রোজনামচাঃ পর্ব ১- সকাল

ক্লাস ৭ এর প্রথম ছুটিতে যেবার বাড়ি গেলাম প্রথম দিন সকালে মা ঘুম থেকে ডাকলে ইয়েস প্লিজ বলে চিৎকার করে উঠছিলাম ।মা বুঝতে পারে নাই আমি কি বলেছি কিন্তু আমি আমার পরিবর্তন বুঝতে অতিরিক্ত কোন ন্যানো সেকেন্ড ব্যবহার করি নাই ।
কলেজের ৬ বছরে সকালগুলো কয়েকটা রেঞ্জে ফেলা যাই ।সেভেন এ পিটি বেলের অনেক আগে ওঠা , এইটে এ নরকের হোটেল বয় রুপী ডিউটি কাডেটশীপ,নাইনে অন্ধের দেশে ল্যাংড়া কানা রাজার রাজ্য পরিচালনা ওই সকাল থেকেই শুরু। সব মিলিয়ে দুঃখের বিষয় একটাই ওই অভিসপ্ত পিটি আর প্যারেড।পারেডের কথা মনে হইলেই ক্লাস ৭ এর মুহিত স্টাফ এর কথা আর ক্লাস ৯ এ তফাজ্জল এর কথা মনে হয়। কী মনে হয় তা আর লিখলাম না।
ক্লাস ১০ এ ঘুম থেকে ওঠার কষ্টটা উহ্য রাখলাম কারন তখন সবার প্রতিযোগিতা কে কত পরে ঘুম থেকে উঠে ঠিক সময়ে পিটি তে যেতে পারে। এক্সাম এর জন্য প্রথম যেদিন পিটি এক্সকিউয করা হল সেদিন মনে হছছিল দুনিয়াই কঠিন কাজ বলতে আর কিছু নাই।
১১- ১২ এর সকাল টা অনেকটা একই রকম। মন্দের ভালো ।পিটি শুরুর আগের ৫ মিনিটে মনে হয় সবার প্রসেসর সুপার কম্পিউটারের মত কজ করত। কোন রকমে মোজা পরে পায়ে অর্ধ পরিধেয় জুতা, শার্ট হাতে নিয়ে পান্টের হুক আটকাতে আটকাতে হাউজ গার্ডেন এর মাঝখান দিয়ে …দৌড়। কোন দিন মজিবর স্টাফ এর লেট পার্টির তালিকায় বা ভাগ্য ভালো হলে কলেজ প্রিফেক্ট এর কমান্ড এর সাথে সাথে যায়গায় হাজির। শেষএর দিকে এল টী কল সেলিম এর মাইঙ্কা চিপাই পরে লেট করার সৌভাগ্য হয় নাই।
কলেজ থেকে বের হয়ে সকাল টা কিছু্টা হলেও এঞ্জয় করেছি। কিন্তু আবার সেই কোচিং আর ক্লাস।
সৌভাগ্য বা দুরভাগ্য বশত আবার ও ডিফেন্স এর পাল্লাই। সেই সকালের পিটি একটু কঠিন ই বটে। বি এম এ তে অনেক ভাবে সকাল দেখার দুরভাগ্য হয়েছে । প্রথম ৩ দিন ঘুমাই নি বললেই চলে,
আদেশঃ প্রথম বর্ষ সূর্য উঠিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা প্রান্তরে অবস্থান করিবে।
যাহা আদেশ তাহাই করনীয় … প্রথম বর্ষের ২২০ জন বেচারা জানুয়ারি মাসের তীব্র শীতে খোলা প্রান্তরে রাত্রি যাপন করিল।
উপলব্ধিঃ রাত যে এত বড় !!!! সূর্যের প্রতিক্ষা করেছি শেষ রাতের প্রতিটি সেকেন্ড।
বি এম এ তে এর পর প্রতি দিন ই সূর্যদয় দেখেছি। কোন দিন দৌড়াতে দৌড়াতে , কোন দিন ফ্রন্টরোল দিতে দিতে বা কোন দিন সালুটিং প্রাকটিস করতে করতে।
কষ্টের কথা মনে করতে নেই… বি এম এ তে আর না ……… নিজের একাডেমী তে যাই!!!
এখানেও সকালে পিটি!!! যা সূর্য ওঠার আগেই শুরু হয়। তাই এক্সামে প্রশ্ন কমন পড়ার মত সকালের সিডিউল টাও কমন পড়ে গেছে।
এখানে একটা ভালো খবর হচ্ছে থার্ড আর ফোরথ টার্ম এ যাদের ফ্লাইং আছে তাদে পিটি নাই। তাই আগের চেয়ে কিছুটা হলেও রিলাক্স।
কমিশন পাওয়ার পর সব চেয়ে মজার যে খবর তা হচ্ছে বিমানবাহিনীর অফিসার দের সকালে কোন পিটি নাই । ৮ টা থেকে অফিস।
রাতে ফেসবুকিং আর সিনেমা দেখতে দেখতে ঘুমায়ে যাই…মজার মজার রোম্যান্টিক স্বপ্ন দেখি……কিন্তু দুরভাগ্য এই যে স্বপ্নের শেষটা দেখতে পারি না……………
ওই ওঠ!!!! ওঠ!!!!
৮ টা বাজতে ২০ মিনিট বাকি!!!!!!!!!!!!!!!!!!
রুমমেট এর ডাকে ঘুম ভাঙে।
রুম থেকে অফিস ১০ মিনিটের দুরত্তে…………।।!!!!!!! হাতে আছে ১০ মিনিট!!!
কাজ বাকিঃ 1.freshen up
2. Shaving
3. Dress up
4. Breakfast
প্রথম ৩ টা বাদ দেওয়ার উপায় নাই। priority list থেকে breakfast ‘WALK OUT’….!!!!!!
তাড়াতাড়ি আয়!!!!
আসতেছি!!!!!!!!!

