মিশরের দীনা, রানধা কামেল ও আরও কিছু গল্প

দীনার গল্প

মিশরে আমাদের গাইড ছিল দীনা। মিশরের মেয়ে। সে নিজেই জানালো তার বয়স ২৭, বিয়ে করেনি, কারণ একজন পারফেক্ট পুরুষ সে খুঁজে পায়নি। তবে এটা বুঝলাম তার পারফেক্ট পুরুষের খবর আছে। এক সেকেন্ডও কথা না বলে থাকতে পারে না। হয় আমাদের সাথে কথা বলছে, না হয় ড্রাইভারের সাথে, আর তা না হলে ফোনে।
দীনা বেশির ভাগ মিশরীয় মেয়েদের মতো হিজাব পড়ে না। মেয়েরা হিজাব পড়লেও দেখতে অবশ্য খারাপ লাগে না। মুখটা খুবই সুন্দর বলেই হয়তো। আরেকটা কারণ হলো, মিশরের মেয়েরা চুল ঢাকতে যতটা আগ্রহী, বুক ঢাকতে ততটা না। আর এ দিক থেকে তারা যথেষ্ট সম্পদশালী বলা যায়। ডলি পার্টনের যোগ্য অনুসারী। মরুভূমির দেশ, বৃক্ষ কম কিন্তু বক্ষের অভাব নেই।
spings
দীনার কথাই বলি। দুপুরে খেতে গেছি এক অথেনটিক ইজিপশিয়ান রেস্টুরেন্টে। তীব্র ক্ষুধা। সবাই মোটামুটি কব্জি ঢুবিয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছি। আমার উল্টো দিকে বসলো দীনা। বসেই সে প্যান্টের বোতামটা খুলে হালকা হল। তারপরই দেখলো যে আমি তাকিয়ে আছি। মনে হলো খানিকটা লজ্জা পাইছে। আমি প্যান্টের বেল্ট খুলে অনেক ছেলেকে খেতে বসতে দেখেছি। কিন্তু কোনো মেয়েকে এই প্রথম দেখলাম।

সিক্রেট অব ডেজার্ট

দীনা আমাদের নিয়ে গেল মিশরের সবচেয়ে বড় ও বিখ্যাত পারফিউমের দোকানে। এসব দোকানে বিক্রির ধরণটা আলাদা। আলাদা আলাদা বিশাল বিশাল রুম, অনেকটা বাড়ির ড্রয়িং রুমের মতো। গেলেই সেখানে বসানো হয়, চা বা পানীয় দিয়ে আপ্যায়ন হয়। তারপর একজন এসে পারফিউম তৈরির কায়দা কানুন থেকে শুরু করে যাবতীয় তথ্য দেওয়া শুরু করেন। হাত বাড়িয়েই রাখতে হয়। একের পর এক ফেভারের পারফিউম হাতে মাখিয়ে দেয়। সেই সুবাস সহজে যায় না।
secrets
এক সময় বের করা হলো সিক্রেট অব ডেজার্ট। সাথে সাথে লাফ দিয়ে উঠলো দীনা। এক বাক্যে বুঝিয়ে দিল এটি হচ্ছে আসলে ইজিপশিয়ান ভায়াগ্রা। মানুষজন এটাই কিনতে এখানে আসে। সিক্রেট অব ডেজার্ট মূলত দুটা পারফিউমের একটা প্যাকেজ। একটি ছেলেরা ব্যবহার করবে এবং এর গন্ধে মধ্যরাতে সঙ্গী মেয়েটি হবে ওয়াইল্ড ক্যাট। আর মেয়েদেরটার গন্ধে ছেলেটি হবে ক্রেজি হর্স।
মধ্যরাতে আমরা যারা এমনিতেই ক্রেজি হর্স হই তারা আর এই পারফিউম কিনলাম না।

