একটি বইয়ের আত্মকাহিনী

আমি WINGS OF FIRE, UNIVERSITIES PRESS PRIVATE LIMITED, HYDERABAD, INDIA থেকে প্রকাশিত। কালের পরিক্রমায় আমার আগমন হয় বাংলাদেশে। আমার জীবন সার্থকতা পায় ২০১১ সালে, যখন তৎকালীন রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ মহোদয় আমাকে উপহার স্বরূপ তুলে দেন এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ – ৫.০০ প্রাপ্ত কোন এক মেধাবী ক্যাডেটের হাতে। ক্যাডেট কলেজের গন্ডিতে হাত ঘুরে অনেকের ঘরেই অবস্থান করার সুযোগ মিলেছে আমার। কেউ বড় আদরে, কেউবা অনাদরে রেখেছিল আমায়। কৃতী সন্তানটির ক্যাডেট জীবন শেষ হবার সাথে সাথে ক্যাডেট এর আঙ্গিনা থেকে আমাকেও বিদায় নিতে হল। তারপরের ঘটনা আর না বলি………

১৯ জুন, ২০১৩। দিনটি বৃষ্টিঘন। স্থান আমনগরী রাজশাহীর সোনাদিঘীর মোড়। খুব ভাগ্যবান মনে করেছিলাম যখন আমাকে উপহার স্বরূপ তুলে দেয়া হয়েছিল এক ক্যাডেটের হাতে। মনে করেছিলাম আমার বাকী জীবন কাটবে সেই ক্যাডেটেরই পরম যত্নে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ গড়াগড়ি খাচ্ছিলাম অজ্ঞাত এক লাইব্রেরীর বইয়ের স্তূপের ভিড়ে। ভেবেছিলাম জীবনের সোনালী দিনগুলির বোধ হয় এখানেই সমাপ্তি। কিন্তু না…………

বর্ষণমুখর সন্ধ্যা। মাগরিবের আযান চলছে। কে জানত আমাকে পরম যত্নে হাতে তুলে নেবে পাবনা ক্যাডেট কলেজের কোন এক প্রাক্তন ক্যাডেট। ভাবতেও পারিনি এক ক্যাডেটের হাত ঘুরে অন্য এক ক্যাডেটের হাতে চলে যাব। খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম যখন নিজের মূল্য ফিরে পেলাম আরেক ক্যাডেটের কাছে। জানিনা সে ক্যাডেটের কাছে কতদিন থাকতে পারব। আমার বর্তমান অবস্থান তারই পড়ার টেবিলে অতীব যত্নে। জানিনা এ যত্ন কতদিনের। যেখানেই থাকো ভালো থেকো ক্যাডেট জয়, ক্যাডেট নং- ২৩৪৫……… কেননা তোমার হাত ধরেই ক্যাডেটের আঙ্গিনায় আমার বিচরণ।

Miss U so much Cadet Joy. Miss u RCC. যদি কখনো আমায় মনে পড়ে দেখা করতে ভুলো না 😀 😀

এই সেই বই যেটা ঐ ক্যাডেটকে উপহার হিসেবে দেয়া হয়েছিল

এই সেই বই যেটা ঐ ক্যাডেটকে উপহার হিসেবে দেয়া হয়েছিল

 

১,২৯৯ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “একটি বইয়ের আত্মকাহিনী”

মওন্তব্য করুন : রেজা শাওন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।