প্রসববেদনা

প্রথমবার যখন তোমাকে নিজের মধ্যে পূর্ণরূপে অনুভব করলাম তখন কি অপূর্ব পুলকে আমোহিত হয়েছিল আমার মন তা বলে বুঝাতে পারবনা কখনো, মনে হতে লাগলো এ আমি কি পেলাম। নিজের মাঝে নিজেকে আবার আবিষ্কার করলাম আমি, অন্য এক নতুন রূপে।
তোমার কথা ভাবতাম আমি নিস্তব্ধ নিথর রাতে বসে, যেখানে ঘড়ির শব্দই ছিল আমার একাকিত্বের সংগী আর অবশ্যই তুমি, তোমার ভাবনা, হাটতে, উঠতে, বসতে আমি অনুভব করতে লাগলাম তোমার অস্তিত্বকে।
তোমার নাম কি দিবো ভেবে কত বিনিদ্র রজনী পার করলাম, খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করলাম, লিস্ট করে রাখলাম, আমার দিনক্ষণ সবই কাটতে লাগলো তোমারই ভাবনায়।
সময় যতই পেরিয়ে যেতে লাগলো ততই বুঝতে পারলাম তোমাকে ধারণ করার কি যাতনা…যা শুধু আমিই অনুভব করতে পারছি আর কেউ না। এখন সবাই হয়তো আনন্দ পাচ্ছে, আমাকে অভিনন্দন দিচ্ছে কিন্তু যাতনার অংশটুকু ছিল শুধুই আমার, তবে তা সেই সাথে পরিতৃপ্তির।
প্রথম অনুভূতির পরে জানতাম না কতদিন এভাবে কেটে যাবে তুমি আমার সমগ্র অস্তিত্বের মাঝে এভাবে ঘুরে বেড়াতে থাকবে আমার শরীরে, মনে, সবখানে……কখনও ভাল লাগা কখনও বেদনা নিয়ে, কখনও আপন মনে হেসে ওঠা আবার কখনও বিষণ্নতায় গম্ভীর হয়ে যাওয়া।
অন্য আরেজনের দিকে যখন তাকিয়ে দেখতাম তখন অবাক হয়ে যেতাম তারা কতই না সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমি ভাবতাম আমার তুমি কি এত সুন্দর হবে? আমি কি তোমাকে এতো সুন্দর করে সাজাতে পারবো? আবার মনে হতো তাদেরও না জানি কতো বেদনা লুকিয়ে আছে………। তারপরও আমি আশার সুতোয় একটা একটা করে পুথি গাঁথতাম, আবার পুথিগুলো সরিয়ে ফেলতাম।

আমার মাঝেই তুমি আবার তোমার মধ্যেই আমার প্রকাশ।

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, আমি নিজেকে সম্পূর্ন প্রস্তুত করে নিলাম, তোমার প্রসবযন্ত্রনার ভারে সম্পূর্ণ অস্তিত্বকে আমি এক করলাম আর…………….

” Submit for Review ”

এ ক্লিক করলাম।
কিছুক্ষণ পর জন্ম হলো তোমার, আমার প্রিয়তম ১ম পোস্ট । 😀

২,২৮১ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “প্রসববেদনা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    নবজাতক বেশ ফুটফুটে হয়েছে... :thumbup:
    পরেরটা হতে ১০+ মাস দেরি হবে না তো??? :-B
    পরবর্তী শ্রমিক-ব্যথা দ্রুত হোক... 😉


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    ওরীঈঈঈ... 😮 ......আনু রে... :guitar: .....বিস্কিটের জানু রে... 😡 ..এ তুই কি পয়দা করলি রে!!!!সেইরাম টাশকি খাইলাম পইড়া :-* !!ভাবীজী যদি দ্যাহে হেতীরে না জানাইয়া গর্ভে নয়া পোস্ট ধারণ করছস, x-( তরে পুরা মামলেট বানায় খাব হেতী :khekz: ,দাঁড়া গিরিঙ্গিটা লাগাইতাছি। :goragori: :grr:

    দোস্ত,পোলাপান লিখলে যে কী ভালো লাগে :party: !দুইদিন এ দুইটা পয়দা করলি :)) !!তুই তো ছারপোকার চেয়েও দ্রুত পয়দাশীল প্রাণী রে =)) :boss:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বেদনা টেদনা পরে দেখা যাবে... আগে ব্লগের ডিসিপ্লিন মেইন্টেইন কইরা তেজ ১০টা ফ্রন্টরোল লাগাও...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    প্রসব বেদনা পড়ে ব্যথিত হমু না খুশি হমু বুঝতেছি না। জন্মের ঘটনা যেহেতু, খুশিই হইলাম! খুব ভাল। তবে পোস্ট-পার্টাম ডিপ্রেশনে পইড়ো না আবার। পরের পোস্ট তাড়াতাড়ি ছাড়ো, আর তার আগে দশটা... ফ্রন্টরোল। কুইক! :grr:

    জবাব দিন
  5. মুহিব (৯৬-০২)

    শুরুতে বুঝতে পারছিলাম না আসলে তুমি কি বুঝাইতে চাইছ। শেষ পর্যন্ত একটা ধান্দার মধ্যে ছিলাম। উপস্থাপনার ভঙ্গিটা ভিন্ন। ভালো লাগছে। আরও সুন্দর সুন্দর লেখা প্রসব কর তাড়াতাড়ি।

    জবাব দিন

মওন্তব্য করুন : শরিফ সাগর (৯৭-০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।