শেখ আলীমের হাইকু – ৩

ডুব লুকোচুরি খেলছে হাঁস যুগল
দেখা না দেখায় কি কথা তাহার সাথে
এই তৃষ্ণায় এতো সামান্য জল।

পিতামহ পিতা পুত্র কন্যা মাতা
হাসি আনন্দ দুঃখ বেদনায় জীবন নকসী কাঁথা
দেয়ালের ফ্রেমে ধুলি ধুসরিত ছবি।

পাতার গহনে বাজে ঝিল্লিকা ধ্বনি
থমকে দাঁড়ানো বাউল বাতাস শোনে তার আগমণী
মৃত্যু ক্ষুধায় প্রেমকে ডাকছে কাম।

ভালবেসে রাই যমুনায় ঝাপ দেবো
ভালবাসি তাই নিপুন পাশায় দ্রৌপদী জিতে নেবো
ভালবাসা পেলে যাব না অমরাবতী।

হৃদয়ে হৃদয়ে লেনদেন হার্ট ট্রান্সপ্লান্টেশন
কুমারী জঠরে টেষ্ট টিউব যিশু গির্জায় হাহাকার
মহাকাব্যকে টেররিত করে বিজ্ঞান ফিকশন।

তারকা রেখার পতাকা ধরেছি হাতে
বুকে একাকার সবুজ জমিন লাল সূর্যের সাথে
প্রবাসী নামের আমি এক উদ্বাস্তু।

১,০৬১ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু – ৩”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    অনেক কথাই বুঝিনি, কিন্তু তবু কেন জানি পড়তে ভালো লাগলো 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    ভালবেসে রাই যমুনায় ঝাপ দেবো
    ভালবাসি তাই নিপুন পাশায় দ্রৌপদী জিতে নেবো
    ভালবাসা পেলে যাব না অমরাবতী।

    জটিল :hatsoff: :hatsoff: :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।