শেখ আলীমের হাইকু – ৪

চাঁদ নেই সাদা মেঘ নেই
নিঝুম পাতারা কাঁপে না বাতাসে বেগ নেই
ঘুমহীন রাত অঢেল সময় আছে।

জাপান বাংলা ক্রোমজমে বাঁধে জুটি
বনলতা চোখ চন্দ্র চিবুক ফুজি মেশে মেঘনায়
মিনি স্কার্টে হাইব্রীড মেয়ে যায়।

মসজিদ হতে নামাজের ডাক আসে
পসরা সাজাতে ব্যস্ত দোকানী হাতে নেই অবসর
আকাশে শকুন আজান ধ্বনিতে ভাসে।

যাত্রা মঞ্চে রাধা কৃষ্ণের পালা
বেলুনে বাঁশীতে চুড়ী আলতায় রাস পূর্ণিমা মেলা
জোছনায় একা গায়ের কুকুর কাঁদে।

আকাশে দস্যু মেঘ করে লুটপাট
সূর্যমুখীরা শোক সভা ডাকে হ্লুদ মিছিল দোলে
মাঠের পরে মাঠের পরে মাঠ।

মুঠোফোনে বাজে রবি ঠাকুরের গান
পরীর ডানায় ভর করে নামে প্রেয়সীর চিরকুট
শব্দে ও সুরে হৃদয়ের কলতান।
—————————————————————————————————————
টীকাঃ মন্তব্য স্বাগতম, তবে জবাব ঠিকমতো দেওয়া হয়ে ওঠে না। সরি

১,৯৬৯ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু – ৪”

  1. তানভীর (৯৪-০০)

    খুব ভালো লাগল হাইকুগুলো।
    আর এটা সবচেয়ে বেশি ভালো লেগেছেঃ

    আকাশে দস্যু মেঘ করে লুটপাট
    সূর্যমুখীরা শোক সভা ডাকে হ্লুদ মিছিল দোলে
    মাঠের পরে মাঠের পরে মাঠ।
    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)
    জাপান বাংলা ক্রোমজমে বাঁধে জুটি
    বনলতা চোখ চন্দ্র চিবুক ফুজি মেশে মেঘনায়
    মিনি স্কার্টে হাইব্রীড মেয়ে যায়।

    ;)) ;))

    জাপান যামু, হাইব্রীড দেখুম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    চমৎকার ভাইয়া।

    আকাশে দস্যু মেঘ করে লুটপাট
    সূর্যমুখীরা শোক সভা ডাকে হ্লুদ মিছিল দোলে
    মাঠের পরে মাঠের পরে মাঠ।

    এইখানে কি 'হলুদ' মিছিল হবে না?

    অফ টপিকঃ
    বাসার বুক সেলফ ঘাটতে ঘাটতে সেদিন 'রহস্য পত্রিকা' নভেম্বর ১৯৮৭ সংখ্যা পেলাম। আপনার একটা সাইন্স ফিকশন উপন্যাস আছে ওই সংখ্যায় 'দৌড়' নামে। কী যে আনন্দ লাগছে !

    পড়তে শুরু করেছি।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    জাপান বাংলা ক্রোমজমে বাঁধে জুটি
    বনলতা চোখ চন্দ্র চিবুক ফুজি মেশে মেঘনায়
    মিনি স্কার্টে হাইব্রীড মেয়ে যায়।

    আমি জাপান আর হাইব্রিড দুইটারেই ভালা পাই। 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।