যদি পাইতাম ০৪ ……… (এক সময় মনে হত)

এই পোস্টটা বন্ধু কাইয়ুম প্ল্যান করেছিলো। রবিনের গাড়ির শখ, তাই রবিনের গাড়ির পোস্ট দেখতে দেখতে একটাতে কমেন্ট করে বসে ছিলো, যদি পাইতাম – কন্সেপ্টটা একটু ঘুরিয়ে দিয়ে ওর নিজের পছন্দের কিছু পোস্ট করবে কিনা। সেই কবে থেকে ওর এই পোস্টের জন্যে বসে আছি। আসলে সত্যি কথা বলতে, অনেকের পোস্টের জন্যে অপেক্ষা করছি। অনেক দিন পরে রবিন ভালোবাসার বন্ধুত্বের একটা পর্ব দিলো। শার্লী তার সাধারন মানুষ সিরিজের গতি কবে করবে বুঝতে পারছি না। ছোট আদনান যেভাবে “তুমি ভাসবে হৃদয় মাঝে” শুরু করেছিলো, মনে হচ্ছিলো পোস্টের বন্যাতেই ভাসিয়ে দেবে। রকিবের গোধুলী কথনের জন্যেও অপেক্ষা করছি। তবে ওর এই সিরিজের শেষ পর্বটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দেখা যাক। তানভীরও দেখি অনেক দিন ধরে এলোমেলো ভাবছে না। ফয়েজ ভাই কবে যে কুলী হবেন আর কবে যে তাঁর পরবর্তি আউলা চিন্তাজনিত পোস্ট পাব …… (দীর্ঘশ্বাস)। অত্যন্ত যুক্তি সঙ্গত কারনেই আসলে ফয়েজ ভাই সিরিজ পছন্দ করেননা।

যা হোক, কাইয়ুমের প্ল্যান ছিলো তার পছন্দের নায়িকা নিয়ে যদি পাইতাম সিরিজ করবে। তার পছন্দ কি রকম তা জানিনা, দেখি আমার পছন্দ তার পছন্দ হয় কিনা।

কাজল

800kajol1_jpg

একেবারে কিশোরবেলা থেকেই ফ্যান। কলেজে থাকতে আমার বেডের ওপরে সিলিং এ, লকারের দরজাতে এবং পড়ার টেবিলের পাশে তার পোস্টার থাকতো। সে প্রায় অবসর নিয়ে ফেলার কারনে এখন আর হিন্দি সিনেমা দেখতে ইচ্ছে করেনা।

উমা থারম্যান
uma_thurman

পে চেক সিনেমাটাতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এখনো মুগ্ধ হয়েই আছি। আমার প্রেমিকা কেনো জানি একে পছন্দ করে না 🙁

লিভ টেইলর
liv_taylor_01preview

এক কথায় অসাধারন ……

হ্যালি বেরী
bwp12halle_berry

কুর্টনি কক্স
courteney_cox

ফ্রেন্ডস সিরিজটাতে আমার সবচেয়ে পছন্দের চরিত্র।

ক্যাথারিন জেটা জোন্স
catherine-zeta-jones-picture-51

এর সম্পর্কে নতুন করে আর কি বলবো ……

সালমা হায়েক
salma-hayek-screensaver_1

ডেসপারেডো, ফুলস রাশ ইন আর ফ্রিডা দেখে মোটামুটি ঠিক করেছিলাম, মেক্সিকান মেয়ে বিয়ে করবো ……

শিয়ি জ্যাং

ziyi-zhang
নামের উচ্চারনের বাপারে আমি শিওরা না। তবে নাম বলতে পারি না তো কি হয়েছে ………

ইনগ্রিড বার্গমেন
bergman

কাসাব্ল্যাংকা সিনেমাটাতে প্রথম দেখেছিলাম …… আহারে …… (দীর্ঘশ্বাস)

