শেখ আলীমের হাইকু ৭

মোমের আলোয় শোকার্ত নিউ ইয়র্ক
বাগদাদে মাতা সন্তান হারা কাবুলে এতিম শিশু
জুডাস তোমার চুম্বনে মৃত যিশু।

——————————————–

ফুলের কাছে পাতার কতো দায়
পাপড়ি হারা নিস্ব সবুজ ঝরে পড়ার দিন
ফলের কাছে গাছের যত ঋণ।

——————————————–

যা পাই নগদে কিনে রাখি
বাঁশ পাতা পাখী কাঠের নৌকা মাটির বউ
পথের মেলায় পথ তবু বাকী।

——————————————–

বারবার আসি বারবার ফিরে যাই
তবুও মেটে না পুণর্জন্মে ফিরে দেখবার সাধ
সবার উপরে জীবন সত্য তাই।

———————————————–

দড়ি ভেবেই ছুঁয়ে দিলাম সাপ
ফণায় ফণায় ছোবল ঢালে কাল কেউটের বিষ
ছয় রিপুতে নীলকন্ঠ ভালবাসার পাপ।

——————————————–

দ্বিচারিণী মেঘে আলোর চক্র বাক
যে এসেছে তারে বুকের বাগানে টেনে নেই
যেতে যে চায় সে যাক।

১,১৩৯ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু ৭”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    প্রথমে ইট ফেলে তারপর সিনিয়র ভাইয়ের হাইকু পড়লাম। 😛

    প্রথম আর শেষটা দারুণ লাগলো আলীম ভাই। উপভোগ করলাম।

    কেমন আছেন বিপর্যস্ত জাপানে? কেমন আছে ওখানকার মানুষ? এতো ধৈর্য্য, শান্ত, বিনয়ী একটা জাতি- ভীষণ অবাক হই। বুদ্ধের কাছেই কী ওরা এই শিক্ষা পেয়েছে?

    ভালো থাকবেন।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আলাদা আলাদা ছবি ঝিলিক মেরে গেলো প্রত্যেকটা পাঠে।
    গতানুগতিক কবিতার তুলনায় হাইকু দেখছি অনেক বেশী ইশারাপন্থী,
    ভাবনাটুকু উসকে দিয়ে চট করে সরে পড়ে
    কিন্তু রেশটা মাথার ভেতর পাক খেতে থাকে অনেকক্ষণ।
    হাইকুর নেশা ধরে গেলে তো খবর আছে আলীম ভাই।

    জবাব দিন

মওন্তব্য করুন : সানাউল্লাহ (৭৪ - ৮০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।