লোডশেডিং

তুমি চাইলেও ভুলতে পারোনা তাকে ।
বারবার তার নিখাঁদ সৌন্দর্য নিয়ে
হাজির হয় সে নিজস্ব ভঙ্গিমায়,
আবির্ভাবের বৈচিত্র নিয়ে–
তোমার সামনে ।
তোমাকে মুক্ত করে দেয় কিছুক্ষণ এই যান্ত্রিক জীবন থেকে ।

অফিসের প্রচন্ড ব্যস্ততার মাঝে বারবার
তোমাকে এনে দেয় কিছুটা দম নেবার ক্লান্ত অবসর ।
কম্পিউটার মনিটরে শেয়ার বাজারের উত্থান-পতন,
সেই সাথে তোমার অসংখ্য ফোনকল – ভুলিয়ে
ব্রোকার হাউজগুলোকে দেয় মুক্তি – তুমি নামক যন্ত্রনা থেকে ।

ফুটবলের টাইব্রেকার বা ক্রিকেটের শেষ ওভার –
সমস্ত উত্তেজনায় পানি ঢেলে
ধীর হাতে টাইয়ের নট আলগা করে ,
হাতের রোলেক্স বা ক্যাসিও খুলে, উঠিয়ে
দু’হাত মাথার পিছনে রেখে জানাতে সবাইকে-
“হয়তোবা আঁধারের অতলে হারিয়ে
বন্ধ এসি রুমের বীভতস গরমে
তুমি জাটাক করতে প্রস্তুত সকল রমণীকে” ।

৮০৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “লোডশেডিং”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    জাটাক মানে কি?
    তোমাকেই খুজছে বাংলাদেশ!!! লোডশেডিং কে কেউ এভাবে ভাবতে পারে??? যদিও আমার বাসাটা অর্ধেক ছাদের পাশে হওয়াতে আর খুব বেশি খোলামেলা হওয়াতে লোড শেডিং খুব বেশী একটা ঝামেলা করতে পারে না।
    অবশ্য আজকাল জেনেরেটর আর আই পি এসের দৌরাত্মায় লোড শেডিং ও যান্ত্রিক জীবন থেকে মুক্তি দেয় না রে।
    লেখার স্টাইলেওটা পছন্দ হওয়াতে আবারো পঞ্চ নক্ষত্র!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. ইফতেখার (৯৯-০৫)

    ওয়াও শিবলী ভাই, দারুণ থীম। বেশি ভালো হয় নাই-কে বলছে? এই থীম নিয়া এই টাইপ পদ্য আগে শুনি নাই, একেবারে নতুন ধরণের আইডিয়া :thumbup: :thumbup:
    But, ভাই এইটার পুরা অর্থ কী বোঝাতে চাইছেন, বুঝি নাই-

    তুমি জাটাক করতে প্রস্তুত সকল রমণীকে”
    জবাব দিন

মওন্তব্য করুন : ইফতেখার (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।