বাসর

(সিসিবির বিবাহযোগ্য বড় ভাইদের উৎসর্গ করে ব্লগে আমার প্রথম কবিতা)

হালছাড়া জীবনের ইতি টেনে আজ
হঠাৎ গিয়েছি থেমে ভেংগে ফেলে লাজ ,
বসে আছি আজ তাই কারো মুখোমুখি
দেড় হাত ঘোমটার ফাকে দিয়ে উকি
অবাক বিষ্ময়ে
চেয়ে আছি যুগ যুগ চোখ ক্ষয়ে ক্ষয়ে ।

অনেক জমানো কথা সুখ দুখ হাসি
ভাগাভাগি হয়ে যায় , স্বপ্নের বাশি
অবিরত বেজে যায় , নয় শুধু শুধু
গল্পের শেষ নেই , বুক মরু ধূ ধু
হয়নাকো , কেন জানি মুখে খই ফোটে
আজকে কথার যেন ফুলঝুরি ছোটে ।

আজকে জীবনে এক নতুনের দোলা
ভুল সুখে ছেদ টানে , মন যেন ভোলা
মানুষের নিষ্পাপ জীবনের গানে
পুরো হয়ে আসে শুধু হৃদয়ের টানে
জীবনের অভিধানে এনে দেয় সুখ
চলবার পথে এক সঙ্গীর মুখ ।

ধীরে ধীরে রাত বাড়ে ,হাত রেখে হাতে
তবুও থমকে আছি শুধু এই রাতে
বয়সের মোড় ঘোরে নতুন এক বাকে
সেও তো আমার মত চোখ চেয়ে থাকে
নতুন খুশিতে আজ ভরে ওঠে বুক
শুরু হয় জীবনের নতুন অসুখ ।

২,৫৬৭ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “বাসর”

  1. রকিব (০১-০৭)

    থ্যাঙ্কু শোভন শেষ পর্যন্ত আমারে নিয়ে আগাম কিছু লিখলি। নে তোরেও এক কাপ :teacup: ।
    কবিতা ভালো হইছে, কি বলেন কাইয়ুম ভাই, মাহমুদ ভাই? :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)
    (সিসিবির বিবাহযোগ্য বড় ভাইদের উৎসর্গ করে ব্লগে আমার প্রথম কবিতা)

    কাইয়ুম কিছু একটা বল 😉

    শুরু হয় জীবনের নতুন অসুখ

    এই অসুখের চিকিৎসা কি? :-/ ব্লগের বিবাহিত ডাক্তারদের কাছে জানতে চাই...

    জবাব দিন

মওন্তব্য করুন : আশহাব (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।