আবার সংবাদপত্র কিংবা প্রেসকি

সংবাদে ছিলাম দীর্ঘ সময়, ৬ বছর। আমার প্রথম চাকরি। আহমদুল কবির তখন সম্পাদক, আর তার ছেলে মিশু ভাই (আলতামাস কবির) নির্বাহী পরিচালক। জীবনে অনেক বস দেখেছি, তবে আহমদুল কবির একদিক থেকে ব্যতিক্রম। তিনি তর্ক পছন্দ করতেন। যে রিপোর্টার তার সঙ্গে তর্ক করতো, তাকে তিনি বেশি পছন্দ করতেন। জনকণ্ঠের তোয়াব ভাই তো পাল্টা কিছু বললেই বলেন, আমার সঙ্গে তর্ক করবে না। আর আহমদুল কবির সাহেব ভাবতেন, ছেলেটা জানে এবং জানে বলেই তর্ক করে।
সাপ্তাহিক বৈঠকগুলোতে তিনি নিয়মিত থাকতেন না। যে দিন থাকতেন সেদিন জানা যেতো তার পুরোনো অনেক কথা। সেদিন নিউজ নিয়ে কথা হতো কম, গল্প হতো বেশি। ভরাট গলা ছিল তাঁর।
এক সাপ্তাহিক মিটিং-এ আমাদের বললেন, -কিভাবে দীর্ঘজীবি হওয়া জানো তো? তিনটি জিনিষ ফলো করবে, তাহলে জীবনে অনেক দিন বাঁচবে।
আমরা একটু উৎসুক, তড়রকা জানতে। জানতে চাইলাম কি সেই জিনিষ।
ভরাট গলায় তিনি বললেন-সেক্স, সালাদ অ্যান্ড ওয়াইন।
-এই তিনটি জিনিষ অনুরসণ করবে, দেখবে অনেক দিন বাঁচবে, আমিও এসব ফলো করি।
সত্যি দীর্ঘদিন বেঁচে ছিলেন আহমেদুল কবির সাহেব। যতদিন বেঁচে ছিলেন, চমৎকার স্বাস্থ্য ছিল।

আমরা যারা ফাজিল ছিলাম তারা বলতাম, ম্যাসিভ সেক্স, হিউজ ওয়াইন অ্যাণ্ড লটস অব সালাদ। 🙂

৩,২৭৪ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “আবার সংবাদপত্র কিংবা প্রেসকি”

  1. ইফতেখার (৯৫-০১)
    ম্যাসিভ সেক্স, হিউজ ওয়াইন অ্যাণ্ড লটস অব সালাদ।

    এইগুলা ছাড়াও আমার স্বাস্হ্য মাশাল্লাহ !! এইগুলা মনে হয় স্বাস্হ্য ঠিক রাখতে সাহায্য করে, বাড়াইতে না।

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    তুমি তো দেখি আগাচৌ হইয়া উঠতাছো, মৃত ব্যক্তিদের সাক্ষী বানানো?

    সিসিবিতে অ্যাডাল্ট পোস্টের জইন্য মাসুমের ভ্যাঞ্চাই 😀 😀 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    পরের দুইটা উপাদানের সরবরাহ ঠিক আছে আমার , কোন ঘাটতি নাই। 😉 প্রথমটা ব্যাবস্থা করতে হবে। 😉

    আপনাদের দোয়া প্রার্থী। স্বাস্থ্য ঠিক কইরা দেখা করুম। জয় বাংলা। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।