ব্লগার হওয়ার ব্যর্থ চেষ্টা

মাঝেমাঝে দুই একটা ব্লগ সাইট-এ ঘোরাফেরা করলেও কখনো ব্লগ লেখা হয়ে ওঠেনি। কিন্তু ক্যাডেট কলেজ ব্লগ এ ঢুকে কিছু একটা লেখার জন্য কেমন যেন হাত নিশপিশ করছে। তাই এই চেষ্টা। ভুল হলে মাফ করবেন।

কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিনা। অনেক কথাই মনে পড়ে। কিন্তু ভয় হয় রেডবুকের। কলেজ লাইফটা দিব্বি পার করলেও এইখানেও যে কলেজ আউট হওয়ার ভয়, মানে ব্লগ থেকে আউট হওয়া আর কি।। পড়লাম ভাল করে রেডবুক টা। কলেজের রেডবুক তা অবশ্য এতো ভদ্র ভাষায় লেখা ছিলোনা। ছিলোনা কোনো বিনয়।

ক্যাডেট কলেজে শিক্ষকদের সাথে রেষারেষি ছিলো একটা স্বাভাবিক ব্যাপার। তেমনি একটা ঘটনা মনে পড়ে। আমাদের চারুকলার এক শিক্ষক ছিলেন যিনি কিনা কালো রং খুউউউবই অপছন্দ করতেন। আর আমাদের লক্ষ্য থাকতো স্যার কে সুযোগ পেলেই হেনস্তা করা। মানে সুযোগ পেলেই কালো রঙ্গের ব্যাবহার।

তো একবার ২৬শে মার্চ উপলক্ষে বাধ্যতামূলক আর্ট প্রতিযোগিতা। আমারা সবাই মনের মাধুরি মিশিয়ে আকঁছি। যথাসময়ে সবাই কার্টিজ পেপারে যার যার আকাঁ জমা দেয়া হল। কয়েকদিন পর স্যার যখন কার্টিজ পেপার গুলো ফেরৎ দিচ্ছেন। একটি কার্টিজ পেপার দেখে তার ত চক্ষু চড়ক গাছ। পুরো কার্টিজ পেপার কালো রং করা। স্যারতো পারলে জনৈক ঐ আর্টিস্ট কে মেরেই ফেলেন। কিন্তু মারার আগে তাকে প্রশ্ন করলেন যে কেনো কালো রঙ্গের এই ব্যাপক ব্যবহার। ঊত্তরে আমরা আমাদের ঐ বন্ধুর মুখে যা শুনলাম তাতে আমরা ও হতবাক। কারন আমাদের ওই বন্ধু বললঃ “স্যার ঐটা দিয়ে আমি একাত্তরের কাল রাত্রিকে বুঝিয়েছি” । স্যার এর তখন কিছুই বলার নাই।

ঘটনাটা মনে পরলে এখনো হাসি পায়। ঐ বন্ধু অবশ্য এখন আর্মিতে আছে আই.ইউ.টি থেকে পাশ করার পর।

এইরকম আরো অনেক মজার কাহিনী আছে। সময় সুযোগ পাওয়া গেলে আরো বলা যাবে।লেখাটা ভালো না হলে দুখিঃত। প্রথম লেখা হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ধন্যবাদ।

শাওন
(এস.সি.সি২০তম)

২,৬২৪ বার দেখা হয়েছে

৩৩ টি মন্তব্য : “ব্লগার হওয়ার ব্যর্থ চেষ্টা”

  1. তাইফুর (৯২-৯৮)

    ব্লগ লেখলেই ব্লগার ... নিজের ঘর, নিজের ব্লগ ...
    যা খুশি লিখতে থাক।
    (লিখা ভাল হইছে, চালাই যা)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    শাওন,
    যেহেতু তুমি একজন এক্স ক্যাডেট সুতরাং "জন্মসূত্রে বাংলাদেশী" ষ্টাইলে তুমিও এই ব্লগে একজন "জন্মসূত্রে ব্লগার"। এই ব্লগ তোমার, আমার, আমাদের সকলের। নিঃসংকোচে লিখতে থাক এবং আমাদের সাথে শেয়ার করতে থাক।

    তোমার লেখা ভালই হয়েছে। ব্লগে স্বাগতম :boss:

    জবাব দিন
  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    “স্যার ঐটা দিয়ে আমি একাত্তরের কাল রাত্রিকে বুঝিয়েছি”

    জোস এ্যানসার :thumbup: :thumbup: ।

    ওয়েলকাম ব্রাদার।
    কোন ব্যাপার না। গাইতে গাইতে গায়েন আর এখানে ব্লগাইতে ব্লগাইতে "ব্লগার"।
    চালায়া যাও :clap: :clap: ।


    Life is Mad.

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ওয়েলকাম টু সিসিবি...
    নির্মল আনন্দ পাইলাম...
    রেডবুক এর রক্তচক্ষু উপেক্ষা করে "আলট্রা আলট্রা ইয়া ইয়া" লেখা দিয়ে যাও...

    [ব্যাখ্যাঃ আমাদের কলেজের এক স্যারের ডায়ালগ-

    আজকাল ইয়ং পুলাপান ডিশ এন্টিনায় যা দেখতে পছন্দ করে আর কি...একটু আলট্রা আলট্রা ইয়া ইয়া...

    ]


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. আহ্সান (৮৮-৯৪)

    শাওন,
    স্বাগতম।
    ভয় পাবার কিছু নাই...।
    নিজের ঘরের মধ্যে খালি গায়ে থাকলেও (আমি অন্য কিছু মিন করিনাই) কিছু বলার নাই...। সো, ব্যাপারটা ঠিক সেরকম ই। সিসিবি কেবলই আমাদের। প্রয়োজনবোধে এখানে লিখতে লিখতেই হাতটিকে পাঁকা করে ফেলো।
    চালিয়ে যাও...।

    জবাব দিন
  6. জিহাদ (৯৯-০৫)

    ব্লগে স্বাগতম ভাইজান। এইবার জোরসে কলম চালান খালি। 🙂

    অফটপিক: আমি আজকে সি সি বি ছাড়া আর কোন সাইটে ঢুকতে পারতেসিনা। নেট ব্যাপক স্লো। বাংলাদেশে যারা তাদের অবস্থাও কি এরকমই নাকি খালি আমার কানেকশনই শুধু সি সি বি ছাড়া আর কিছু সহ্য করতে পারতেসেনা? 😛


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।