কি পড়ছি, কি দেখছি, কি শুনছি আর কি ভাবছি-১

কি পড়ছি: এবারে বই মেলায় যাই শেষ দিন । ভাবতেই পারি না বই মেলা হচ্ছে আর আমি যাইনি। এক সময় তো বই মেলাতেই পড়ে থাকতাম। বই কেনা আমার নেশা। এই প্রথম মনে হয় বই মেলা থেকে জাফর ইকবালের কোনো বই কেনা হল না। এই আফসুসটা থেকে গেল। বই কেনা হল। আর উপহার পেলাম নজরুলের লেখা বইটি। নজরুল আর ওর বউ নুপুর দুজনে মিলে বইটা দিল। সৈয়দ দেলগীর নজরুলের প্রকৃত নাম। নাটক লেখে ও বানায় নজরুল ইসলাম নামে। লেখকের কাছ থেকে বই পেলে মনটা অনেক ভরে যায়।
আমি এক সাথে কয়েকটি বই পড়া শুরু করি। মুডের উপর নির্ভর করছে কোনটা কখন পড়বো। নজরুলের বই অন্তস্থ: পৃথিবী, নির্মলেন্দু গুণের আত্মকথা ১৯৭১ আর পড়ছি ক্রাচের কর্ণেল। এর মধ্যে ক্রাচের কর্ণেলটাই এগিয়েছে অনেকদূর। শাহাদুজ্জামানের উপন্যাস। কর্ণেল তাহের এর মূল চরিত্র। এই ধরণের লেখা আমাকে বেশি টানে। প্রথম আলোর ঈদ সংখ্যাই পড়েছিলাম, তবে সেটি পূর্ণাঙ্গ ছিল না। মুগ্ধ হয়ে পড়ছি। তবে উপন্যাসের মধ্যে লেখক যখন পুরোনো ইতিহাসটা লেখেন তার স্টাইলটা পছন্দ হলো না। মনে হচ্ছে ছোটদের ইতিহাস টাইপ লেখা।
কি দেখছি: মুভিও আমি দেখি একই ভাবে। এক সাথে একাধিক দেখা শুরু করি। মুড অনুযায়ী দেখি। তবে বেশি ভাল লাগলে টানা দেখে ফেলি। যেমন টানা দেখেছি দি রিডার, দি বয় ইন দ্য স্ট্রাইপড পাজামাস। এখন দেখছি ব্রাড পিটের কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন। অনেকখানি দেখেছি। সত্যি কথা বলতে আমার খুব একটা ভাল লাগছে না। এই ধরনের গল্প আমাকে টানে না। একজনের উল্টো দিকের যাত্রার ছবি। জস্ম হয় বৃদ্ধ হিসাবে। তারপর বয়স উল্টো দিকে যেতে থাকে বেঞ্জামিনের।
দেখে শেষ করেছি Nights in Roadanthe. রিচার্ড গেরে আর ডায়ানা লেনের ছবি। কাছাকাছি সময়ে দুজন আমাকে ছবিটার কথা বললো। একজন নুশেরা আপা (সামু ব্লগের), আরেকজনের নাম নাইবা বললাম। প্রেমের ছবি। পরিণত বয়সের দুজনের একাকীত্ব আর প্রেম- এই ছবির বিষয়। অসাধারণ কিছু মুহূর্ত আছে ছবিটার মধ্যে। আমার দেখে ভাল লাগছে।যদিও সমালোচকরা একদমই পছন্দ করে নাই। সমুদ্র আর বাংলোটা দেখে খুবই লোভ লাগলো।
রোমান পোলনস্কি আমার পছন্দের পরিচালক। দেখলাম রোজমেরিজ বেবি। অতিপ্রাকৃত ঘটনার ছবি আমার পছন্দের না। তাও দেখলাম পরিচালকের কারণে। অসাধারণ এক পরিচালক। এ জাতীয় ঘটনা বিশ্বাস করি আর নাই করি-পরিচালনার গুণ আর অভিনয়ের কারণে এই ছবিকে কোনো ভাবেই অস্বীকার করা যাবে না। যারা মুভি পছন্দ করেন তাদের এই ছবি দেখা কর্তব্যের মধ্যে পড়ে। মাথা থেকে এই ছবি সহজে মুছবার নয়। শুনলাম এইটার নাকি রিমেক হচ্ছে।
বাংলা দেখলাম কালপুরুষ। মিঠুন আর রাহুল বোস। ছবিটা সবাইকে ভাবাবে। এটার কাহিনী বা এর ব্যাখ্যা দেওয়া সহজ না। একদমই ভিন্ন স্বাদের এক ছবি। ছবিটা ভাবাবে। আর মুগ্ধ সব শেষের গানটা।
নাক কামড়াই
কান কামাড়াই
কামড়ে দিলাম মন
তুমি আমার আঙ্গুরলতা
আমার ত্রিভুবন
কানের মধ্যে বেজেই চলছে গানটা……….
আর দেখলাম ওয়ান্স। এক বছর আগের ছবি। সমালোচকদের অত্যন্ত পছন্দের ছবি। গানের ছবি। প্রেমেরও ছবি। যে ধরণের রূপকথা টাইপ প্রেমের ছবি দেখে আমরা অভ্যস্থ, সেরকম না। দুই উঠতি শিল্পীর গান গাওয়া আর সম্পর্কের ছবি।
কেন জানি আজকাল মন খারাপ করার ছবি বেশি দেখা হচ্ছে।
কি শুনছি: সবাই যখন জয় হো তে মগ্ন, আমি তখন শুনছি একবছর আগের এক গান। ওয়ান্সের একটা গান। Falling Slowly । যতবার শুনি ততবারই মনে হয় আরেকবার হয়ে যাক।
I don’t know you
But I want you
All the more for that
Words fall through me
And always fool me
And I can’t react
And games that never amount
To more than they’re meant
Will play themselves out

