এক বিবাহিত মেয়ের প্রতি

সেই বয়সের কথা। এক বালিকার সাথে তুমুল প্রেম করি। সেই বালিকা একদিন আবেগঘন হইয়া কইল, বিয়ার পরেও কি তুমি আমারে এইভাবে ভালবাসবা?
আমি কইলাম, অবশ্যই বাসবো। আমি বিবাহিত মেয়েদেরই সবচেয়ে বেশি ভালবাসি। 😡

বালিকা এই কথার অর্থ কী বুঝলো কে জানে। একদিন আইসা কইলো তার আমেরিকা যাইতে মন চায়। সে চইলা যাইতাছে। তয় একা যাইতে কেমন লাগে, তাই বাধ্য হইয়া এক ছেলের সাথে যাইতাছে। সেই ছেলের সাথে তার বিবাহ হয় হয় অবস্থা। :bash:
তারপর মনে হয় আমার মুখ দেইখা তার মায়া হইলো। সে কইলো চিন্তা কইরো না। অনেক সুন্দরী আর ভাল মেয়ে আছে। সেরম একটা দেইখা বিয়া কইরা ফেলো।
আমি দীর্ঘশ্বাস ফালাইয়া কইছিলাম, তুমিই বিয়া করতে রাজী হইলা না, কোনো ভাল আর সুন্দরী মেয়ে কি আর রাজী হবে? ;))

আমার আশঙ্কা ভুল প্রমানিত হইছে। কোনো এক ভাল এবং সুন্দরী (মনে হয়) মেয়ে আমারে বিবাহ করছে। যদিও সে দাবি করে সে যদি আমারে বিবাহ না করতো তা না হইলে নাকি আমার জীবনেও বৌ জুটতো না। আমিও তারে আমার মরহুম শ্বশুরের কথা কই, কন্যাদায়গ্রস্ত এই মানুষটারে যে আমি দুঃশ্চিন্তামুক্ত করছিলাম তার জন্য তার উচিৎ প্রতিদিন আমারে সালাম করা। আমার শ্বশুর নিশ্চিন্তে চোখ বুঝতে পারছিলেন। এসব বিষয়ে আরও অনেক সেন্সর বিহীন কথাবার্তা বলি, সেইগুলা আর এইখানে না কইলাম। ছেলেদের আমি সেসব কথা বলি না। আর কোনো মেয়ে শুনতে চাইলে তার আমার বউ হইতে হবে। ধর্মে চারটা জায়েজ থাকলেও আরেকটা বিবাহ করার দুঃসাহস আমার নাই। :no:

তবে ভদ্রলোকের এক কথার মতো আমি কিন্তু কথা রাখছি। সেই যে ছুটবেলায় বলছিলাম, আমি কেবল বিবাহিত মেয়েকেই ভালবাসি, সেইটা আজও বজায় রাখছি। আমার বউয়ের যখন বিবাহ হয় নাই তখন তারে ভালবাসতাম না, তারে চিনতামই না। কিন্তু এখন সে বিবাহিত। তাইলে কি আমার কথাটা ঠিক রইলো? :))

৮,৮৪৩ বার দেখা হয়েছে

১২০ টি মন্তব্য : “এক বিবাহিত মেয়ের প্রতি”

  1. আহমদ (৮৮-৯৪)
    আমি বিবাহিত মেয়েদেরই সবচেয়ে বেশি ভালবাসি।
    তুমিই বিয়া করতে রাজী হইলা না, কোনো ভাল আর সুন্দরী মেয়ে কি আর রাজী হবে?
    আমি কেবল বিবাহিত মেয়েকেই ভালবাসি, সেইটা আজও বজায় রাখছি। আমার বউয়ের যখন বিবাহ হয় নাই তখন তারে ভালবাসতাম না, তারে চিনতামই না। কিন্তু এখন সে বিবাহিত।

    ভাইজান, এইডা কি দিলেন। :khekz:
    হাসতে হাসতে চেয়ার থিক্যা পিরা যাবার অবস্থা। :pira:
    ওরে পুলাপাইন, তোরা কেউ আইসা আমারে তুইলা ধর। :pira: :pira:

    অফ টপিকঃ আইজ কি আপ্নেগো ম্যারেজডে নাকি ভাবীর বাড্ডে? পুস্টের মধ্যে সিরাপ গন্ধ পাইলাম মনে হয়। :guitar: :party:


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  2. শাওন (৯৫-০১)

    শওকত ভাই,
    আমাগো হগলতের ইচ্ছে করে এইরকম ভালবাস্তে...মাগার বিয়ার ই তো কোন খবর নাই.. 🙁 .যে মেয়েরে পছন্দ হয় দেখি বুকড... 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আমার ধারনা রসিক মানুষরা খুব একটা তার বউএর সাথে রসিকতা করে না। কিন্তু এখানে তো দেখলাম ভাবি এমনকি আপনাদের প্রেম নিয়েও রসিকতা করলেন।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    মাসুম ভাই
    মিসর থেইকা একটা বালিকা মেয়ের মমি আনতে বলছিলাম। আনছেন? 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. এত ছুটু লেখা দিলেন, পড়ার আগেই শ্যাষ হইয়া গেল। তয় মৌজ এট্টুও কম নাই। B-) B-) B-)
    ফারাও খুফুর রাণীর লগে ক্যান্ডেল লাইট ডিনারের কথা কি ভাবী জানে? :grr: :grr: :grr:

    জবাব দিন
  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    কোটেশন দিলে পুরা লেখাটাই দিতে হয়। অসাধারন লেখা। জীবন থেকে নেওয়া এমন সুন্দর রম্য আর পড়েছি বলে মনে হয় না। আপনাকে :hatsoff: এবং :salute: মাসুম ভাই।

    জবাব দিন
  7. আছিব (২০০০-২০০৬)

    ইয়ে শওকত ভাই, :shy: ব্লগে ইহা আমার ৯৯৯-তম কমেন্ট (চেক করে দেখলাম) ,একটু সম্মান দেখিয়ে আপনার ব্লগেই কমেন্টাইলাম,দোয়া করবেন বস :boss: :salute: :hatsoff:
    আরো নতুন নতুন কাহিনী দিয়ে আপনি আমাদের খুশি রাখুন,পরিবারকেও সুখে রাখুন,আপনিও ভালো থাকুন :hatsoff:

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।