যৌবন বৃষ্টি চাই

|| যৌবন বৃষ্টি চাই ||

বাঁশি আর বাজবে না কোন গভীর নিশুতি রাতে,
বাতাসের ছম ছম নিশ্চুপ প্রবাহ আর জলের ক্ষয়ে যাওয়া ছাড়া অন্য কোন সুর অবশিষ্ট রইবে না আর।

ভালোলাগার যৌবন ফিরবে নাকো কোন রোদ্দুর মাখা ভোরে।
সব সুর, উচ্ছ্বাস রক্তে যৌবনের উন্মাদনা নিয়ে তোলপাড় করবে না কভু।

সম্পদের টিলা, শুভ্র বিছানা নির্জন অন্ধকারে পরিহাস করে যাবে মামদো ভূতের ন্যায়,
নাম না জানা পাখিদের পাখা ঝাপটানির আহাজারিতে বিরক্ত হবে বৃদ্ধ আম গাছের পাতাগুলো
বাঁশ ঝাড় নুইয়ে পড়বে না ঝড়ের আন্দোলনে।

সব কিছু অস্পষ্ট ঠেঁকে,
আবহাওয়া, মনের জলবায়ু  বিরান তপ্ত ময়দান।

ভ্যাপসা চিলেকোঠায় নিঃশ্বাস বন্ধ প্রায়,
গুমোট  থেকে নিষ্কৃতি চাই,
অঝোরে একটানা ঝম ঝম বৃষ্টি চাই।

ধুয়ে নিব ক্লান্তি, জ্বরা, অবসাদ –
না খুঁজে পাই যৌবন; তবু ত’ মিলে যাবে যৌবনের ভেজা মন – ভালোবাসায় আর্দ্র,
একাকীত্বের মরুভূমি তবু হয়ত হবে উধাও।

৮৯৪ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “যৌবন বৃষ্টি চাই”

  1. তৌফিক (৯৬-০২)

    সালাম আলম ভাই। ব্লগে স্বাগতম।

    ভালোলাগার যৌবন ফিরবে নাকো কোন রোদ্দুর মাখা ভোরে।
    সব সুর, উচ্ছ্বাস রক্তে যৌবনের উন্মাদনা নিয়ে তোলপাড় করবে না কভু।

    লাইন দুইটা ভালো লাগছে।

    জবাব দিন
    • SHAH ALAM (86-92)

      ধন্যবাদ তৌফিক,
      তুমিই প্রথম আমাকে স্বাগতম জানালে | নাবিক জীবনে জাহাজ থেকে এসে ছুটির দিন গুলো একটু অন্য রকম ভালো লাগায় কাটবে এই সাইট পেয়ে | তোমরা অনেক সুন্দর আর হৃদয় গ্রাহী করে লিখ, আমি শুধু নিজের সাথে কথা বলি | আবারও ধন্যবাদ |

      জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)
    বাঁশ ঝাড় নুইয়ে পড়বে না ঝড়ের আন্দোলনে।

    স্যার ভাই, ব্লগে স্বাগতম ...
    দেরী যা করার করে ফেলছেন ... এখন ব্লগ সংখ্যায় জুনিয়রদের পিছে ফেলুন।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    ভালো লাগলো ভাইয়া। বেশি বেশি লিখবার অনুরোধ রইলো।
    ওহ হ্যাঁ, প্রথম ব্লগের জন্য অভিনন্দন, নিন :teacup: ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : SHAH ALAM (86-92)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।