রানধা কামেল

ভারতীয় হলে অবলীলায় বলা যেত রাধা কামেল। মিশরীয় বলে সম্ভবত রানধাই হবে। রাধা বা রানধা যাই হোক, তিনি যে একজন কামেল মহিলা তাতে কোনো সন্দেহ নেই। একারণেই হয়তো নামের শেষে কামেল যুক্ত আছে।
বিকেলেই দীনা ঘোষণা দিল যে আমাদের ভাগ্যটা খুব ভাল। কারণ আজ নীল নদের রিভার ক্রুজে বেলি ডান্স দেখাবে রানধা কামেল এবং এই কামেল মহিলা মিশরের সেরা বেলি ডান্সারদের একজন। মিশরে গেলে বেলি ডান্স না দেখা অপরাধের মধ্যে পড়ে। আর বেলি ডান্স হলো রিভার ক্রুজের অপরিহার্য অঙ্গ।
আমাদের বুড়িগঙ্গাকে দখল না করে যদি দুপাশ কংক্রিট দিয়ে আটকানো যেতো তাহলে এই নদীকে কোনো মতেই নীল নদের চেয়ে অসুন্দর লাগতো না। আর সেখানে রিভার ক্রুজ করলে পর্যটকও নিশ্চই কম পাওয়া যেতো না।
nn
নীল নদের রিভার ক্রুজ অ্যান্ড ডিনার। অত্যন্ত উচুঁমানের আয়োজন, পাঁচ তারকা বলা যায়। শুরুতে কেবল গান। বেশির ভাগ স্পানিশ গান গাইলেন তিনজন মিলে। সামনে ডান্স ফোর। দর্শকরা এসে নাচলেন প্রতিটি গানের সাথে। এরপর আসলো আরেকজন, ঘাগরা পড়া। অসাধারণ এক পারফরম্যান্স। একটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে টানা ৪০ মিনিট খালি ঘুরলো। সাথে নানা ধরণের কসরত। আর সবশেষ আকর্ষণ হলো রানধা কামেল। আহা! এবার একক বক্ষ মেলা। ছোট একটা কাপড় দিয়ে খানিকটা ঢাকার চেষ্টাটা অবশ্য দেখার মতো। আর বেলির আন্দোলন তো আছেই।
রানধা কামেলের বেলি ডান্স। আমার ক্যামেরায় তোলা। বিমা আনতে বলছিলো তাই আনলাম
রানধা কামেলের বেলি ডান্স। আমার ক্যামেরায় তোলা।

মাছময় মিশর

ছোটবেলায় মাছ খেতাম না, মাছের মধ্যে মাছ মাছ গন্ধ। আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। মাছ ধরা এখানকার একটা বড় পেশা। সাগরের পাশেই রেস্টুরেন্ট। এখানে মন ভরে মাছ খেলাম একদিন। সি ফুড। বরফ দেয়া মাছ রাখা থাকে। এখান থেকে মাছ বাছতে হয়। তারপর তারা সেই মাছ ফ্রাই করে দেয়। প্রচুর সালাত, সামান্য রাইস আর ব্যাপক মাছ-এই হচ্ছে তাদের খাবার। একেকজন মনে হয় ৩-৪ কেজি করে মাছ খায়। আলেকজান্দ্রিয়ায় মাছ খেয়ে মজা পেলেও তিন বেলা নিশ্চই তা ভাল লাগে না।
light
লাইট হাউজ, এক সময়ের সপ্তম আশ্চর্যের একটি

আসার আগের দিন একটা অফিসিয়াল ডিনার ছিল। কায়রোর সবচেয়ে বড় রেস্টেুরেন্টের একটি। মাছ খেয়ে খেয়ে টায়ার্ড হয়ে গেলাম। একটার পর একটা মাছ আসছেই। সব ফ্রাই। ওরা গ্রেভি খায় না। এতো মাছ কি আর খাওয়া যায়?
কথা বলে জানলাম এই রেস্টুরেন্ট প্রতিদিন ৫ টন মাছ বিক্রি করে, পাইকারী না। এখন বোঝেন কী পরিমাণ মাছ খায় তারা।
DSC018011

সিটি অব ডেড

কায়রো শহরের মধ্যেই একটি জায়গা। মূলত কবরখানা। আগে মিশরীয়রা কেবল সাড়ে তিন হাত জায়গায় কবর দিতো না। রীতিমত কয়েক কামরার বাড়ি বানিয়ে দেওয়া হতো। এক রুমে হয়তো কবর, বাকি রুমগুলো থাকতো খালি।
dead
মিশরে আয় বৈষম্য প্রকট। অনেক গরীব মানুষ সেখানে। থাকার জায়গা নেই। এইসব মানুষ এক সময় থাকা শুরু করলো এই কবরখানায়। পর্যটকদের এখানে ঢোকা নিষেধ। সরকারও আড়াল করে রাখতে চায় জায়গাটা, উঁচু দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। গা হিম করা এক পরিবেশ এখানে। এর নাম সিটি অব ডেড। এ যেন এক আরেক মিশর।

প্রথম আলোতে ছাপা হওয়া মিশরের ভ্রমন কাহিনী আছে এখানে

১২,৪২৫ বার দেখা হয়েছে

১৪৮ টি মন্তব্য : “মিশরের দীনা, রানধা কামেল ও আরও কিছু গল্প”

