ঈদ মোবারক, ঈদ এর সালামি চাই

এই নিয়ে ২য় বারের মতো আমি ৩০ টা রোজা রাখতে সক্ষম হলাম আল্লাহর রহমতে। ছোট বেলায় আব্বু আম্মু রোজা রাখতে দিতো না কষ্ট হবে বলে । উনাদের কাছে শুনতাম প্রথম এবং শেষ রোজা রাখলে পুরো রোজা হয়ে যেতো । আবার এক দিনে নাকি ২ বার ইফতারি করা যায় । কলেজে যাবার পড়েও সব রোজা রাখা হয় নি । তবে কলেজে থাকাকালীন রমজান এর ৪০-৪২ দিনের ছুটি খুব উপভোগ করতাম ।এখন রুয়েটে পড়ি । রুয়েট ও কলেজের মত ৪০-৪২ দিনের ছুটি । তবে এই বার রমজান মাসে ৪ সপ্তাহের জন্য  ইন্ড্রাসট্রিয়াল এট্টাচমেন্ট ছিল ময়মনসিংহ পাওয়ার প্ল্যান্টে ।

যা হোক একটু আগে ঈদ এর নামাজ পড়ে এলাম । আসুন কোলাকুলি করি । ডান , বাম , ডান  😀

সকল বড় ভাই, আপুদের কাছে ঈদ এর সালামি চাচ্ছি  😀

সবাইকে •*´¨`*•.¸¸.•*´¨ `*•.¸¸.•*´¨`*•. ¸¸.•*
´`*•.¸¸.•
::: (\_(\ …*…*…*…
*…*…*…*.. .*…*…*…*. .*
*: (=’ :’) :::::::::::::: ঈদ
মুবারাক ::::::::::::::: ::
•.. (,(”)(”)¤…* …*…*…*…
*…*…*…*.. .*…*…*
¸.•*´¨`*•.¸¸.•* ´¨`*•.¸¸.•*´¨`* •.¸¸.•

ঈদ নিয়ে আসুক সবার জীবনে শান্তি , ভালবাসা ।

 

 

৯৮৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “ঈদ মোবারক, ঈদ এর সালামি চাই”

মওন্তব্য করুন : শিশির (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।