অকম্মা সময়ে হুদাই প্রোডাকশন…

অলস সময় কাটছে…হিজিবিজি হিজিবিজি কবিতা…

(১)

যক্ষের ধনের মত যে শরীল আগলাইয়া রাখছি সে আমার নয়,
খাচা থেইকা পাখি ফুরুত দেয়, আটকাইতে পারি না।
মন থেইকা কাম, বাসনা দূর করতে আমার জান যায়, সামলাইতে পারি না,
দুরের মাঠে যে পলি পড়ে সেই পলি নিয়া কাদা মাখামাখি করি-
আমার উঠানের কাদা থিকথিক করে।

নতজানু হইয়া বইসা থাকি আধারের ভিতর জোনাকীর খেলা দেখার আশায়
প্রবল আগুনের লহরে আমার চোখ ঝলসাইয়া যায়, জোনাকী দেখা হয় না।
ভয়ানক শিকল দেয়া চার দেয়ালে নিজেরে বন্দি করতে গিয়া দেখি,
আমার কল্‌ব উড়াল দিছে-
আমার আত্মা পরিস্কার হয় না।

নাহক কথা দিয়া আবেশে বান্ধি যারে, তার সাথে ভালবাসা হয় না,
চান্দের আলোয় শিশিরের জলসায় তারে আমার ভিনদেশি তারা মনে হয়।
জীবনের সাথে যার কোন রকম সকম নাই এমন একজন,
দূর দিগন্ত থেইকা হাতছানি দিয়া ডাকে-
আমার ঘাসের বিছানা রোদ্দুরে শুকায়।

(২)

মোহময় ভ্রান্তি আষ্টেপিষ্টে বেধে রেখেছে। ভুল হচ্ছে বুঝতে পারছি, কিন্তু শুধরাতে পারছি না। সমূখে দুর্গম পথ জেনেও সেই পথ পাড়ি দিতে হয়…আমি জানি আরও অনেকে দিয়েছে। তবুও…

আমার কিন্তু অনেক কিছুর কথা ছিল…
মাঝদুপুরে পায়ে হেটে অনেকটা পথ পাড়ি দেয়ার ছিল,
তোমার হাতে দূর্বা ঘাসের শিশির ছোয়াঁ নেয়ার ছিল,
রাত দুপুরে হঠাৎ জেগে আমার শিশুটিকে দেখার ছিল।
অলস সময় চোখ বুজিয়ে ঝিমিয়ে নেয়ার প্রহর ছিল
প্রবল ঘামে দুপুর বেলায় ঘুমিয়ে নেয়ার সময় ছিল
বিকেল বেলায় অসময়ে বিরস কোকিল শোনার ছিল
ভিড়ের বাসে হঠাৎ করে একলা হওয়ার কথা ছিল।

একলা প্রহর, একলা সময় কোথায় গেল, কোথায় গেল
পান্তা ভাতের নুনের ছোঁয়া আমার বাকি রয়েই গেল।

৭৯৭ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “অকম্মা সময়ে হুদাই প্রোডাকশন…”

  1. সামিউল(২০০৪-১০)
    একলা প্রহর, একলা সময় কোথায় গেল, কোথায় গেল
    পান্তা ভাতের নুনের ছোঁয়া আমার বাকি রয়েই গেল

    খুব ভাল লাগসে ভাই...... ::salute::


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. নাফিস (২০০৪-১০)

    "তোমার হাতে দূর্বা ঘাসের শিশির ছোয়াঁ নেয়ার ছিল,
    রাত দুপুরে হঠাৎ জেগে আমার শিশুটিকে দেখার ছিল।"

    :thumbup: খুব সুন্দর একটা দৃশ্যকল্প তৈরি করছেন ভাই.... ভালো লাগছে। আরো কবিতা চাই এরকম !

    জবাব দিন

মওন্তব্য করুন : শরীফ (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।