  1. তাইফুর (৯২-৯৮)
    মরুভূমির দেশ, বৃক্ষ কম কিন্তু বক্ষের অভাব নেই।

    গরমের দিন, তারুপরে কারেন্ট থাকেনা
    উফফ কি গরমটাই না পরছে ... :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    রান্ধা কামেলের বান্ধা ফ্যান হয়া গেলাম
    উনি বাইচা থাকতে ইজিপ্ট যাইতে হয় ...
    (যেম্নে ঝাকায়, বেশিদিন বাচে কি না ... )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    আমি শপথ করিতেছি যে জীবনে একবার হইলেও মিশর যামু। বাড়ি-ঘর বেইচা হইলেও। (ইয়ে মানে, আমার তো বাড়ি-ঘরই নাই 🙁 )

    ডলি পার্টনের কথা মনে কইরা দিয়া দিলেন মাথাটা নষ্ট কইরা। দীনা আপার সাইজ যদি এর এক অর্ধেকও হয় তাহলে আমি না দেখেই উনার প্রেমে পড়ে গেলাম। 😛 তারপর সিক্রেট অব ডেজার্ট মাইখা উনার সাথে ঘোড়া-বিড়াল খেলা...... (ইয়ে মানে, আমারনা একটু হট লাগতেছে )


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    দীনার গল্প পড়তে পড়তে মনিটরের নিচের অংশে ছবির আভাস পেয়ে ভাবলাম দীনার ছবি বোধহয় । নড়েচড়ে বসলাম। কিন্তু স্ক্রুল করে আরেকটু নিচে নেমে শওকত ভাইয়ের ছবি দেখে এই সপ্তাহের সবচেয়ে বড় রকমের হতাশ হইলাম। 🙁


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. মহিব (৯৯-০৫)

    এই পেইজে আছি আধা ঘণ্টার মতো। তার মধ্যে লেখা পড়তে লাগছে সাত মিনিট, আর বাকী তেইশ মিনিট রানধা কামেলের ছবিটার দিকে তাকাই ছিলাম। 😀

    মাসুম ভাই, দুর্দান্ত একটা লেখা হইছে, বিশেষ করে দীনা আপার পার্টটা পড়ে মনে হলো, আরেকজন সৈয়দ মুজতবা আলীর লেখা পড়তেছি।

    পাঁচ তারা!

    জবাব দিন
  6. আশহাব (২০০২-০৮)

    ভাই :hatsoff:
    আপনার লেখা মানেই প্রিয়তে :boss: ইয়ে মানে... এইটা কিন্তু পাম না বস্, সত্যি কথা কইতাছি :hug:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  7. মইনুল (১৯৯২-১৯৯৮)

    রানধা কামেলের নৃত্যশৈলী দেখে মুগ্ধ হলাম। গত জানুয়ারী মাসে দুবাইতে দেখেছিলাম বেলীডান্স। ড্যান্সার ছিলো সম্ভবত রাশিয়ান একটা মেয়ে। নাচ তেমন একটা ভালো লাগেনি।

    জবাব দিন
  8. মোকাব্বির (৯৮-০৪)

    মিশর যাইতে মন চায় কিন্তু যে গরম...তার উপর যদি ভরদুপুরের সূর্যের মত কামেল রা ঘোরাফেরা করলে তো খবর আছে...!!
    কিন্তু ভ্রমন কাহিনীটা পইড়ে মজা পাইলাম ভাই... :thumbup:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  9. জিহাদ (৯৯-০৫)

    রানধা কামেল এমন এক মহিয়সী নারী যাকে একবার দেখে আঁশ মেটেনা। তাই বার বার ফিরে আসতে হয় 😀

    তবে প্রাচ্যে জন্ম না নিয়ে পশ্চাতে জন্ম নিলে কামেল এর নাম নিশ্চিত কামেলা এন্ডারসন হইতো :-B


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  10. ইফতেখার (৯৫-০১)

    বেলি ড্যান্স ঝাক্কাস জিনিশ ... সেইদিন দেখলাম বেলিড্যান্স ডুয়েট ... একটা এ্যরাবিয়ান একটা সাদা ব্লন্ড .... হাতে হুক্কা ...

    রেকর্ড কৈরা টাইম লস করি নাই 😉

    জবাব দিন
  11. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    ইউরোপে সামার চলে এসেছে। গরম বাড়ার সাথে সাথে ইউরোপের নারীরাও গরম হতে শুরু করেছে। পোল্যান্ডের ভ্রাতস্লাভ শহরে "ভোগ" এর সামার কালেকশনের ফ্যাশান শো হয়ে গেল। ফ্যাশান শোতে একটু বেলী ড্যান্সও ছিল বলাবাহুল্য ইউরোপিয়ানদের বেলী মোটেই মিশরের মত বিশাল না । 🙁
    আমার মোবাইলে তোলা তার কিছু অংশ দিলাম :

    জবাব দিন

মওন্তব্য করুন : বন্য (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।