প্রচারেই প্রসার (পুলাপাইনের জন্য না)

প্রচারেই প্রসার। কবি শঙ্খ ঘোষ বলছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এখন তো বিজ্ঞাপনেরই জয়জয়কার।
এক সময় এবিসি রেডিও শুইনা অনেক আরাম পাইতাম। এখন বিজ্ঞাপন বড়ই জ্বালায়। টেলিভিশন তো দেখাই যায় না। খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন।
এই পোস্ট বিজ্ঞাপন নিয়া । কত ভাবেই না পণ্যের প্রচার করা যায়। যেমন- mus1

/uকার কোনটায় আগ্রহ? নাচ-গান, আধুনিক পদ্ধতি নাকি ব্যান্ডেজ ছাড়া?

মোবাইল ফোনতো এখন পার্ট অব লাইফ। এরা কত ধরণের বিজ্ঞাপনই না করে। এই বিজ্ঞাপনটা কেমন?

হাত তোলো বয়েজ। কার কার লাগবো।আইডিয়াটা খারাপ না। কিন্তু কেমনে করে? জাইনা লাভ হইবো?

এইবার সর্বশেষ এক বিজ্ঞাপন। এইটা অবশ্য বিদেশী। যে করছে তার মাথায় জিনিষ আছে। পছন্দ হইছে। যারা অ্যাড বানায় তারা ভাইবা দেখতে পারেন। আহা, কম পয়সায় এর চেয়ে ভাল বিজ্ঞাপন আর কি হইতে পারে?

এইবার নিজের ভাগ্যের একটা বিজ্ঞপন দেই। গেছিলাম সিঙ্গাপুর। অনুষ্ঠান শেষে ছিল রাফেল ড্র-এর ব্যবস্থা। পুরস্কার নোকিয়া এন ৭৯ সিরিজের এক সেট।
আমার রাফেল ড্র ভাগ্য জঘন্য। একজন বাদ পড়লে সে আমি। কিন্তু এইবার??
হুররররররেরেরেরে….
আজ আয়োজক পক্ষ ফোন কইরা কইলো সেটটা এবার আমি পাইছি। ডিএইচএল-এ আসিতেছে…… 🙂 🙂 🙂

৪,২৫৫ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “প্রচারেই প্রসার (পুলাপাইনের জন্য না)”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    শওকত ভাই,
    বিজ্ঞাপন নিয়া আপনার লেখাটা প্রতিবারের মতই অসাধারন।
    :salute:

    আর বি(শেষ)জ্ঞাপন 😛
    আপনার সৌভাগ্যের কথাটাও বিশেষ ভাবে জ্ঞাপিত হইলাম। :thumbup: :clap:
    পার্টি কবে দিচ্ছেন ? :tuski:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শওকত ভাই, শিরোনামে 'পোলাপাইনের জন্য না' মানতে পারলাম না... :-B
    কারন প্রথম ছবির 'ঐ'টা তো দ্যা সুনার দ্যা বেটার...মানে পোলাপাইনের জন্যেই ;;;

    শেষ দুই ছবির মূল ভাব তো একই মনে হইল... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    আপনার দেখি মোবাইল সেটের কপাল ... :-B

    বিঃদ্রঃ তে লেখা ব্যান্ডেজ ছাড়া কাজ করা হয় ... পাশে নর্তকী :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    ভাইয়া আপনার নকিয়া ভাগ্য তো দেখি ঝুইলা ঝুইলা পড়ে, কি ঘরে কি বাইরে।

    কিছু চিটাগাং পাস করা যায় কিনা দেইখেন, পাস পাস খেলা আরকি :tuski:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।