লিভারপুল ১ – ৩ চেলসি

লিভারপুল ভালই শুরু করেছিল টরেসের গোল দিয়ে(১-০)। চেলসি অবশ্য শোধ করে দিয়েছিল প্রথমার্ধেই(১-১)। ইভানোভিচ এর একটা গোল দিয়ে শান্তি হয় নাই। তাইতো একি মাথা দিয়ে ব্যাটা দিয়ে বসল আরেকটা গোল(১-২)। তারপর দ্রগবার দারুণ গোল দিয়ে চেলসি ধরাছোয়ার বাইরে(১-৩)। প্রথমে লিভারপুলকেই বেশি ভালো লাগলেও পরে চেলসিকেই বেশি উজ্জ্বল মনে হয়েছে।

যাক, প্রথম পোস্টেই লিভারপুল এর বেশি দোষ ধরে বিপদে পড়তে চাই না। তখন এহসান ভাই আর তার দল আমারে… :chup: দিবে।

তার থেকে নিজের পরিচয়টা একটু দিই- রাজশাহী থেকে বের হয়ে হাটু বাহিনীতে কর্মরত(বাকিটা ডিসপ্লে নেমে বিদ্যমান)। ব্লগিং-এ হাতে খড়ি করে এখান কার গ্রেট গ্রেট ব্লগারদের দোয়া প্রার্থী। সকল কে :boss:

ডিসক্লেইমারঃ এটা মোটেও কোন ম্যাচ রিভিউ না। বরং নাদান ব্লগারের হালখাতার প্রচেষ্টা বলা যেতে পারে

২,১৮৭ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “লিভারপুল ১ – ৩ চেলসি”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    দোস্ত
    তুই এতোদিনে লেখা শুরু করলি?
    যাক, বেটার লেট দেন নেভার।

    এখন থেকে নিয়মিত লিখতে থাক। সিরাজ হালায় কই? ওরে দেখি না ক্যান?
    তোর না আমার বাসায় আসার কথা?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আমার তো মনে হইত্যাছে ইংলিশ টিম একটা ছাড়া আর কেউ সেমিতে উঠতে পারব না। 😀

    এহসান, তুমি এক কাম কর, লিভারপুল ছাইড়া আবাহনী আবাহনী কর। খামোখা..................।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।