বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ক্ল্যাশ অফ টাইটান্স। আইবেরিয়ান ডার্বি।

অ্যাড্রিনালিন পাম্প চরমে। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ক্ল্যাশ অফ টাইটান্স। আইবেরিয়ান ডার্বি। সি আর সেভেন ( ক্রিশ্চিয়ানো রোনালদো ) এর পর্তুগাল আর রামোস- ইস্কো- এসেনসিও- ইনিয়েস্তা দের স্পেন আজ মুখোমুখি। The legend vs. The greats of this era. রোনালদো মাঠে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা স্পেন তারকারাই সবচেয়ে ভালো জানেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও কোনো অংশে কম যায় না। বাছাইপর্বে একটি ম্যাচেও তারা হারেনি। অবশ্য কোচ্ বরখাস্তের ঝামেলার কারণে রিয়াল তারকা সার্জিয়ো রামোসের নেতৃত্বাধীন স্পেন দলের একটু টাল মাতাল অবস্থা। । এবার স্পেন এমনই শক্ত দল যে ফ্যাব্রেগাজের মত ফুটবলারেরও দলে জায়গা হয়নি।তাদের গোলকিপার ডেভিড ডি গিয়া (ম্যান ইউ) বিশ্বের এক নম্বর। স্পেন দলে রিয়াল এবং বার্সেলোনার একগাদা তারকার ভিড় – জেরার্ড পিকে (বার্সা), জোডি আলভা (বার্সা) ড্যানি কারভাল (রিয়াল) সের্জিও রামোস (রিয়াল) এবং ইনিয়েস্তা (বার্সা)। আর মাঝমাঠ থেকে একটু সামনে রিয়ালের ইসকো আর এসেনসিও। ইনিয়েস্তা হয়ে বল যখন তাদের পায়ে আসবে, বিশেষ করে ডি- বক্সে, সেটা সামাল দেয়া দুরুহ কাজ। তবে বাছাইপর্বের ১০ টি ম্যাচে পর্তুগাল কেবল একটিতেই হেরেছে। বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা তাদের। দেখা যাক কি হয়।

খেলা শুরু বাংলাদেশ সময় আজ মাঝরাত মাঝরাত ১২টা: পর্তুগাল বনাম স্পেন (বিগ ম্যাচ of the group of death)

এর আগে সন্ধ্যা ৬ টায় মুখোমুখি মিসরীয় মেসি মোহাম্মদ সালাহ এর মিসর আর সুয়ারেজ- কাভানীর উরুগুয়ে। জোর আভাস মোহাম্মদ সালাহ আজকে নামতে পারেন। লিভারপুলের এই রাইট উইঙ্গার অর্ধেক সুস্থ থাকা অবস্থাতেও ভয়ংকর। পুরো ফিট থাকলে মিসর-ই ফেবারিট এবং সেটা সালাহ এর জন্য। উরুগুয়ের কাভানী- সুয়ারেজ ও কম জাননা, যদিও সুয়েরেজ এর ফলস ডাইভ এর প্রবণতা বেশি, সেটা মিসর কে বিপদে ফেলতে পারে। তাছাড়া আন্তর্জাতিক ম্যাচে তার পরিপক্ষকে কামড় মারার বেশ কয়েকটি ইতিহাস আছে, যেটা মাঠে উত্তাপ ছড়াতে বাধ্য।

রাত ৯টায় মুখোমুখি মরক্কো আর ইরান। নবীন মরক্কো যেন সব কিছু জয় করার জন্যই মাঠে নামে। অনবদ্য পারফর্মেন্স মরক্কোকে এগিয়ে রাখছে এই ম্যাচে। জুভেন্টাসের সেন্টার ব্যাক মেহেদি বেনাতিয়া মরক্কোর প্রাণ ভোমোরা। তবে নিশ্চিত ইরানও কোনো রকম ছাড় দেবে না।

আজকের ম্যাচ (রাশিয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮) : ১৫ জুন ২০১৮ শুক্রবার (বাংলাদেশ সময়) :
১) সন্ধ্যা ৬টা: মিসর বনাম উরুগুয়ে
২) রাত ৯টা: মরক্কো বনাম ইরান

৩) মাঝরাত ১২টা: পর্তুগাল বনাম স্পেন (বিগ ম্যাচ of the group of death)

১টি মন্তব্য “বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ক্ল্যাশ অফ টাইটান্স। আইবেরিয়ান ডার্বি।”

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।