সবাই তোমার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক। তুমি নামাজ পড়ে আঙ্কেলের জন্য দোয়া করবে। এছাড়া তো আমাদের এখন আর আসলে কিছুই করার নেই। আমি জানি তুমি অনেক INTELLIGENT এবং STRONG একটা মেয়ে, বাসার সবার দায়িত্ব এখন মনে করে নাও তোমার, তুমি নিজে ভেঙ্গে পড়ো না। ওদেরকেও সান্তনা দাও। আরেকটা কথা মনে রেখ – আল্লাহ মানুষকে বিপদ দেন, আবার তিনিই বিপদ থেকে উদ্ধার করেন। SO KEEP FAITH IN ALLAH. তিনি তোমাদের সহায় হোন, শক্তি দেন, আর আঙ্কেলের জন্য সুসংবাদ রাখেন; আমিন!

ভাল থেকো…
তোমার সুরভী আপু।

২,৯৭৪ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “সামিয়া… তোমার জন্যে”

  1. তানভীর (৯৪-০০)

    সামিয়া, তোমাকে স্বান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। শুধু বলতে পারি, তুমি নিজে শক্ত থেকে পরিবারের বাকীদের অবলম্বন হও।
    হে আল্লাহ, তুমি আঙ্কেলকে বেহেশত নসীব কর আর আমার বোনটাকে শক্ত থাকতে সহায়তা কর।

    জবাব দিন
  2. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    স্বান্তনা দেবার ভাষা জানা নেই। দিন-রাত সিসিবিতে পড়ে থেকেছি শুধু একটা সুখবর শুনবার জন্য। সেটাই শোনা হলো না।

    এখন বোন তোমাকেই সবার আগে শোক ঝেড়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে বাকিরা তোমার চেয়েও দুর্বল, তাদের অবলম্বন তোমাকেই হতে হবে। আর আমরা তোমার পাশেই থাকব সবসময়। আল্লাহ তোমায় সহায় হোন।

    আংকেলের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদদের পুরস্কারের জন্য আল্লাহই প্রতিজ্ঞাবদ্ধ।

    জবাব দিন
  3. আদনান (১৯৯৭-২০০৩)

    বোন, তোমাকে এখনো দেখিনি, কিন্তু তোমার বেদনাটা ঠিকই বুঝতে পারছি।
    শক্ত হও... ধৈর্য ধর।
    আল্লাহ তোমার সহায় হোন। আমরা তো তোমার পাশে আছি-ই; এবং থাকবো সবসময় এই অঙ্গীকারটুকু করছি।

    জবাব দিন
  4. সামিয়া, আমি তোমার ভাই, লাইবেরিয়া থেকে। গত কয়দিন ধরে আর সবার মত আমি ও অপেক্ষায় ছিলাম স্যারের ফিরে আসার খবরটা শুনব বলে। আল্লাহ তাঁকে তার কাছে নিয়ে গেছেন। কেঁদোনা লক্ষী বোন আমার, তাকিয়ে দেখ, তোমার কত গুলো ভাই হল আজকে। আমরা সবাই কাঁদছি আজ তোমার সাথে। কত দূর থেকে আমি এই লেখা টা লিখছি তোমার জন্যে, আর চোখ মুচছি, আর দোয়া করছি আল্লাহের কাছে। তোমার আব্বু ভীষন সহজ সরল একজন মানুষ ছিলেন সবার কাছে শুনেছি। তিনি যেখানে আছেন, ভাল আছেন। প্রতিটা পরিচিত, অপরিচিত মানুষের দোয়া তার সাথে। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। আমিন।

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    সামিয়া,

    তোমাকে স্বান্তনা দেয়ার কোন ভাষা খুজে পাচ্ছিনা...

    তবুও বলব, মনকে শক্ত রাখতে হবে... পরিবারকে দেখে রাখতে হবে, বিশেষ করে আন্টিকে

    মহান আল্লাহ তোমার বাবাকে বেহেস্‌ত নসিব করুক - আমিন

    জবাব দিন
  6. মুহাম্মদ (৯৯-০৫)

    ছোট মেয়ে হিসেবে আংকেল কতটা ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছিল সেটা আমি বুঝি। সেই ভালোবাসা দেবার মানুষটি এখন আর নেই। কিন্তু দোস্ত, আমরা অসংখ্য মানুষ দু'হাত মেলে দাঁড়িয়ে আছি সেই অভাব পূরণ করার জন্য। আমরা সারাজীবন থাকবো। তুই শুধু ভেঙ্গে পড়িস না, প্লিজ...

