আমি একজন কলেজ অধিনায়ক!

১৯৯৫ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজকে ধন্য করে আমি আমার ক্যাডেট জীবন শুরু করেছিলাম। ২০০০ সালে আমি সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দীতায় কলেজ প্রিফেক্ট হই… B-) বাকিটুকু ইতিহাস!! কলেজের ইতিহাসের সেরা কলেজ প্রিফেক্ট হিসেবে আমাকে সবাই আখ্যায়িত করলেও আমি একা এর ক্রেডিট নিই না…আমার সাফল্য আমি সবার সাথে শেয়ার করে নিয়েছি… O:-)

যাই হোক, শুধু কলেজকে ধন্য করে আমি আমার অগ্রযাত্রা থেমে রাখতে চাই না। সেজন্যই আজ আমি এই সিসিবিতে যোগদান করলাম। আমি জানি আমার উপস্থিতি এই ব্লগকে আরো গতিশীল এবং প্রাণবন্ত করে তুলবে।

ব্যক্তিগত জীবনে আমি একজন সফুল চিকিৎসক। ইচ্ছা আছে মেডিসিনে উচ্চতর ডিগ্রী গ্রহণ করার। তবে কোন স্বজনপ্রীতির আশা করে থাকলে কেউ ভুল করবেন। আমি কারো কাছ থেকে ভিজিট কিন্তু কম নেব না… :-B

সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন অনেক অনেক সফল একজন ইঞ্জিনীয়ার হতে পারি… 😉

৩,৩৯৭ বার দেখা হয়েছে

১৩৩ টি মন্তব্য : “আমি একজন কলেজ অধিনায়ক!”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এই বৃক্ষ তো সবাইরে ছাড়াইয়া যাইবো!!

    এই সিপিহাসান তুমি ১০টা না, ১০০টা :frontroll: শুরু করো। কুইক............... 😡 😡 😡

    সিপি হিসাবে ব্লগ নামানোর আগে তোমার জানা থাকার কথা প্রিন্সিপালের অনুমতি নিতে হয়। নাকি এইসব আদব-কায়দাও কলেজ থেকে বেরিয়ে সব গিল্লা খাইছ!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. আরে কোপা শামসু হাচান ভাই আইসা পড়চেন!!!!!আমারে চিঞ্ছেন্নি?আমি আপনার উত্তরসূরী ছিপি মাসরুফ B-) আপ্নেরে এইখানে দেইখা খুশিতে দিল গার্ডেন গার্ডেন হয়া গেলো :shy:

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)
    ব্যক্তিগত জীবনে আমি একজন সফুল চিকিৎসক।

    লেখার সময়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে... B-)
    সবার অবগতির জন্য জানাচ্ছি, ও আসলেই একজন সফুল চিকিৎসক... ;;;

    দোস্ত, লোকে যাই বলুক...খেলারাম খেলে যা... 😀
    প্রাউড অফ ইউ... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. জুলহাস (৮৮-৯৪)

    ওয়েলকাম...শশী!!!!!!!!!!!!!!!!!!!!! 😛 😛 😛 😛 😛 😛
    তয়...মনে রাহিস্‌...
    বাপেরও...বাপ থাকে...!!!
    তারও...থাকে দাদা!!!!!
    এইবার...আজ সে কিয়ামত তক্‌...
    কুইক... :frontroll: :frontroll: :frontroll: লাগা হাঁদা!!!!!!!!
    অঃটঃ দিহান ভাপু...কই তুমি...দেখ, আরেকটা বৃক্ষ আইসা...সিসিবি-টারে জঙ্গল বানানোর ধান্দা করতাছে...!!! :duel: :duel: :duel:
    আইচ্ছা...এইডা জুনা'র ষড়যন্ত্র নয় তো!!?? ;;; ;;; :
    কাইয়ুম ভাই কি বলেন??? awesome: :awesome:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  5. হাসান (১৯৯৫-২০০১)

    আমি নিজেকে আসলেই সামলাতে পারছিনা । আহা ! আহা ! কি দারুন অনুভুতি ! কত রেস্পন্স পেলাম । বাপ রে ! ! ! ভালই লাগছে এখানে এসে । আশা করি আপনাদের সবার বিনোদন এর ব্যবস্থা হয়ে যাবে । আমাকে একটু সময় দিতে হবে । কবীর কে ধন্যবাদ , , , , ,

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)

    হ। ফয়েজ ভাইয়ের সাথে একমত (ঠিক কর্ছি এখন থেকে উনার সব কথার সাথে একমত হবো, তাইলে একটা চাক্রী পাওয়া যাইতারে)। জনগুরুত্বপূর্ণ এই পোস্টটিকে প্রথম পাতায় ঝুলায়ে রাখা হোক। 😀

    জবাব দিন
  7. দিহান আহসান

    ব্লগে স্বাগতম 🙂

    আরে আরেকটা বিরিক্ষ বাড়লো, :duel:
    নেভী ভাই ঠিক কইসো, এইটা দাদা'র ষড়যন্ত্র'ই বুঝা যাইতেসে ;))

    আরে ভাইয়া এখনো :frontroll: দাওনি? শুরু করে দাও, কুইক B-)
    আমার ভাইয়া এইখানে নিরব ;;;

    জবাব দিন
  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে যে পরিমাণ হাসানের ছড়াছড়ি এখন তাই শুরুতেই ছিপি না লাগাইলে ভিত্রের জিনিস সব পইড়া যাবার চান্স আছে 😛

    যাহোক, ডাক্তার সাহেব, সিসিবিতে স্বাগতম। তা তোমার ভিজিট কত? 😉 :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)