Take this sinking boat and point it home
We’ve still got time
Raise your hopeful voice you have a choice
You’ll make it now

Falling slowly, eyes that know me
And I can’t go back
Moods that take me and erase me
And I’m painted black
You have suffered enough
And warred with yourself
It’s time that you won

Take this sinking boat and point it home
We’ve still got time
Raise your hopeful voice you had a choice
You’ve made it now
Falling slowly sing your melody
I’ll sing along

Glen Hansard I Marketa Irglová এর শিল্পী। ছবিটাতেও দুজন ছিলো।
গানটা পাওয়া যাবে এখানে………..
http://www.airmp3.net/download/-falling_slowly/mp3/dlXa_1cdd_18

আর শুনছি মনপুরার গান। অল্প বয়সে পিরিতি করিয়া হইলো জীবনের শেষ…….জ্বীনা, কৃঞ্চকলি আর চন্দনার গলায় না। আমার ছেলে আমাকে প্রতিদিন শুনায় এইটা। আগামি ২০ এপ্রিল ওর তিন বছর হবে। ও দুইটা গান জানে। এইটা আর খায়রুন লো…….
শুনাতে বললে দিনের বেলায় শুনায় খায়রুন লো…..। আর ঘুমানোর আগে মনপুরা। একদম রুটিন করা।
কি ভাবছি: তার কথা 🙂

৩,৩৫১ বার দেখা হয়েছে

৫৭ টি মন্তব্য : “কি পড়ছি, কি দেখছি, কি শুনছি আর কি ভাবছি-১”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    কালপুরুষ আমার কাছেও খুব ব্যতিক্রমী একটা ছবি মনে হইসে...সিরিয়াস ক্যারেক্টারে মিঠুন আসলেই দুর্দান্ত পারফর্ম করে...

    নাক কামড়াই
    কান কামড়
    কামড়ে দিলাম মন
    তুমি আমার আঙ্গুরলতা
    আমার ত্রিভুবন

    ঠিক বলছেন,বস...এখনো কানে বাজতেসে...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমিও একসঙ্গে ২টা বই পড়ছি। শাহাদুজ্জামানের 'ক্রাচের কর্ণেল' আর মনিস রফিকের 'ক্যামেরার পিছনের সারথি'।

    'ক্রাচের কর্ণেল' দারুন ভালো লাগছে। 'কয়েকটি বিহবল গল্প' পড়ার পর থেকে শাহাদুজ্জামান আমার প্রিয় লেখকের তালিকায়। দারুন ম্যাচিউরড লেখা তার।

    'ক্যামেরার পিছনের সারথি' সাক্ষাৎকার নিয়ে। দেশ বিদেশের সাত জন বিখ্যাত সিনেমা পরিচালকের সাক্ষাৎকার আছে। বিদেশীদের গুলি অনুবাদ করা আর দেশের গুলি লেখক নিজেই নিয়েছেন। বেশ বড় করে। আব্বাস কিয়ারোস্তমি আর ডেভিড ক্রনেনবার্গের সাক্ষাৎকার পড়ে শেষ করলাম। দারুন। ভালো লাগছে একারণে যে, খুব বেশি তাত্ত্বিক প্রশ্ন নেই। সচরাচর সিনেমা দেখে আমাদের মনে যে হাজারো রকম প্রশ্ন জাগে সেগুলিই পরিচালকের কাছে জানতে চাওয়া হয়েছে। উনারা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সহজ করে বলেছেন তাদের সিনেমা বানানোর গল্প।

