সেবা প্রকাশনী

ফয়েজ (৮৭-৯৩) খেরোখাতা – ছোট্ট বেলার নায়কেরা, চমৎকার লেখাটি পড়লাম।
শেষ লাইনটি ছিলঃ আহা সেবা প্রকাশনী, তোমার ঋণ কি কোনদিন শোধ করতে পারবো বলে মনে হয়?
পরে কমেন্টে এসেছেঃ সেবারে নিয়া আরও পোষ্ট আসা দরকার।

আমি এ ব্যাপারে একমত। নেশার মতো ছিল সেবার বইগুলো। আমাদের সময়ে, স্বাধীনতা যুদ্ধের পরে, রোমাঞ্চপন্যাস তেমন ছিল না। হিরো বলতে রানার মত ছিল না কেউ। সেবা প্রকাশনীর প্রবল প্রভাবে, এইম ইন লাইফ এ, সেবার লেখক হবো ভেবেছিলাম। এক সময়ে লিখেওছিলাম দু-তিনটেঃ ওয়েষ্টার্ণঃ মরুসৈনিক, ভূমিদস্যু (কাজি মাহবুব হোসেন ভাইএর সাথে)। সায়েন্স ফিকশনঃ সন্ধানী। রহস্যপত্রিকায় অনেকগুলো গল্প বেরিয়েছিলো, এখন আর সবগুলোর শিরোনাম মনে নেই।

সেই সময়, সেই রোমাঞ্চ!

৫,২৩৮ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “সেবা প্রকাশনী”

  1. জিহাদ (৯৯-০৫)

    মরুসৈনিক , ভূমিদস্যু আমি পড়সি :hatsoff:

    কিন্তু ভাইয়া এত ছোট ক্যান ব্লগ? 🙁 সেবা প্রকাশনী নিয়ে আপনার কাছ থেকে আরো বড় পোস্ট আশা করে রাখলাম ।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    সেবা প্রকাশনী নিয়ে আপনার কাছ থেকে আরো বড় পোস্ট আশা করে রাখলাম ।

    :thumbup: :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    ভাইয়া
    এটা আমার জন্যে বিশাল সারপ্রাইজ। আপনি না বললে জানতেও পারতাম না আপনিই এক সময় রহস্যপত্রিকার নিয়মিত লেখক আলীমুজ্জামান। 'মরুসৈনিক' পড়েছিলাম। ভালো লেগেছিলো। 'সন্ধানী' খুব পরিচিত লাগছে, এটাও পড়া মনে হচ্ছে।
    সিসিবিতে কিছু গল্প লিখুন না, রহস্য পত্রিকায় যেমন লিখতেন। অথবা একটা ওয়েস্টার্ন 😀 ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)

    :boss:
    আলীম ভাই, আপনি আরও লেখা দিন। এটা পাবলিক ডিমান্ড। আপনি ভীষণ অনিয়মিত।

    অ:ট:
    মাস্ফ্যু, একটা মোটা দড়ি নিয়ে আস, আলীম ভাইকে ভালমত সি সি বি তে বেধে রাখি, যাতে আবার উধাও না হয়ে যেতে পারে।

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)
    এক সময়ে লিখেওছিলাম দু-তিনটেঃ ওয়েষ্টার্ণঃ মরুসৈনিক, ভূমিদস্যু (কাজি মাহবুব হোসেন ভাইএর সাথে)। সায়েন্স ফিকশনঃ সন্ধানী।

    :salute: :salute:
    ভাইয়া সিসিবিতেও আপনার লেখা পেলে ভালো লাগবে। সময় করে দিয়ে দিন না প্লীজ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আলীম ভাই,অনেক ছোট থাকতে মরুসৈনিক পড়েছিলাম-আমি খুব ভুল না করলে নায়কের নাম ইয়াসীন।আর সন্ধানী না পড়লেও বইটার কথা মনে আছে-সম্ভবত হাজার বছর ধরে ছুটে চলা কোন রোবটকে নিয়ে গল্পটা।

    আপনি জেসিসির এটা ভাবতেই গর্বে বুক দুই হাত ফুলে যাচ্ছে B-) B-) B-)

    জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    😮 😮

    ওরে খাইসে, ভাইয়া আপনি সেই মরুসৈনিকের আলীমুজ্জামান।

    খাইসে আমারে। 😮 😮

    আমি প্রথমে এই বই নিয়া পড়তে চাই নাই, নতুন লেখক, কি লেখব এই রকম ভাব ছিল, পরে ভাইয়া পড়ে বলে পড়তে, অনেক চমক আছে, আমি পড়ে খুব মজা পাইছি।

    জীবনেও ভাবি নাই আপনার সাথে ব্লগামু। :boss: :boss:

    নাহ ব্লগ জীবন পুরাই স্বার্থক হই গেল মনে হচ্ছে। এর পরে যা পামু সব উপরি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মরুসৈনিকের আলীমুজ্জামান ভাই 😮 😮
    বিশাআআআল সারপ্রাইজ পাইলাম ভাই :hatsoff: :hatsoff:
    সেবার বই, রহস্যপত্রিকা এক্কেবারে পিচ্চিকাল থেকে গিলে আসছি। আর আমাদের আলীমুজ্জামান ভাইই সেই আলীমুজ্জামান, আমার বিস্ময় এখোনো কাটছেনা বস্‌ :salute: :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  9. মুস্তাকিম (৯৪-০০)

    আলীম ভাই, আমার পড়া ওয়েস্টার্ন গুলার মধ্যে 'মরুসৈনিক' আর 'আলেয়ার পিছে' যে কতবার পড়ছি হিসাব নাই।ওই রকম ওয়েস্টার্ন এখন আর বের হয় না কেন বলতে পারেন? সেবার কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক।

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।