একজন ‘মৃত’ ব্যক্তির গল্প

১.
মতি ভাইয়ের সঙ্গে কাজ করতে সুবিধা-অসুবিধা দুটোই আছে। মাঝে মধ্যে অতি মধুর ব্যবহার, কখনো ঝাড়ি। সেইদিন ছিল ঝাড়ির দিন। ঝাড়ি খাইয়া মেজাজ খারাপ। রাম্তায় ট্যাক্সি পাইলাম না। মেজাজ আরো বিলা। বাসায় ফিরতে ফিরতে মহাক্লান্ত।
দরজা খুলে দিলো ৭ বছরের পুরোনো বউ। কিন্তু দেখলাম যেন নতুন বউ, সেজেছে, চুলও কি কেটেছে? শাড়িটাও মনে হল নতুন, নাকি অনেক দিন পড়ে না?
মনে হলো মুগ্ধ যখন হয়েছি তখন কিছু একটা বলা দরকার।
বললামও, ‘তোমাকে আজ একদম পরের বউ এর মতো লাগতাছে’
এই জীবনে এখন পর্যন্ত আমার বউকে দেওয়া এটাই আমার সেরা কমপ্লিমেন্টস। :clap:
২.
আমার ছেলের বয়স ২ বছর ৯ মাস। রাতে ঘুমাতে গেছি, ছেলে বলে, ”বাবা, আম্মুর জ্বালায় ঘরেই থাকা যায় না!!”। ছেলের উপলিব্ধতে আমি মহামুগ্ধ। আমি যা বলতে পারলাম না ছেলে কেমন অবলীলায় বলে দিল।
সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি। বউয়ের প্রশ্ন, বাসায় ফিরতে ভাল লাগে না? আমি অফিসের অজুহাত দেই। আর মনে মনে ছেলের কথাটা মনে করি।
আমার বুক ফাটে তো মুখ ফোটে না! 😕
৩.
গত মাসের ঘটনা। একিদন বাসায় যেয়ে দেখি ছেলে দুই কানে তুলা দিয়ে ঘুরতাছে। জিগাইলাম, বাবা কানে তুলা কেন। ছেলে বললো, আম্মু আর আপু খালি জোরে জোরে কথা বলে। :khekz:
কয়েক দিন ধরে ভাবছি তুলা কিনতে হবে কয়েক টন।
৪.
জীবনের কিছু দ্বন্দ্ব
তুমি যা চাও তা পাও না (ভালবাসা)
আবার যা পাও তা উপভোগ করো না (বিয়ে)
যা উপভোগ করো তা আবার চিরস্থায়ী নয় (বান্ধবী)
যা চিরস্থায়ী সেটা আবার বিরক্তিকর (বউ)। 😀
৫.
এই এসএমএসটা আমার এক বিবাহিত বন্ধু পাঠাইছিল। ইংরেজি তর্জমা কইরা দিলাম
সবসময় মানিব্যাগে স্ত্রীর ছবি রাখুন। যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন মানিব্যাগ বের করে স্ত্রীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। x-(
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার মানি ব্যাগে আমার বউয়ের ছবি নাই)
৬.
সরকারের উচিত ব্যাচেলরদের উপর ১৫ শতাংশ কর বসানো।
কিছূ মানুষ অন্যদের তুলনায় সুখে থাকবে এটা তো হতে পারে না। :gulli2:

৬,৫০৭ বার দেখা হয়েছে

৫৬ টি মন্তব্য : “একজন ‘মৃত’ ব্যক্তির গল্প”

  1. নাহ! মাসুম ভাইরে একটা এওয়ার্ড না দিলে আর হইতেছে না।
    ...এন্ড দ্যা বেস্ট রাইটার অব সিসিবি গো'জ টু শওকত হোসেন মাসুম।
    বাচ্চালোগ তালিয়া বাজাও :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    তাও যদি পোলাপাইনের 'বিয়া করতে চাই' রোগ প্রশমিত হয়।
    নাকি আরও বাড়ল ...
    শওকত মাসুম ভাইয়ের ভক্ত সংখ্যা একজন বাড়ল ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)
    তোমাকে আজ একদম পরের বউ এর মতো লাগতাছে
    যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন মানিব্যাগ বের করে স্ত্রীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না।

    :clap: :clap: :clap:

    জবাব দিন
  4. সাইফ (৯৪-০০)

    মাসুম ভাই,ব্যাচেলর গো উপর কর ধার্য্য করলে কিন্তু বিবাহিত অনেকের ই লস,আজকাল কার পোলাপাইন কিন্তু নিজের পকেট থাইক্যা কিছু ছাড়েনা ,বান্ধবির কাছ থেইক্যাই খসায়,
    আর ব্যাচেলর ব্যাটা খুওব খারাপ......বিবাহিত অবিবাহিত কোন ভাজ বিচার করে না.........কারণ মোবাইলে একেদিন একেকজনের পিক্স লাগায় =)) =)) =)) =)) =)) =))

    তবে বস!জটিল আপনার উপলব্ধি আর আপ্নের বন্ধুটারে অই সুন্দর এস এম এস এর লাইগ্যা :just: :salute:

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শওকত ভাই আপ্নে পুরা বস... :boss: :boss: :boss:
    (আপ্নে এত সিনিয়র যে- যে শব্দটা দিয়ে উপরের মন্তব্য সবচেয়ে ভাল করে বোঝানো যেত দিতে পারলাম না... :bash: )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : আব্দুল্লাহ (২০০৪-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।