শুরু করলাম

অবশেষে কিছু একটা লেখা শুরু করতে পারলাম।

কলেজে যাবার পর সবার সাংস্কৃতিক প্রতিভা বিভিন্ন দিক থেকে প্রস্ফুটিত হতে থাকে।
ক্লাস সেভেন এর শেষ দিকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না।
আশেপাশের সবার প্রতিভা দেখে অবশেষে একটা কবিতা লিখে ফেল্লাম।
মেঘনা হাউসে ইশতিয়াক ভাই ছিল সেইরকম মারদাঙ্গা।
সবাইরে পাঙ্গাইয়া ফাত্তাফাই করে দিছে। স্বভাবতই তার উপর আমি নাখোশ।
মনের দুঃখ প্রকাশে হাতে কলম তুলে নিলাম।
কবিতা মাত্র ৪ লাইনের ছিল, কিন্তু তার প্রভাব যে এভাবে পড়বে সেটা আশা করি নাই।
ব্লগে আমার প্রথম লেখা তাই ইশতিয়াক ভাইকে উৎসর্গ।

“ইশতিয়াক ভাই আপনি খুব ভাল
কিন্তু কম রসাল
যদি হন একটু নরম
আমরাও হব না গরম”

জানিনা কিভাবে যেন এইটা ভাইয়ার কানে চলে গেল।
যথারিতি তলব এবং উপুর্যপুরি উত্তম মধ্যম।।
দূর্ভাগ্য বশত শুধু ভাইয়ার কাছেই থাকল না, চলে গেল জেপি র কাছে।
বাকিটুকু আশা করি আর বলার প্রয়োজন হবে না।

শুধু এটুকুই মনে পড়ে,
শাহীন তোমার মনে হয় আর কলেজে থাকা হবে না।

৬৫৩ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “শুরু করলাম”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    হা হা হা, মজা পাইছি :)) :)) :))

    ১ম ব্লগের কিছু নিয়ম কানুন আছে, কখন পুরা করবি? :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    ব্লগে স্বাগতম ভাই।
    চালিয়ে যান। আর কয়েকটা :frontroll: লাগিয়ে দিতে পারেন। এটা ব্লগের নতুনদের জন্য পাঙ্গা আর কি।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : নাফিস (২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।