শেখ আলীমের হাইকু -২

চৈত্রের চরে ইলিশ রঙের বালি
পালহীন নায়ে বৈঠা ঝিমায় থেমে গেছে ভাটিয়ালি
পদ্মা মরছে বোন গঙ্গার কোলে।

দিগন্তে নাচে সোনালী ধানের ঢেউ
সাত বলদের মলন ঘুরছে শক্ত ক্ষুরের পাড়া
উঠোনে লুটানো হেমন্তে ভেজা নাড়া।

ফুটপাত জুড়ে হাজার চরণে চলা
লাল সিগন্যাল পরোয়া করে না অস্থির যানজট
গাড়ী জানালায় বকুল ফুলের মালা।

ধ্যানী মাছরাঙা ঘৃত কুমারীর ঝোপে
পুকুরের জলে বিদ্যুত খেলে রূপালী ডানার ছায়া
নিদাঘ জৈষ্ঠ্যে চক্র ঢেউয়েরা কাঁপে।

আইল পথে যায় শ্রান্ত বিমানবালা
আধো তন্দ্রায় সীট বেল্ট বাঁধা যাত্রীরা সারিসারি
বোয়িং ডানায় রোদেলা মেঘের খেলা।

চোখের তারায় শরতের মেঘ দেখা
পালক শুভ্র মরাল গ্রীবায় একটি একাকী তিল
এ মহাকাব্য তিন পংক্তিতে লেখা।

১,১১৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু -২”

  1. জিহাদ (৯৯-০৫)
    চৈত্রের চরে ইলিশ রঙের বালি
    পালহীন নায়ে বৈঠা ঝিমায় থেমে গেছে ভাটিয়ালি
    পদ্মা মরছে বোন গঙ্গার কোলে।

    সবগুলাই অনেক সুন্দর। কিন্তু সব সুন্দরের মাঝেও এইটা বেশি ভাল লাগসে। :hatsoff:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. শার্লী (১৯৯৯-২০০৫)
    আইল পথে যায় শ্রান্ত বিমানবালা
    আধো তন্দ্রায় সীট বেল্ট বাঁধা যাত্রীরা সারিসারি
    বোয়িং ডানায় রোদেলা মেঘের খেলা।

    :boss: :boss:

    অসাধারন। আমি হাইকুর ভক্ত হইয়া গেলাম।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আলীম ভাই, একটা কথা জানতে চাই-হাইকু তে অন্ত্যঃমিল এর কোন বাঁধা-ধরা আছে কি?

    আইল পথে যায় শ্রান্ত বিমানবালা

    উপমাটা দারুণ লাগছে...

    অফটপিক এবং সাম্প্রদায়িকঃ ভাই, আপনি কলেজ ট্যাগ করেন না কেন??


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    সিসিবিতে আবার নতুন করে স্বাগতম... :hatsoff:
    ফয়েজ ভাইয়ের সাথে সহমত, প্রেমের হাইকু চাই :dreamy:

    পালক শুভ্র মরাল গ্রীবায় একটি একাকী তিল

    আমার অবশ্য ধারণা যে, এইটা একটা অসম্ভব রোমান্টিক লাইন :boss:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ধন্যবাদ আলীম ভাই।
    তবে হাইকু একেবারেই পড়া নেই আমার।
    ব্যাপার বুঝতে সময় নেবে।
    একটা জিনিস মনে হচ্ছেঃ
    হাইকুর নেশাটা সর্বগ্রাসী হয়ে উঠতে পারে।
    মৌতাত লাগলেই হলো।

    জবাব দিন
  6. আশিক (১৯৯৬-২০০২)

    সবগুলাই দারুণ ভাইয়া!

    ফুটপাত জুড়ে হাজার চরণে চলা
    লাল সিগন্যাল পরোয়া করে না অস্থির যানজট
    গাড়ী জানালায় বকুল ফুলের মালা।

    এইটা একদম ফাটাফাটি! :gulti:

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।