অনেক দিন ধরে মনে মনে একটি site খুঁজছি

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ! অনেক দিন ধরে মনে মনে একটি site খুঁজছি; অনেকটা songfacts.com এর মত। তবে, যেটা হবে শুধু বাংলা গানের উপর। যেখানে লালন, রবীন্দ্রনাথ, শচীন, পল্লিগীতি, আধুনিক সকল বাংলা গানের ছোট ছোট মজার তথ্য থেকে বিশেষজ্ঞ বিশ্লেষণ ধর্মী তথ্য/লেখা থাকবে। এই যেমন ধরুন গত বছরের শেষের দিকে হটাৎ করেই একদিন আমার খুব জানতে ইচ্ছে করছিল ”আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে …” গানটি Cover করেছেন কতজন… অন্তত পক্ষে প্রধান প্রধান শিল্পীদের মধ্যে… আমি খুজে পেয়েছি ইন্দ্রানী সেন, রেজয়ানা চৌধুরী বন্যা, শাহানা বাজপেয়ী এবং একটি পুরুষ কণ্ঠের … আমি যদি এই গানটি ছাড়াও ভাল লাগে এরকম সকল রবীন্দ্রসঙ্গীত, বাউলসঙ্গীত গুলোর জনপ্রিয় সকল/প্রধান Cover গুলো যদি শুনতে চাই… এরকম তথ্য নিয়ে কি কোন ডেডিকেটেড সাইট আছে? কেউ কি এধরনের তথ্য সহ কোন সাইট এর কথা বলতে পারেন, যেখানে রবীন্দ্রসঙ্গীত/বাউল গান গুলোর প্রধান প্রধান Cover Artist দের নাম এবং রেকর্ডিং এর সময়, সঙ্গীত আয়জকের নাম পাওয়া যাবে ?

মনেহয় নেই, কেউ একজন উদ্যোগ নিবেন নাকি? এন্টারটেইনমেন্ট হাউস গুলো/এফএম রেডিও এখানে অনেক ভাল রিসোর্স হতে পারে।

১,১০৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অনেক দিন ধরে মনে মনে একটি site খুঁজছি”

  1. ইফতেখার (৯৫-০১)

    সাইটের আইডিয়াটা ভালৈ -- তবে দেশে এর অডিয়েন্স কতটুকু আর এইসব ইনফরমেশন কতটা সুলভ তারও প্রশ্ন। উইকি-আইডিয়া ব্যাবহার করে করা সম্ভব, তাও - এইরকম ডেডিকেটেড অডিয়েন্স কেমন তা খানিকটা সন্দিহান।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।