অড্রে হেপবার্ন
celebrity-image-audrey-hepburn-227822

শুধুই দীর্ঘশ্বাস ………

সোফিয়া লোরেন
sofia_loren_duo_265

এর জামাই বলতো, এর নাক, চোখ, চুল ইত্যাদি আলাদা আলাদা দেখতে ভালো লাগে না, কিন্তু সব একসাথে দেখলে অসাধারন … (আসল কমেন্টটা ভুলে গেসি, তাই সারমর্ম)। আমার ধারনা ভদ্রলোকের মাথা খারাপ।

মাধুবালা
madhubalaqx0ly0

মুঘল ই আযম দিয়ে শুরু করলেই হবে ……

শর্মিলা ঠাকুর
sharmilatagore2

কেনো জানি ভালো লাগে ……… কারন বুঝিনা …

সুচিত্রা সেন
suchitra-sen

ছোটবেলাতে আম্মু উত্তম-সুচিত্রার সিনেমা দেখতো বসে বসে …… আমি শুধু সুচিত্রাকে দেখতাম

উর্মিলা
urmila

রঙ্গিলাতে প্রথম দেখেছিলাম …… Satya (উচ্চারনের ব্যাপারে শিওর না, দুঃখিত) তে দেখে খুবই মুগ্ধ হয়েছি ……

তো বন্ধু কাইয়ুম ……… এই বার তোমার কথা বলো ……

৫,৪৬৩ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “যদি পাইতাম ০৪ ……… (এক সময় মনে হত)”

  1. রবিন (৯৪-০০/ককক)

    আমার সেই কলেজ লাইফ থেকে আরেকজন অল টাইম ফেভারিট আছে। কলেজে থাকতে ওর কোনো পেপারে ছবি আসলে সেটা আমার জন্য বরাদ্দ ছিলো। আজ পর্যন্ত ওর নেট এ যতো ছবি এসেছে তার সব মনে হয় আমার কাছে আছে।
    আন্না কুর্নিকোভা

    জবাব দিন
  2. শার্লী (১৯৯৯-২০০৫)

    আপনার সাথে আমার পছন্দ অনেক মিলে গেছে। উদাহরনঃ কাজল, লিভ টেইলর, কুর্টনি কক্স, ক্যাথরিন জেটা জোন্স, সালমা হায়েক, শিয়ি ঝ্যাং, অড্রে হেপবার্ন, সোফিয়া লরেন, মধুবালা, সুচিত্রা সেন। উর্মিলারে ভালো পাই না।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    আমি এককালে সোনালী বেন্দ্রেকে খুব ভালো পাইতাম। 😡 😡
    আমাদের ক্লাসে সোনালী বেন্দ্রে গ্রুপ আর কাজল গ্রুপের মধ্যে ব্যাপক ঝগড়াঝাটি হইত প্রেপ টাইমে। আর এখন তো সবাইকেই ভালো লাগে। 😀 😀
    মইনুল ভাই, :thumbup: :thumbup:

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দোস্ত মইনুল, আমিতো মামা সর্বভুক টাইপের 😉 যারে দেখি লাগে ভালো 😡
    এই পর্যন্ত যাদের যাদের ছবি দিছে পোলাপাইন তার মধ্যে দুইয়েক জন ছাড়া সবাইরেই যদি পাইতাম :bash: :bash:

    আমি আরো দুইজন আপাততঃ যোগ করি ;;; আহারে যদি পাইতাম 😀

    ম্যাগি কিউ

    _______________________________________________


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. দিহান আহসান

    সালাম ভাইয়া, আগেই পড়েছি আপনার এই পোষ্ট কিন্তু তখন সদস্যা হইনিতো তাই মন্তব্য দিইনাই। কাজল হল আমার যাকে বলে অল টাইম ফেভারিট। এখনও। ক্যাথরিন জেটা জোন্স, সালমা হায়েক,অড্রে হেপবার্ন, মধুবালা, সুচিত্রা সেন সবাই আমার প্রিয় অভিনেত্রীদের লিষ্টে আছে।
    কুর্টনি কক্স কে ভাল লাগে।
    উর্মিলারে মোটামুটি।

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (ককক) (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।