প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক

Disclaimer: আজ অনেকদিন পর আবার সিসিবিতে লিখতে বসলাম। আসলে এই লেখা দেবার উদ্দেশ্য হল সিসিবিতে আমার হাজিরা সম্পর্কে সকলকে জানানো। মাত্র বিএমএর সেকেন্ড টার্ম শেষ করে আসলাম। সেকেন্ড টার্ম শারীরিক দিক দিয়ে সবচেয়ের কষ্টের টার্ম। তাই টার্ম ভালভাবে শেষ করতে পারায় খুব আনন্দ লাগতাছে :tuski: :tuski: :tuski: । আর আজকে আমার এই লেখা এই সেকেন্ড টার্মেরই একটি মজার ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য।

pepsi

সতর্কীকরনঃ ইহা একটি গান্ধা পোষ্ট, নিজ দায়িত্বে পড়ুন।
লেখার শুরুতে কিছুটা ভুমিকা দেয়া দরকার। আমরা বিএমএতে বিভিন্ন ধরনের এক্সারসাইজে যাই। সেকেন্ড টার্মের সবচেয়ে গুরুত্মপূর্ণ এক্সারসাইজ হল এক্সারসাইজ লৌহকপাট যা শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা কিভাবে নিতে হয় তা সম্পর্কিত। তো এক্সারসাইজে আমাদের বিভিন্ন জনমানবহীন প্রান্তরে যেতে হয়। যেখানে সবচেয়ে বড় সমস্যা হল পানি এবং টয়লেট 😡 😡 😡 । এসব এক্সারসাইজ এরিয়ায় গেলে আমাদের প্রকৃতির ডাকে সারা দিতে হলে আদিম মানুষের মত ঝোপঝাড়ের আশ্রয় নিতে হয় :bash: :bash: :bash: । এইবার মূল কাহিনীতে আসা যাক। আমাদের এক্সারসাইজ এর সময় একদিন সকালে আমার এক কোর্সমেট সকলের কাছে ছুটাছুটি করছে। আমার কাছে আসতেই ব্যাপারটা পরিষ্কার হল। বেচারাকে প্রকৃতির ডাকে সারা দিতে যেতে হবে। কিন্তু সমস্যা আন্যখানে। ওর কাছে এক ফোঁটা পানিও নেই। তাই সকলের কাছে পানি খুঁজতেছে। বেচারার দুর্ভাগ্য কারো কাছেই পানি পাওয়া গেল না। আমরা বললাম ওকে অপেক্ষা করতে। কেঊ গিয়ে পানি নিয়ে আসব। কিন্তু কিছুক্ষন পরে পানি নিয়ে আসার পরে ওকে আর খুঁজে পাওয়া গেল না। বেশ কিছুক্ষন পর দেখি মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে বৎস ফেরৎ আসলো। এতক্ষন কই ছিল প্রশ্ন করতেই জানা গেল আর অপেক্ষা করতে না পেরে সে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েছিল। এবার সকলে একসাথে প্রশ্ন করলাম ও পানি পেল কই? কারন ওর জন্য পানি জোগাড় করতে আমাদের জথেষ্ট্ ভোগান্তি পোহাতে হয়েছে। এরপর ওর উত্তর শুনে তো আমাদের ভিড়মি খাওয়ার মত অবস্থা। ওর উত্তর ছিল এরকম, “দোস্ত পানি পামু কই? প্যাকে হাফ লিটার পেপসি ছিল, পুরাটাই শেষ।” ওর এই উত্তর শুনে পাশ থেকে আমার বিজ্ঞ আরেক কোর্সমেটের মন্তব্য হুমমমম…… প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।

৩,৫৯৪ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক”

  1. রহমান (৯২-৯৮)

    অনেকদিন পর মুসতাকীম
    লেখা পড়ে মজা লাগল। এরপর কি হলো? পিপড়ারা তার পিছনে লাইন ধরেনি?
    বিএমএ র অর্ধেক শেষ করে ফেলার জন্য অর্ধিনন্দন (অর্ধেক অভিনন্দন)
    বাকিটুকু সময় অনেক সহজে কেটে যাবে দেখবা। ভাল করার চেষ্টা কর। বেষ্ট অফ লাক

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    অর্ধেক বিএমএ লাইফ শেষ করায় অভিনন্দন... বাকী অর্ধেকও আশা করি ভাল ভাবেই শেষ হয়ে যাবে।

    ***উইনার না লুজার?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তোর এই কাহিনী পইড়া মনে হচ্ছে পেপ্সির 'ইয়ে দিল মাঙ্গে মোর' মটোরে চেঞ্জ কইরা একটু 'নিচে' নামাইতে হইব... 😉


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।