(NB: Early 2 bed & early 2 rise makes a man healthy , wealthy & wise)

৮১৩ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “রোজনামচাঃ পর্ব ১- সকাল”

  1. পেরথম ব্লগ, স্বাগতম, লেখা অনেক ভালো হয়েছে....। লিখতে থাকো চিন্তার কোন কারন নাই.... পাঠকের ভূমিকায় আমরা আছি।
    ও ভালো কথা, ব্লগের নিয়ম নিশ্চয়ই আর অজানা নেই। তাই দেরী না করে..... (সম্পাদিত)

    জবাব দিন
  2. সুষমা (১৯৯৯-২০০৫)

    ভাইয়ারা কেও দেখি ফ্রন্টরোল দেয়নাই 😛 ,মনে হয় এই দায়িত্ব আমাদের উপ্রে ছেড়ে দিসেন :))

    ওই পোলা, সিসিবিতে পয়লা ব্লগে স্টার্ট ফ্রন্টরোল :frontroll:

    যাউকগা, লেখা দুর্দান্ত হইসে :thumbup:

    জবাব দিন
  3. শাইখ (০৩-০৯)

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ভাই ক্লাস ৭ থেকে এ পর্যন্ত যত রোল দিসি সেটা যদি সোজা রাস্তাই দিতাম তাইলে মনে হই হজ্জ করে আতাম। :frontroll: প্রথম লেখা ভুল ত্রুটি মাফ কইরেন 😐

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম শাইখ, গত ১৬ বছর ধরে যে জিনিষটা সবচেয়ে বেশি মিস করছি সেটা হলো সকালের ঘুম।

    তবে প্রতিদিন আটটায় ঘুম থেকে উঠে যে আনন্দ পাও তার থেকে ছয়টার বদলে মাঝে মধ্যে কোন গ্যাপে যদি আটটায় ওঠা যায় তার আনন্দ আমি শিওর অনেক গুন বেশি 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : জিয়া হায়দার (৮৯-৯৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।