    আপাতত কোন সিনেমা দেখছি না। শেষ দেখেছিলাম গত সপ্তাহে ফ্রাঙ্ক কাপরা'র It Happened One Night । দারুন হাসির ছবি। আমার আগে দেখা ছিলো না তবে এটার একটা বাংলা ভার্সন আছে, উত্তম-সুচিত্রার। ছবির নামটা ভুলে গেছি। অনেক আগে দেখেছিলাম।

    'রোজমেরিজ বেবি' দেখা হয়নি, কিন্তু 'কালপুরুষ' দেখেছি। ভালো লেগেছিলো।

    কম্পিউটার যতক্ষন অন থাকে ততক্ষণ তো গানই বাজে। বেশির ভাগ সময় রবীন্দ্র সঙ্গীত। গত কয়দিন টানা শুনেছি 'আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে'। এখন শুনছি মান্নাদের 'ও কেন এতো সুন্দরী হলো।'

    আমিও ভাবছি তার কথা 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)
    আরেকজনের নাম নাইবা বললাম

    আজব নাম!!! ;;;
    কোন দেশি উনি কে জানে... :-/
    'নাইবা' র মধ্যে মিডল ইস্টার্ন ভাব আছে...কিন্তু সাথে 'বললাম'... :-B
    নাহ্‌, গেইজ করতে পারলাম না... 😛

    :frontroll: :frontroll: :frontroll:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. রাশেদ (৯৯-০৫)

    দুনিয়া টা আসলেই ছোট সবাই দেখি সবার পরিচিত 😮
    সামনে পরীক্ষা তাই আপানার এই কি শুনছি কি পড়ছি টাইপ লেখা মেজাজ খারাপ করে দিল 😡 কারন আমি কিছুই শুনি না কিছুই পড়তে পারছি না :no: তারপরেও চামে দিয়া একটা সিনেমা দেখে ফেলছি :awesome: ফ্রস্ট/নিক্সন দারুন লাগল 🙂


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  5. মাহমুদ (১৯৯০-৯৬)
    নির্মলেন্দু গুণের আত্মকথা

    বস, একটা কথা, বইটা কি নতুন? ৯/১০ বছর আগে একটা পড়ছিলাম "আমার কন্ঠস্বর" নামে, নির্মলেন্দু বসের। ওই সময় বসে'রে পলাশীর মোড়ে মাঝেমধ্যে দেখা যাইতো। তারে বিয়াপোক ভালা পাইতাম। 😀


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  6. হাসান (১৯৯৬-২০০২)
    উনারে কি সিসিব’তে হাজির করানোর ব্যাবস্থা করা যায় না?
    তাইলে আরেকটা ডাইমেনশ বাড়ত।

    গুড আইডিয়া । পাশাপাশি শাকুর মজিদ ভাইকেও যদি রেগুলার করা যায়, জোশ হবে ।

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    লাস্ট কয়েকটা বইমেলা মিস করলাম। ভার্সিটি থেকে চলে আসার পর থেকে বইয়ের সাথে যোগাযোগও কেমন যেন কমে যাচ্ছে!
    বই পড়ার ইচ্ছাটা আবার চাগান দিয়ে উঠতেছে। আজই কয়েকটা বই যোগাড় করতে হবে।

    সুন্দর একটা লিখা ভাইয়া।

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    দূর জীবন পুরা ডাইল হই রইছে। কিছুই করি না, কিছুই দেখি না, সব বিরক্তিকর লাগে।

    কামের মধ্যে যেটা করি, সকাল আটটায় বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাই। 🙁


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  9. আদনান (১৯৯৪-২০০০)

    অনেকগুলা বই একসাথে পড়ছি, নাগীব মাহফুয এর অনুবাদ, আরো কিছু অর্ধেক পড়া বই আছে, কবে যে শেষ করব ! মুভি দেখলাম haw to loose friends and alienate people চলে, টাইম পাস আর কি । ভাবনার কোন শেষ নাই ।

    জবাব দিন
  10. কামরুলতপু (৯৬-০২)

    ইশশ কতদিন নতুন কোন বই পড়ি না। খুব বেশি পড়তে ইচ্ছা হলে আমি সঞ্চয়িতা নিয়ে বসি। অলটাইম রবি সাহেব বস।
    দেখতেছি আমার পিসির ডেস্কটপ, সিনেমাকে ভাল পাইনা। আর শুনতেছি ঘড়ির টিকটিক শব্দ। কেমন একটা বিষণ্ন ডায়লগ হইয়া গেল। আসলে ভোর তো অনেক এই জন্য।
    ভাইয়া সুন্দর লেখাটা পড়তে দেরি হয়ে গেল।

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।