প্রার্থনা

আমার হৃদয়ে বয়ে চলে
ক্ষুব্ধ জলপ্রপাত,
ঝলসে ওঠে এক টুকরো স্মৃতি;
আমি ডুবে যাই অন্য সময়ে।

অসহায় পরে থাকে
ভুল শব্দের গাঁথুনি;

কে দেবে আমায় এক খন্ড
শাদা মেঘ,
অথবা এক পশলা বৃষ্টি।

অসহায় চোখে তাকিয়ে থাকে
রাতের পাখিরা;

সময়ের সাথে
আমাকে ফিরে যেতে দাও,
কাক ডাকা ভোরে।

আমাকে ফিরে যেতে দাও,
আমাকে নিথর পড়ে থাকতে দাও।
আমাকে স্থির হতে দাও।
শুধু একবার এবং শেষবার।।

২,৯৪৬ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “প্রার্থনা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শাকিল ভাই, ব্লগে স্বাগতম... :clap:
    আমি ৩২তম ইনটেক (৯৫-০১) এর...মনে নাও থাকতে পারে... :dreamy:
    আপনার সাথে সেভেনে থাকতে দাবা খেলছিলাম... B-) :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    শাকিল দোস্ত, সিসিবিতে স্বাগতম বন্ধু :hug: :hug:
    প্রার্থনা কাব্য দিয়ে শুরু করলি 🙂 :thumbup: :thumbup:
    চলতে থাকুক লেখা, যে কোনো রকম, যে কোনো বিষয়ে :clap: :clap:
    আরেকজন ৯২-৯৮ পাওয়া গেছে :awesome: :awesome: :hatsoff:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)
    আমার হৃদয়ে বয়ে চলে
    ক্ষুব্ধ জলপ্রপাত,
    ঝলসে ওঠে এক টুকরো স্মৃতি;
    আমি ডুবে যাই অন্য সময়ে।

    লক্ষণ তো ভালো না শাকিল ভাই! কেমন যেন কষ্ট কষ্ট টাইপ ব্যাপার!

    ব্লগে স্বাগতম ভাইয়া। :hug:
    আশা করি এখন থেকে নিয়মিত আপনার কবিতা ও গল্প পাব।

    জবাব দিন

মওন্তব্য করুন : শাকিল (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।