শেখ আলীমের হাইকু – ৫

জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনো না কিংবা কিনো না ফুল
ভালবাসা কিনে করিও একটি ভুল।
——————————-
যতদূর যাও ততদূর পাশে চলা
রেলের লাইন মেশে না তবু কি থামে
হৃদয়ের কথা একদিন হবে বলা।
——————————-
নীরবে সয়েছি নীরবে সহিয়া যাই
তুমি যা পেরেছ আমি তাহা পারি নাই
রুদ্ধ ঝিনুক দুঃখের মুক্তা বুকে।
——————————-
যুগলবন্দী স্মৃতির সিনেমা মানস পটে
কালের কাঁথায় মুড়ি দিয়ে একা শ্রাবণ রাত
খোলা জানালায় মেঘ করে উৎপাত।
——————————-
দুই সারি পিঁপড়ের পদাতিক দল
চার্জ করে ছুটে আসে দুই দিক থেকে
এক অপরের মুখে চুম্বন আঁকে।
——————————-
যাই বলে তো চলেই গেলে
তারায় তারায় ওৎ পেতে রয় ঘাতক স্মৃতি
গেলেই কি আর মুক্তি মেলে।

৩,১১০ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু – ৫”

  1. সামি হক (৯০-৯৬)

    প্রতিটা হাইকু অসাধারণ, তার মধ্যেও এইটা বেশী ভালো লাগছে...

    যুগলবন্দী স্মৃতির সিনেমা মানস পটে
    কালের কাঁথায় মুড়ি দিয়ে একা শ্রাবণ রাত
    খোলা জানালায় মেঘ করে উৎপাত।

    আলীম ভাই আপনাকে :salute:

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    সবগুলা হাইকুই দারুণ!
    তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এইটাঃ

    যাই বলে তো চলেই গেলে
    তারায় তারায় ওৎ পেতে রয় ঘাতক স্মৃতি
    গেলেই কি আর মুক্তি মেলে।
    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    আলীমুজ্জামান ভাই, একটা হাইকু লিখলাম অনেক কষ্টে, দেখেন তো কিছু হইছে কিনা!

    আমি ভালবাসি, তুমি কেন বাসনা?
    বুকে বড় ব্যথা লাগে, করে চিনচিন
    দাগা দিয়ে চলে যেওনা সোনা 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    যাই বলে তো চলেই গেলে
    তারায় তারায় ওৎ পেতে রয় ঘাতক স্মৃতি
    গেলেই কি আর মুক্তি মেলে।
    :boss: :boss: :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. হাসান (১৯৯৬-২০০২)
    সাথে বেসিকটা একটু খেয়াল রেখো, তিন লাইনে, ৫-৭-৫ ধ্বনি(সিলেবল), আর তা জটিল মনে হলে ৫-৭-৫ শব্দ (আমার কাছে বাংলা উচ্চারণে ধ্বনি গণনাটা কঠিন মনে হয়েছে তাই শব্দ ব্যবহার করেছি)।
    বিধিবদ্ধ সতর্কীকরণঃ হাইকু এক ধরণের নেশা।

    ভাই ক্লাসিক্যাল হাইকুর কথা যদি বলেন, তবে তো একটা সিজনের রেফারেন্সও থাকতে হয়। আর এখন তো ক্লাসিক্যাল হাইকু থেকে মডার্ন হাইকুর চলই বেশি 🙂

    তবে একটা মুহূর্তের বর্ণনা না হয়ে একাধিক হয়ে গেলে মনে হয় তাকে 'সাকসেসফুল' হাইকু বলা যায় না, সেটা তিন লাইনের কবিতা হয়ে যায়।

    জবাব দিন

মওন্তব্য করুন : সামি হক (৯০-৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।