    হাসান ভাই নেন :teacup: খাইয়া এইবার একটা পোষ্ট নামান। শুভ ব্লগিং ভাইয়া।
    অফটপিকঃ আহা ব্লগটা কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে। :dreamy:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)
    যাই হোক, শুধু কলেজকে ধন্য করে আমি আমার অগ্রযাত্রা থেমে রাখতে চাই না।.........আমি যেন অনেক অনেক সফল একজন ইঞ্জিনীয়ার হতে পারি…

    এই অংশগুলো দেইখা ভাবতেছি লেখাটায় জুনার হাত ছিল কতটা................... 😕 😕 😕


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. সামীউর (৯৭-০৩)
    ২০০০ সালে আমি সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দীতায় কলেজ প্রিফেক্ট হই…
    ব্যক্তিগত জীবনে আমি একজন সফুল চিকিৎসক
    আমি যেন অনেক অনেক সফল একজন ইঞ্জিনীয়ার হতে পারি

    ভাই সমস্যাটা কি আমার চোখে?

    জবাব দিন
  12. হাসান (১৯৯৫-২০০১)

    :clap: পিকচার আভি বাকি হে , , , , মেরে ইয়ার ! ! :awesome:
    মুঝে সামাঝনা মুশকিল ভি নেহি নাম উমকিন হে B-)
    আমি সবে মাত্র যোগদান করলাম সিসিবি তে , , , , , এরই মাঝে আমাকে ( , , , :gulli: , , , ) না থাক ; না বলি ! :-/
    আমি ধীরে ধীরে সব কিছু চিনায় দিবানে ;;; , , , , , , , ,
    আমি আবার বাংলা তে বেশ কাচা :hatsoff: , , , , ,
    তাই একটু না বেশ ভালই সমস্যা হচ্ছে লিখতে 😐
    যাই হোক আপনারা আমাকে সহযোগিতা করেছেন আমি আবেগে আপ্লুত , , , , , , , :party: সবার অবগতির জন্য জানাইতেসি , আমি অন লাইন এ ফ্রি ট্রি্টমেন্ট করে থাকি । আপনাদের আত্মিক , মানসিক এবং শারিরীক কিংবা যেকোন চাপা সমস্যা থাকলে নিশ্চিন্তে নির্ভয়ে আমাকে বলবেন । মনে রাখবেন সাস্থ্য ই সকল সুখের মূল 🙂
    সবাইকে আবারো সাধুবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ।

    জবাব দিন
  13. কামরুলতপু (৯৬-০২)

    মনে হয় এই লেখার আসল মজা অনেকেই বুঝতে পারে নাই। সবাই অনেক পচাচ্ছে দেখলাম ভাইয়াকে। তবে যারা জুনায়েদ ভাইর আমাদের ছিপিলেখার কথা মনে আছে তাদের ভালই বুঝার কথা এই লেখার মজার অংশ কোথায় এবং কেনই বা ভাইয়ার নামের সাথে সিপি লাগানো। আর কেনই বা উনি ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দোয়া চাচ্ছে। যারা বুঝতেছেন না লেখাটা আরেকবার পড়ে আসেন অনেক বেশি হাহাপিগে হইতে পারবেন।
    ভাইয়া আপনি আসলেই চরম। আমিও প্রথমে আপনাকে নিয়ে ডাউটে পড়ে গেছিলাম। লেখার কথা পড়ে মনে পড়ল।

    জবাব দিন
  14. সামিয়া (৯৯-০৫)

    সফুল চকিৎসা দিয়ে দেশকে সফুল করে তুলবেন, এই কামনা রইল।
    :salute: :salute:
    আপনাকে অনেক অনেক স্বাগতম। রকিব ব্যাটা উনারে এক কাপ চা দে। নিয়মিত লিখে যাবেন ভাইয়া।

    জবাব দিন
  15. সাইফ (৯৪-০০)

    সিপি হাসান,তুমি আর কয়দিন আগে জানান দিলে ত তোমারে সুপার হিরো সুপার হিরোইন এ আমরা পাঠাঈয়া দিতাম,অইখানে কিন্তু এম জি সি সি এর এক আপাও আছে...তুমি সিপি ছিলা,তবে কিরম সিপি।।??তোমার ফটো না দেখলে বুঝতাম...।।
    যাই হউক স্বাগতম এই ব্লগে।মজা পাইলাম ।অনেক দিন পর গাছ দেখলাম একজন হা হা হা,এইখানে মরুভুমিতে গাছপালা নাই রে ভাই ,তোমারে দেখে শান্তি পাইলাম হা হা হা।

    জবাব দিন
  16. অতি কষ্টে দুইটা লিঙ্ক-ই সময় নিয়ে পড়েও এক ফোটা হাসতে পারলাম না.
    এক আম গাছের শখ হইছে কাঠাল ধরবে, তাতে আবার দেখি মানুষের বিপুল উত্সাহ আর বাহ-বাহ তালি দেওয়া হচ্ছে. কেউ আবার emotional হয়ে পচানোর against-এ বড় বড় কথা বলে ফেলচ্ছে!
    দিন শেষে ফল মোগো পেটেই যাইবো আর লাকরি যাইবো চুল্লিতে!

    জবাব দিন
  17. ইমরান (১৯৯৪-২০০০)

    হাসান, এইটা কি আসলেই তুমি? কেন এমন করলা ভাই? আমার মনে হয় .........। এইটা হাসান না......। হাসান এইরকম করবে না.............. ও এত বওকা না....... জাই হোক!!!! আমাদের কলেজের নামটা আরেকবার ডুবল!!!!!!

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।