    জবাব দিন
  7. আশিক (১৯৯৬-২০০২)

    আপুরে, সান্তনা দেবার ভাষা নেই......দেবও না......
    আমরাও দোয়া করব দু'হাত তুলে
    উনি ডাক্তার ছিলেন বলে অনেক মানুষকে সাহায্য করেছেন প্রত্যক্ষভাবে, সবার সেই সৌভাগ্য হয়ে ওঠে না......
    কিছু কৃতঘ্ন মানুষ বাদ দিলেও বাকি অগুনতি মানুষের ভালবাসা উনার সাথে আছে, এত মানুষের নিঃস্বার্থ ভালবাসা খোদা ফেলে দেবেন না, এটুকু বিশ্বাস রাখি......

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    আপু দুহাত তুলে দোয়া করা ছাড়া কোন কিছুই করার নেই আমার....

    মহান আল্লাহ তোমার বাবাকে বেহেস্‌ত নসিব করুক - আমিন


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. আমিন (১৯৯৬-২০০২)

    এই অবস্থায় কী বলতে হয় আমি জানি না, তবে কেমন লাগে সেটা ঠিক টের পাই যেন।
    সামিয়াপু, তুমি ভয় পেয়ো না, তুমি ভেঙ্গে পড়ো না। আরো অনেক কিছু হয়তো বলা উচিত ছিল কিন্তু বলতে পারছি না। হয়ত পরে কখনো এসে বলে যাবো।

    জবাব দিন
  10. আলম (৯৭--০৩)

    সামিয়ার সাথে সিসিবি'তে কথা হচ্ছে ১ বছর ধরে, হাসিখুশি, কিন্তু ওকে কখনো দেখিনি। পরশু ওকে প্রথম দেখলাম, ইত্তেফাকের পাতায়! বাবার খোঁজে বসে আছে বিডিআর গেটে, চিন্তিত মুখ।...

    বাবা হারানোর কষ্টটা কেমন, আমি জানি। পিতৃহীন সংসারের সবচে ছোট সন্তানের ফিলিংস কেমন, আমি বুঝি। ...... তবে সামিয়ার ক্ষেত্রে এই হারাবার মাঝেও একটা প্রাপ্তির গর্ব আছে, থাকবে চিরদিন। ওর বাবা যে বীর সেনাপতি, কোটি কোটি বাংলাদেশির হৃদয়-নিংড়ানো ভালবাসার মাঝে বেঁচে থাকবেন যিনি।

    শহীদের একফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই নাকি তার সব গুনাহ্‌ মাফ হয়ে যায়... তাই যদি হয়, তবে আর দুঃখ কেন? কেবল প্রার্থনা, আল্লাহ্‌ তাঁর শাহাদাত কবুল করে নিক।

    জবাব দিন
  11. আদনান (১৯৯৪-২০০০)

    সামিয়া আমিও তোর আরেকটা ভাই, জীবনের যেকোন দরকারে অদরকারে তোর এই ভাইকে বলতে দ্বিধা করিস না । আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করব । আল্লাহ তোকে মনকে শক্ত করার তৌফিক দিন । আংকেলের রুহের মাগফেরাত কামনা করছি । আর এই দানবদের শেষ আমরা দেখে ছারব ইনশাল্লাহ ।

    জবাব দিন
  12. কামরুলতপু (৯৬-০২)

    সামিয়াপু,
    লক্ষী বোন আমার অনেক করে কাঁদ, তোমার কান্না মুছিয়ে দেবার জন্য আমরা অনেকগুলো ভাই আছি।
    ...........................................................................
    কি বলব বুঝতে পারছিনা।

    জবাব দিন
  13. শরিফ সাগর (৯৭-০৩)

    বলার ভাষা নেই।
    যাই লিখতে চাই বেমানান লাগে।
    তাও বলি, ভাগ্যকে মেনে নাও। মূমীনরা কখনও হতাশ হয় না। আর তোমার আব্বুর জন্য প্রাণ খুলে দোয়া কর। যারা তোমার আব্বুসহ আরো অনেকের উপর এরকম অমানবিক পৈঁচাশিকতা দেখাল তারা কোন জীবনেই সুখ পাবে না। ভাল থেকো।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।