শুভ ব্যাচ জন্মদিন-ক্যাডেট ১৯৯৫-২০০১

তবে বন্ধু একটু দাঁড়াও,
দেখা হয়েছিলো সেই কবে,
দূরু দুরু বুকে এক এক টা পদক্ষেপ,
দিনটার কথা মনে কি পড়ে?
যদি ভুলে যাও, তবে মনে রেখো,
আজ তিরিশে এপ্রিল,
পুনর্জন্মের সেই দিন,
আজ তিরিশে এপ্রিল,
ক্যাডেট নামটা গায়ে জড়ানোর দিন.

শুভ ব্যাচ জন্মদিন-ক্যাডেট ১৯৯৫-২০০১

১,০৮৩ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “শুভ ব্যাচ জন্মদিন-ক্যাডেট ১৯৯৫-২০০১”

  1. ইফতেখার (৯৫-০১)

    ফরিদের ফেসবুক স্ট্যাটাসটা শেয়ার করার জন্য এর চেয়ে ভালো সময়/সুযোগ আর হবে না হয়ত:
    ===
    সেই ৫৫টা মানুষ আর কখনোই এক হবে না ।কোন ভাবেই আর একফ্রেমে বন্দী করা যাবে না সবার মুখ। ৩০ এপ্রিল ১৯৯৫ যে পথ চলা শুরু হয়েছিল আশা, নিরাশা, ঝগড়া, মারামারি, পড়াশুনা, মান অভিমান, গ্লানি, আনন্দ পুংটামি সব কিছুর আনুষ্ঠানিক সমাপ্তি হয় ২০০১ এর মে মাসের কোন এক দিন।
    কি অদ্ভুত, শুরুর তারিখটা মনে থাকলেও আনুষ্ঠানিক সমাপ্তির তারিখটা কেউ মনে রাখে নি, হয়তো মনে রাখতে চায়ই নি।
    আসলে বন্ধুত্বের আনুষ্ঠানিক সমাপ্তি বলে কিছু নেই। তবে শুরুটা সবার কাছেই স্মরণীয়। তাই আজো ৩০ এপ্রিল ঘুম ভাঙ্গার পর ১৭ বছর আগের সেই দিনের মতই অনিশ্চয়তা, শূন্যতা, ভয় আর নতুন জগতের হাতছানি সব মেলানো মেশানো একটা অনুভূতি হয়।
    এই শহরে থেকেও আজ অনেকের সাথেই দেখা হবে না। অবশ্য তাতে কিছু যায় আসে না, কারণ, সব কটা মন যেখানে আজও এক সুতায় গাথা সেখানে শরীরী উপস্থিতিতো আসলে অর্থহীন।
    ===

    জবাব দিন

মওন্তব্য করুন : ফরিদ (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।